নিম্নমানের ফেসবুক এডের পারফর্মেন্স উন্নতকরণ – একটা কেস স্টাডি

প্রকাশিত
জোসস করেছেন

কাল রাতে ছবির এই ফেসবুক বিজ্ঞাপনটা বুস্টে দিয়েছিলাম। আজ সকালে এড ম্যানেজারে এটা চেক করতে গিয়ে দেখি Low Quality স্ট্রিং দেখাচ্ছে। ওটার ওপর মাউস ধরলে নিচের এই মেসেস দেখায়।

This ad was marked as low quality, so it will be shown to fewer people than would typically see it for its current budget. Performance may improve by reducing low quality characteristics such as language that entices people to inauthentically engage with the ad or landing page to complete an action (i.e. liking the post, commenting on it, or sharing it with a friend) in the ad text.

 

এর অর্থ হল এই এড কে নিম্নমান হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার ফলে অল্প লোকের কাছে এই এড ডেলিভারি হবে। বর্তমান বাজেটে সাধারণত যে পরিমাণ লোক এই এড দেখত তার চাইতে কম লোক এই এড দেখবে। যে বৈশিষ্ট্যের কারণে এই এড কে নিম্নমান হিসেব চিহ্নিত করা হয়েছে তা যদি কমানো হয় তা হলে এডের পারফর্মেন্স বাড়বে।

এই এড টা বুস্ট করার আগে আমি টেক্সট গুলো চেক করে দেখিনি। নিম্নমান চিহ্নিত হওয়ার পর এডের টেক্সট গুলো খুব ভাল করে চেক করলাম। দেখলাম এডের টেক্সটের মধ্যে অনেক গুলো সাইন বা প্রতীক ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও টেক্সটের একদম শেষ লাইনে একটা বাক্য ছিল “টিউন টি খুঁজে পেতে শেয়ার করে রাখতে পারেন”।

আমরা অনেকেই এডের টেক্সট এর মধ্যে নানা রকম ইমোজি, প্রতীক ব্যবহার করে থাকি। অতি স্মাটনেস দেখাতে গিয়ে এই গুলো আবার আমাদের বিপদ ডেকে নিয়ে আসে। এইগুলো দেখতে সুন্দর লাগলেও তা ফেসবুকের এড পলিসি ফলো করে না। যার ফলে সিস্টেম এটাকে নিম্নমান হিসাবে মার্ক করে। এর ফলে এডের রিচ কম হয় এবং রেজাল্ট প্রতি এডের খরচ বেড়ে যায়।

এই সমস্যাগুলো চিহ্নিত হওয়ার পর আমার কাস্টমার কে বললাম এড টা এডিট করতে অথবা নতুন করে একটা তৈরি করতে। উনি নতুন করে একটা এড তৈরি করে দিলেন। নতুন এড আমি রিপ্লেস করে বুস্টে দিলাম। এড টা আবারো চলে গেল রিভিউ তে। আপ্রুভ হওয়ার পর দেখলাম এড আগের চাইতে ভাল পারফর্ম করছে এবং Low Quality যে স্ট্রিং ছিল সেটা আর নেই।

যা হোক ফেসবুকে কোন এড তৈরি করার সময় টেক্সট গুলো ভাল করে চেক করবেন। বানান যেন ভুল না হয়, গ্রামার যেন সঠিক হয়। অতিরিক্ত প্রতীক ব্যবহার করবেন না। এ ছাড়াও টেক্সটের মধ্যে লিখবেন না – টিউন এবং পেজে লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার দিন। এ গুলো আসলে ফেসবুকের এড পলিসি ভঙ্গ করে। এড কোয়লিটি যদি ভাল হয় তাহলে আপনার এড ভাল পারফর্ম করবে, খরচ বাচাবে। বার বার যদি এডের মান নিম্ন হয় তা হলে এটা আবার আপনার অধীনে থাকা অন্যান্য পেজ, এড অ্যাকাউন্ট এর এডকে প্রভাবিত করবে। এমনও হতে পারে আপনার আইডি কে ফেসবুকের এড দেয়া থেকে রেস্ট্রিক্টেট করে দিতে পারে।

Level 4

আমি আব্দুল্লাহ আল ফারুক। Digital Marketer, Self Employed, Bogura। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস