আমরা মোটামুটি সবাই ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্পর্কে কমবেশি জানি। বড় এবং ছোট প্রায় সব ধরনের কোম্পানীগুলোই ইনফ্লুয়েন্সারদের পিছনে কাড়ি কাড়ি টাকা নিয়ে লেগে থাকে তাদের ব্র্যান্ড এবং পণ্যের প্রসারের জন্য। ঠিক ইনফ্লুয়েন্সার মার্কেটিং ধরনের আরেকটি মার্কেটিং হচ্ছে এই KOL মার্কেটিং। অনেকেই আছেন যারা KOL এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং দুইটাকে একসাথে মিশিয়ে ফেলে। যাইহোক আজ আমি KOL মার্কেটিং সম্পর্কে সাধারণ কিছু আলোচনা করবো।
KOL একটি আভিধানিক শব্দ যার পূর্ণ অর্থ হলো “Key Opinion Leader” আমি যথাযত বাংলা শব্দ খুঁজে না পাওয়াই এখানে KOL শব্দটিই বেশি করা হবে। Key Opinion Leader এমন একজন ব্যক্তি যার কথার উপর ভিত্তি করে আপনার ব্যান্ড বা পণ্যের প্রসার ঘটে থাকে।
KOL মার্কেটিং হল ব্র্যান্ড বা পণ্যের প্রচারণার একটি উপায় যেখানে জনপ্রিয় সামাজিক মিডিয়া ব্যক্তিবর্গের (যেমন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিস, ইনফ্লুয়েন্সার) সাহায্যে সরাসরি ব্র্যান্ড বা পণ্যের বিজ্ঞাপণ করা হয়। এই মার্কেটিং পদ্ধতিতে KOL কোন একটি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হয়ে থাকেন এবং তার একটি বিশাল আকারের নেটওয়ার্ক থাকে যেখানে তিনি যা বলেন বা করেন তার ভক্তরা সেটা অনুকরণ বা অনুসরণ করেন। এই মার্কেটিং পদ্ধতির প্রধান উদ্দেশ্য হল ব্র্যান্ডের সমর্থন, প্রচার বা নতুন পণ্যেরপ্রচারে সহযোগিতা করা।
ইনফ্লুয়েন্সার মার্কেটিং কোন নতুন ধারণা না এটা বেশ অনেক আগে থেকেই চলে আসছে। যদিও অনেক সময় ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং KOL মার্কেটিং দুইটাকেই একই অর্থে ব্যবহার করা হয়। তারপরও ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং KOL মার্কেটিং দুটি ভিন্ন কনসেপ্ট।
একজন ইনফ্লুয়েন্সারের জন্য সোস্যাল মিডিয়া ফলোয়ার অনেক গুরুত্বপূর্ণ যেখানে তিনি কোন পণ্যের বিজ্ঞাপণ দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারে।
অপরদিকে KOL-রা সোস্যাল মিডিয়ার উপর নির্ভরশীল না যেহেতু তাদের আলাদা কোন ব্যবসা থাকে।
যেমন উদাহরণস্বরূপ Phone Repair Guru যিনি শুধুমাত্র ফোন রিপায়ারিং করেন এবং REPART (ফোনের যন্ত্রাংশ বিক্রি করে) ব্রান্ডের দুইটা ভিডিও প্রকাশ করেই প্রায় ৪ মিলিয়ন ভিউ নিয়ে আসছে। বুঝতেই পারছেন মাত্র দুইটা ভিডিও থেকে REPART ঠিক কতটা জনপ্রিয়তা অর্জন করছে।
আরেকটি দারুন উদাহরণ দিতে গেলে বলবো জনপ্রিয় Nespresso কফির কথা। আমেরিকান অভিনেতা এবং প্রযোজক Gordon Ramsay Nespresso কফির সাথে ৪০ মিলিয়ন ডলারের চুক্তি করে এবং সফলভাবে Nespresso কফিকে “ Sexy Coffee” তে পরিণত করেন।
আপনি যদি একজন ব্যবসায়ী বা কোন ধরনের মার্কেটিং এর সাথে যুক্ত থাকেন, নিশ্চিতভাবে চিন্তা করছেন অসংখ্য প্রতিযোগীদের থেকে আপনার ব্র্যান্ডটিকে কিভাবে আলাদা করতে পারি? KOL মার্কেটিং পদ্ধতিতে আপনি আপনার ব্র্যান্ডকে সবার সামনে আলাদাভাবে তুলে ধরতে পারেন।
যাইহোক আজ অনেক লিখলাম। ভালো লাগবে শেয়ার করবেন আর কোন ধরনের প্রশ্ন থাকলে নিচে টিউমেন্ট করতে ভুলবেন না। যদি KOL মার্কেটিং নিয়ে আরো লেখা দেখতে চান তবে জানাবেন।
আমি তারিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।