আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন,
আজকে ফ্রি মার্কেটিং সম্পর্কে কিছু বাস্তব ও সম্মুখ ধারনা দিব। আশা করি এতে করে আপনাদের সেল অর্থাৎ অনলাইনে কাজের নতুন মাত্রা নিয়ে আসবে। আসলে ফ্রী মার্কেটিং এক সাধারন বাংলা আমরা সবাই জানি। মানে কোনরকম অর্থ খরচ না করে অনলাইনে কাজ করা। এখন প্রশ্ন হল সবাই ত ফ্রি মার্কেটিং করে কিন্তু কিভাবে করলে আপনার অনেক দ্রুত আরনিং করতে পারবেন সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ইন্সাল্লাহ.
ফ্রি মার্কেটিং এর অন্যতম শর্ত হল আপনাকে অবশ্যই অডিয়েন্স বিল্ড-আপ করতে হবে। এখন প্রশ্ন হল এই অডিয়েন্স কোথায় থেকে বিল্ড-আপ করতে হবে। তার উত্তর অবশ্যই আপানাদের জানা আছে। যেমনঃ বিভিন্ন সোশ্যাল মিডিয়া। কারন আমরা জানি বর্তমান যুগে সবথেকে মানুষ অনলাইনে যোগাযোগ এর অন্যতম মাধ্যম হল এই সোশ্যাল মিডিয়া, তাই আপনারা এখানে কাজ করে আপনাদের অডিয়েন্স বিল্ড-আপ করে প্রচুর সেল আনতে পারবেন। অনেকে হয়তো এসব মেথডের সাথে পরিচিত. তবে যারা একদম বিগেনার তাদের জন্য।
ফেসবুক ফ্রি মার্কেটিং পদ্ধতি :
বর্তমান পৃথিবীতে সবথেকে বেশি এই সোশ্যাল মিডিয়াতে মানুষ রয়েছে। আমরা এই ক্ষেত্রে ফেসবুকের পেজ বিল্ড-আপ করে কাজ করতে পারি বং সাথে সাথে গ্রুপ বিল্ড-আপ ও। এখন কি, পেজ আপনি তৈরি করছেন সেটা আপনার নিশ রিলিভেন করতে পারেন, যেমন ধরুন funny, science, engineering, hunting, nursing, sarcasm, ইত্যাদি সহ আর অনেক নিশ রয়েছে আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন সেটা আগে ডিসাইড করে নিতে হবে আর ইন ইনফরমেটিভ টিউন দিয়ে আপনাকে প্রথমে পেজ এবং গ্রুপ বিল্ড-আপ করে নিতে হবে ৫০০০ মেম্বার হলে আসতে আসতে দুই - তিন দিন পর পর মার্কেটিং টিউন করতে পারবেন! এখন ফেসবুকের পেজ বিল্ড-আপ করবেন কি করে? বিভিন্ন টেন্ডিং টিউন আপনার পেজ থেকে শেয়ার করে, আর একটা বিষয় খেয়াল রাখবেন পেজে টিউন করলেই হবে না আপনাকে ওই নিস রিলেভেন্ট বিভিন্ন বড় বড় গ্রুপে আপনাকে এড হতে হবে কারণ হচ্ছে আপনি যেই টিউনা আপনার পেজে করবেন সেটা পেজ থেকে শেয়ার বাটন ক্লিক করে গ্রুপ গুলোতে শেয়ার করে দিতে হবে। এতে এনগেজমেন্ট পাবেন, যদি আপনি লাকি হন তাহলে একদিনে অনেক এনগেজমেন্ট পাবেন যেটা আপনার চিন্তার বাহিরে থাকবে। এখন যারা আপনার টিউন এ এনগেজ হবে তাদের কে আপনি ইনভাইট করবেন এতে আপনার পেজ এ লাইক বাড়বে।
ইন্সটাগ্রাম ফ্রি মার্কেটিং পদ্ধতি :
ইন্সট্রাগ্রামে বর্তমানে অনেক অডিয়েন্স এক্টিভ থাকে! ফেসবুক থেকে ইন্সট্রাগ্রামে সেল জেনারেট বেশি হয়। কারণ হচ্ছে ফেসবুক থেকে ইন্সট্রাগ্রামে সহজ ভাবে বিল্ড-আপ করা যার। এখন বিল্ড-আপ কিভাবে অনেক তারাতারি করা যার সেটা নিয়ে আলোচনা করা যাক ইন্সট্রাগ্রামে আপনার নিস রিলেভেন্ট নিয়ে কাজ করলে ভালো হয় যেটা অনেক ট্রেন্ডিং নিস যেমন আপনি বিড়াল নিয়ে কাজ করতে ইচ্ছুক তার জন্য আপনাকে বিড়াল এর একটি জাত নিয়ে কাজ করতে পারেন যেমনঃ 'Persian cat'। এখন 'Persian cat' লাভার দের কে টার্গেট করতে হবে তারা আপনার অডিয়েন্স। এখন বিল্ড-আপ তো আপনি একদিনে করতে পারবেন না আসতে আসতে করতে হবে। প্রথমে যেটা করতে হবে প্রোফাইল টা ভালো করে সাজিয়ে নিতে হবে আপনার কম্পিটিটর এর পেজটি ফলো করতে পারেন। তারপর প্রতিদিন 'Persian cat' রিলেভেন্ট ছবি এবং ভিডিও টিউন করতে হবে। ইন্সট্রাগ্রামে টিউন গুলো তে
(# ট্যাগ) দিতে হবে কারণ হচ্ছে আপনি যেই (# ট্যাগ) গুলা দিয়ে ছবি এবং ভিডিও টিউন করবেন সেটা কিওয়ার্ড এরমত কাজ করবে যেমন অডিয়েন্স গুলা persian cat লিখে সার্চ করবে তখন #persiancat কিওয়ার্ড রেঙ্ক এ আপনার ছবি আথবা ভিডিও থাকবে এতে আপনি ওই অডিয়েন্স গুলার লাইক এবং টিউমেন্ট পেতে পারেন। (# ট্যাগ) কোথায় পাবেন (তার জন্য গুগুল করতে পারেন গুগুলে কিছু সাইট আছে প্রি তে রিসার্চ করে দেয়) আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যুদি আমি persian cat লিখে ইন্সট্রাগ্রামে সার্চ তখন রিলেভেন্ট কিছু (# ট্যাগ) আসবে অই গুলা আমি আমার টিউন এ বসাই আর ভাল ফীডবেক ও পেয়েছে। এখন ফলো বাড়াবেন কি করে টিউন এর সাথে সাথে আপনি নিস রিলেটেড (# ট্যাগ) দিয়ে সার্চ করবেন আর দেখবেন কোন টিউন গুলা প্রথম আছে যেই গুলা ভালো এনগেজমেন্ট পেয়েছে সেইগুলার অডিয়েন্স গুলা কে ফলো করতে হবে যারা টিউমেন্ট করেছে তাদের কে ফলো করলে বেক তারাতারি পাওয়ার সম্ভানা বেশি থাকে। প্রতিদিন ৩০-৪০ টা ফলো করতে পারেন আবার বেশি বেশি না করে আসতে আসতে আগাতে হবে না হলে আবার সেডো ব্যান হতে পারে। যার ইমেজ বা ভিডিও উপলোড করছেন তার ক্রেডিট দেওয়ার চেষ্টা করবেন। সিডিউল করে টিউন দেওয়ার জন্য gramblr চালাতে পারেন। আরা আপনার প্রোফাইল ১০০ টার মত ছবি এবং ভিডিও আপলোড করে পরে যুদি ফলো করেন তাহলে তারাতারি বেক পাওয়ার চাঞ্জ থাকে। আপনি নিস রিলেভেন্ট অডিয়েন্স পেয়ে গেলে মার্কেটিং শুরু করবেন ২/৩ দিন পর পর ৫০০০ হলেও করতে পারেন কিন্তু আমি বলবো ১০০০০ করে আপনি মার্কেটিং শুরু করেন তাহলে ভালো ফীডবেক আসবে। আর একটা বিষয়, যুদিও কষ্ট ফলোর দের সাথে কনভারসেশন করে সেল দিতে পারেন খুব সহজে। কাজটা খুবি সিম্পল কিন্তু ইফেক্টিভ.
টুইটার ফ্রি মার্কেটিং পদ্ধতিঃ
টুইটার মার্কেটিং ও নিস রিলেভেন্ট করলে ভালো হয়। নিস রিলেভেন্ট (# ট্যাগ) কিওয়ার্ড গুলো বের করে (তার জন্য গুগুল করতে পারেন গুগুলে কিছু সাইট আছে প্রি তে রিসার্চ করে দেয়) টুইটার এ টিউন করার আগে ভালো করে প্রোফাইল সাজিয়ে নিতে হবে। তারপর ফলোয়ার বাড়াতে অই রিলেভেন্ট পেজ এর টিউন খুঁজে বের করে যেই টিউন গুলার এনগেজমেন্ট বেশি অই টিউন এর লাইক, টিউমেন্ট কারীদের ফলো করা, তাহলে তারাতারি ফলো বেক পেতে পারে, ৫০০০ ফলো হয়ে গেলে মার্কেটিং চালু করে দিবেন। আর একটা বিষয় টুইটার ইউএস এর প্রতিদিন কিছু কিওয়ার্ড টপিক ভাইরাল থাকে ওই কিওয়ার্ড গুলা আপনার কিছু মার্কেটিং টিউন এ বসাতে পারেন ন ভালো ফেডবেক পাওয়া যায়।
আমি অনেক দিন ধরে ফ্রি তে কাজ করেছি আল্লার রহমতে ভালো কাজ হচ্ছে সব দিকে, পরবর্তীতে ভিডিও দেওয়ার ট্রাই করবো ইন্সাল্লাহ নতুন মডারেটর হিসেবে এটাই আমার প্রথম টিউন চেষ্টা করেছি কিছু শেয়ার করার জন্য। আজকে ৩টি সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করলাম। আমি অনেক ভাইয়াদের ফলো করেছি তাদের কাজের ধরন নেওয়ার ট্রাই করেছি তারাও আমাকে অনেক হেল্প করেছে তাদের জন্যেই আমি আজকে এইখানে। একটা বিষয় বলবো আপনি যতই জানেন না কেনো আপনি তার পরও পরামর্শ নেন আপনি হয়তো অনেকটা জানেন তারপর ও কিছু নেওয়ার ট্রাই করবেন। ইন্সাল্লাহ সফল হবেন একদিন। একদিন আমি আমার আমার গল্প শেয়ার করবো আপনাদের সাথে।
আশাকরি আপনাদের কাজে আসবে কিছু কিছু বিষয়। চেষ্টা করবো পরবর্তীতে ভিডিও দিয়ে বুজানোর জন্য। তাহলে সহজ হবে সব কিছু বুজতে। আর আমার জন্য দোয়া করবেন। যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করবো ইন্সাল্লাহ.
প্রিন্ট অন ডিমান্ড নিয়ে যারা কাজ করতে চাই আমার গ্রুপে এড হতে পারেন
গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/2568924953368434
ফেসবুক আইডিঃ https://www.facebook.com/tofail.bappy/
আমি তোফায়েল বাপ্পি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।