ইমেইল মার্কেটিং কি? ইমেইল মার্কেটিং কিভাবে করবেন? Email Marketing in Bangla

প্রকাশিত
জোসস করেছেন

নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভাল আছেন। তো বন্ধুরা আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব ইমেইল মার্কেটিং কি এই বিষয়ে। এই বিষয়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা অনলাইন ডিজিটাল মার্কেটিং আর এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা আয় করতে চান।

আপনাদের বলে দি ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের নিজেদের প্রডাক্ট বা অন্য কারো প্রডাক্ট কে খুব সহজেই প্রমোট করতে পারি। এই পদ্ধতিটি খুবই এফেক্টিভ আর শক্তিশালী। এখানে কনভারসেশন রেট খুবই ভালো পাওয়া যায়।

তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ইমেইল মার্কেটিং কি আর ইমেইল মার্কেটিং কিভাবে করবেন? যাতে অন্যদের মতো আপনারা আপনাদের ব্লগ বা যেকোনো ধরনের প্রোডাক্ট, ব্র্যান্ড এর প্রমোশন করতে পারি।

ইমেইল মার্কেটিং পৃথিবীর এমন একটি সফল পদ্ধতি যার কনভারসেশন রেট অন্যান্য ইন্টারনেট মার্কেটিং এর তুলনায় অনেক বেশি।

এই জন্য আজ আমি আপনাদের ইমেইল মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করবেন এই বিষয় সম্বন্ধে বলবো।

ইমেইল মার্কেটিং ব্যবহার করার অর্থ এটা নয় যে আপনি রাতারাতি সফলতা পেয়ে যাবেন কিন্তু যদি আপনারা প্রতিদিন ধৈর্য আর পরিশ্রম করে কাজ করেন তাহলে আপনারা ভালো টাকা আয় করতে পারবেন আর আপনাদের স্বপ্ন অবশ্যই পুরন করতে পারবেন।

তাহলে চলুন আজকের এই বিষয়টি সম্বন্ধে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

 
ইমেইল মার্কেটিং কি? (Email Marketing in Bangla)

সবথেকে ভালো কথা এটি যে আপনারা ইমেইল মার্কেটিং সম্পূর্ণ ফ্রিতে শুরু করতে পারবেন, আর যদি কিছু খরচ করতে হয় তাহলে আপনারা এক মাসে যে টাকা আয় করবেন সেই খরচ তাতে পূরণ হয়ে যাবে।

একটি রিপোর্ট অনুসারে যদি কেউ ইমেইল সাবস্ক্রাইব করে আর আমরা যদি তাদের ইমেইল পাঠায় তাহলে সেই প্রথম ইমেলের open rate 82% হয়।

বন্ধুরা যখন আমরা কারো ব্লগ, প্রডাক্ট, ব্র্যান্ড বা এফিলিয়েট প্রোডাক্টের প্রমোশন ইমেইলের মাধ্যমে করি তখন সেটিকে ইমেইল মার্কেটিং(Email Marketing) বলা হয়। এখানে আমরা ইমেইল মার্কেটিং টুল আর সফটওয়ারের সাহায্যে মেইল পাঠিয়ে আমাদের প্রমোশন করতে পারি।

বন্ধুরা এবার আপনারা বুঝে গিয়েছেন আসলে ইমেইল মার্কেটিং কি? আজকের সময়ে ইমেইল মার্কেটিং চরম শিখরে রয়েছে কারণ এটি খুবই কার্যকর আর সস্তা মাধ্যম প্রমোশন করার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে ইমেইল মার্কেটিং এর ব্যবহার ব্র্যান্ডিং আর অ্যাফিলিয়েট প্রোডাক্ট এর জন্য করা হয়।

বর্তমানে মার্কেটে এমন অনেক সস্তা ইমেইল মার্কেটিং সফটওয়্যার আর টুল আছে যার সাহায্যে আপনারা একই সময়ে যতখুশি মানুষকে মেইল করতে পারবেন। আপনাদেরকে শুধুমাত্র একবার এই টুল গুলিতে আপনার অডিয়েন্সের ইমেইল লিস্ট দিতে হবে, তারপর আপনি যেকোনো দিন বা এক দিনে যতবার খুশি মেইল পাঠাতে পারবেন।

Level 0

আমি সৌগত দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,blogging, SEO, Backlinks topics etc.....visit my site: https://bengalitech.info


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস