আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এফিলিয়েট মার্কেটিং করেছেন কিন্তু সাকসেস হতে পারেননি আজকে আমি যে পদ্ধতি আপনাদের বলবো এই পদ্ধতি অবলম্বন করলে আপনি ৯৫% সাকসেস পাবেন এটা সম্পূর্ণ আমার বিস্বাস আমি নিজে এই পদ্ধতিতে কাজ করি। আপনার ইনকামের গ্যারেন্টি আমি দিতে পারবো না কারণ আপনার ইনকাম নির্ভর করবে আপনার পরিশ্রম এবং মনোবল এর উপর।
১. আপনি কোন niche নিয়ে কাজ করবেন এটা প্রথমে সিলেক্ট করুন এবং ঐ niche নিয়ে খুব ভালো ভাবে রিচার্স করুন। ঐ রিলেটেড সাইট গুলোতে ভিসিট করুন এবং তাদের আর্টিকেল গুলো পড়ুন এবং তাদের আর্টিকেল লেখার ধরন গুলো দেখুন।
২. Niche সিলেক্ট হয়ে গেলে আপনাকে কিছু কীওয়ার্ড রিসার্চ করতে হবে কারণ আপনি প্র্যাক্টিক্যাল কাজে ঢুকার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি যে niche সিলেক্ট করছেন ঐ niche ভালো ট্রাফিক আছে কিনা এবং কম্পেটিটর কেমন। যদি আপনার সিলেক্টেড niche এর কীওয়ার্ড গুলো অনেক বেশি কম্পিটিটিভ হয়ে থাকে তাহলে niche চেঞ্জ করে ফেলুন।
কাজ শুরু করতে হলে অবশ্যই আপনার একটি ডোমেইন লাগবে এবং অবশ্যই আপনাকে একটি Expire Domain কিনতে হবে কারণ expire ডোমেইন কিছু বেনিফিট আসছে যেমন :
- ফ্রি ব্যাকলিংক পাবেন
- ডোমেইন অথোরিটি এবং পেজ অথোরিটি থাকবে
- নতুন ডোমেইনে টিউন রাঙ্ক করা অনেক কঠিন কিন্তু পুরাতন ডোমেইনে আপনি খুব সহজে টিউন রাঙ্ক করতে পারবেন
Expired Domain কিনতে পারবেন আপনি Godaddy Auction থেকে
ডোমেইন কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে ডোমেইনটা চেক করে নিবেন কারণ অনেক সময় গুগল প্লানটি থাকতে পারে। আর অবশ্যই ব্যাকলিংক চেক করবেন যেন ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেয়া থাকে।
হোস্টিং কেনার ক্ষেত্রে একটু ভালো সাইট থেকে হোস্টিং কিনবেন যেমন namecheap, godaddy, Bluehost ইত্যাদি।
ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই প্রিমিয়াম থিম ব্যবহার। অনেকে ফ্রি থিম ব্যবহার করে থাকতে পারেন কিন্তু আমি সবসময় প্রিমিয়াম থিম ব্যবহার করতে বলবো। আপনার ওয়েবসাইটকে অবশ্যই সুন্দর ভাবে ডিজাইন করতে হবে এবং অনপেজ seo করতে হবে।
কীওয়ার্ড রিসার্চ সবচেয়ে বেশি জরুরি কারণ ফাস্ট টাইম যখন আপনি ওয়েবসাইট তৈরি করেন তখন খুব পরিশ্রম করেন কিন্তু কিছুদিন পর যখন ওয়েবসাইটে ট্রাফিক আসে না তখন আপনি হতাশ হয়ে যান। এই জন্য আপনাকে অবশ্যই ভালো কীওয়ার্ড খুঁজে বার করতে হবে। কীওয়ার্ড গুলো অবশ্যই লংটেল এবং লো কম্পেটিটিভ হতে। হবে আমি আপনাদের বলবো আপনারা ফাস্ট টাইম ১০০০ ভলিউম এর বেশির কীওয়ার্ড গুলো নিবেন না কারণ ঐগুলোর কীওয়ার্ড ডিফিকালটি কম থাকলেও নতুন সাইট গুলো রাঙ্ক হতে চাইনা। প্রথম মাসটা একদম লো কোম্পেটিটিভ কীওয়ার্ড নিয়ে কাজ করবেন।
কনটেন্ট রাইটিং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিজে কনটেন্ট লিখতে পারলে ভালো তবে নিজে না লিখতে পারলে AI Writing Tools ব্যবহার করতে বলবো কারণ একটি ১০০০ ওয়ার্ড আর্টিকেল লিখার জন্য আপনাকে সর্ব নিন্ম ১০০০ টাকা খরচ করতে হবে। এ ক্ষেত্রে আপনি AI টুল দিয়ে কনটেন্ট রাইটিং করে ঐটাকে ভালো ভাবে এডিট করে টিউন করতে পারেন। ১ মাসে আপনাকে কম করে ৬০+ আর্টিকেল পাবলিশ করতে হবে।
১০০০ ব্যাকলিংক করার থেকে ১ ব্যাকলিংক করুন হাই রেপুটেড ওয়েবসাইটে।
DA PA বেশি থাকলেই ঐ ওয়েবসাইট হাই রেপুটেড হয়না। হাই রেপুটেড বলতে আমি বুজাচ্ছি nytime, bbcnews, prothomalo, All Bangla Newspapers ইত্যাদি।
আরো অনেক বিষয় আছে যেগুলো আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে যেমন কীওয়ার্ড রিসার্চ, Competitor Analysis, অনপেজ SEO ইত্যাদি।
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাকে মেসেজ করুন
আমি মোহাম্মদ আসিফ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।