Mikrolo – ফ্রি ডিজিটাল মার্কেটিং স্ট্রেটেজি ও ক্রিয়েটর প্ল্যাটফর্ম

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব একটি ডিজিটাল মার্কেটিং স্ট্রেটেজি প্ল্যাটফর্ম নিয়ে।

Mikrolo কী?

Mikrolo একটি ফ্রি ডিজিটাল মার্কেটিং স্ট্রেটেজি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি গুগল এড এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া এড এর ক্ষেত্রে কার্যকর স্ট্রেটেজি সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন সফল ডিজিটাল মার্কেটাররা মিলে এই প্ল্যাটফর্ম তৈরি করেছে সুতরাং এখানে পাবেন সফলদের বিভিন্ন দিক নির্দেশনা।

বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং এর যুগ। প্রতিটি বিজনেসের সফলতার জন্য এখন শক্তিশালী অনলাইন উপস্থিতি থাকা খুবই জরুরি। নতুনদের জন্য এটা জানা খুব জরুরি কীভাবে কী শুরু করতে হবে। আর এই প্রয়োজন থেকেই Mikrolo এর উৎপত্তি। আপনার বিজনেসকে অনলাইন ওয়ার্ল্ডের সাথে পরিচয় করিয়ে দিতে আছে Mikrolo।

কয়েকটা সহজ প্রশ্নের উত্তর থেকে Mikrolo আপনার বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং রুড-ম্যাপ তৈরি করে ফেলতে পারবে যেটা আপনার জন্য সবচেয়ে ভাল হবে। সেই রুড-ম্যাপ Google Docs এ ওপেন করে কাজে লেগে যেতে পারেন। চাইলে নিজের চাহিদা মত পরিবর্তনও করে নিতে পারেন।

Mikrolo

অফিসিয়াল ওয়েবসাইট @ Mikrolo

Mikrolo কীভাবে কাজ করে?

খুব সহজে আপনি Mikrolo ব্যবহার করতে পারেন। প্রথমেই Mikrolo এ একটি ফ্রি একাউন্ট খুলে নিন। লগইন করার পর এটি আপনাকে মেইন ইন্টারফেসে নিয়ে যাবে এবং কিছু প্রশ্ন করবে।

প্রথমে থাকবে  Needs, এখানে আপনি ডিজিটাল মার্কেটিং লক্ষ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করুন আপনি কি টুইটারে ফলোয়ার বাড়াতে চান নাকি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চান। আরও অপশন আছে আপনি পছন্দ মত সিলেক্ট করুন।

এর পর আসবে Asset, আপনার বর্তমানে কী কী এসেট আছে সেটা জানান। যেমন টুইটার একাউন্ট, ওয়েবসাইট। আপনার অনলাইন টুল ও এসেটের উপর ভিত্তি করে এটি রুড-ম্যাপ তৈরি করবে।

Marketing Tools, মার্কেটিং টুল হিসেবে কোনটি ইউজ করবেন সেটা সিলেক্ট করুন।

Target থেকে ফোকাস এরিয়া সিলেক্ট করুন যেমন Social Media, Google Ads ইত্যাদি। এটি আপনার চাহিদা অনুযায়ীই আপনাকে রুড-ম্যাপ তৈরি করে দেয়া হবে।

রুড-ম্যাপ তৈরি হয়ে গেলে এখন এটি ওপেন করার পালা। আপনি গুগল ডকে এটি ওপেন করতে পারেন এর পর ইচ্ছে মত ফরমেটে সেভ করে নিতে পারেন।

শুধু তাই নয় Mikrolo আপনাকে বিভিন্ন ব্লু-প্রিন্ট দেখাবে যেগুলো আপনি মাথায় রাখতে পারেন। অন্যান্য স্ট্রেটেজি আপনার ব্র‍্যান্ড এওয়ারনেস এবং ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে সাহায্য করবে। প্রয়োজনে Mikrolo এর মেকারদের সাথে কথাও বলতে পারবেন।

শেষ কথা

Mikrolo এর পারসোনালাইজড গাইডলাইন আপনার স্পেসিফিক প্রয়োজন মিটাতে সাহায্য করতে পারে। এটা আপনার ডিজিটাল মার্কেটিংকে সফল করতে পারে এবং চাইলে আপনি বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। Mikrolo এখনো Beta ভার্সনে রয়েছে আশা করা যায় পরবর্তী আপডেটে এটি আরও কার্যকর হয়ে উঠবে।

তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

what is coupon code?