বিদেশে অনেক আগে থেকেই অনলাইন মাকের্টিং চালু হয়েছে এবং বর্তমানে ফিজিক্যাল শপিংয়ের থেকে অনলাইন শপিং বেশি হয়ে থাকে। শুধুমাত্র যেসকল পণ্য সরাসরি নিজে গিয়ে কেনা উত্তম শুধুমাত্র সেগুলোই তারা ফিজিক্যাল শপে গিয়ে কিনে থাকে।
আর বিদেশের মতোই আমাদের দেশেও বেশ কয়েক বছর হলো অনলাইন শপিং চালু হয়েছে। আর চালু হলেও বিদেশের মতো অতো রেন্সপন্সিভ না দেশের মানুষ। কারণ এখানে ম্যাক্সিমামই নিজে দোকানে গিয়ে নিজের হাতে চেক করে নিয়ে পণ্য কিনে থাকে। তবে এই করোনা ভাইরাসের মধ্যে এখন আমাদের দেশেও অনলাইন শপিং প্রথাটি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠা শুরু হয়েছে। এই কোরবানি ঈদে অনেকেই অনলাইন শপিং থেকেই কোরবানির পশু কিনেছেন। তবে আমাদের দেশে ডিজিটাল পণ্যগুলোকেই অনলাইনে বেশি কেনা হয়ে থাকে।
ডিজিটাল পণ্য বলতে ভিডিও গেমস, সফটওয়্যার, স্ট্রিমিং সার্ভিসের সাবস্ক্রিপ্টশন ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। আমাদের দেশে লিগ্যাল গেমারদের সংখ্যা কিন্তু কম নয়! তারা নতুন নতুন ভিডিও গেমস বের হলে সেগুলোকে টরেন্ট থেকে ডাউনলোড কিংবা দেশের বাজার থেকে পাইরেটেড সিডি / ডিভিডি থেকে কিনে থাকে না। তারা গেমটিকে সরাসরি ডেভেলপারদের কাছ থেকে “ভেলিড” পন্থায় অরিজিনাল ভাবে কিনে থাকে। আর সেখানেই আমাদের অনলাইন শপের ভুমিকা চলে আসে। আমাদের অনেকেই নেটফ্লিক্স দেখে থাকি। আপনি জানেন কি এখন আপনি নেটফ্লিক্স একাউন্টও ভাড়ায় কিনতে পারবেন মাস হিসেবে। আর এগুলোর সবকিছুই পাবেন নতুন অনলাইন শপ GulfishanBD.com এ!
GulfishanBD তে সকল ধরনের ডিজিটাল পণ্য আপনি পেয়ে যাবেন। ভিডিও গেমস থেকে শুরু করে, মুভি, গান, সাবস্ক্রিপ্টশন ভিক্তিক সকল সার্ভিস যেমন নেটফ্লিক্স, স্পটিফাই ইত্যাদি সকল কিছু সুলভ মূলে পেয়ে যাবেন। এছাড়াও এন্টিভাইরাস, সফটওয়্যার ইত্যাদিও থাকছে। আর বর্তমানে আপনি আমাদের সকল সার্ভিসে পাচ্ছেন ৮৫% পর্যন্ত ছাড়! হ্যাঁ আপনি টেকটিউনসের আমার রেফারেন্সে GulfishanBD সাইট থেকে যেকোনো কিছু কিনলেই পাবেন Random ৮৫% পর্যন্ত ছাড়! উইন্ডোজ ১০ প্রফেশনাল কী পাবেন মাত্র ৭০০ টাকায় এবং উইন্ডোজ ১০ Home সিঙ্গেল এডিশন পাবেন মাত্র ৫০০ টাকায়! জ্বী হ্যাঁ! আর উইন্ডোজ ১০ কে পাইরেটেড কপি দিয়ে চালাতে হবে না এখন আপনি মাত্র ৫০০ টাকাতেই লিগ্যাল অরিজিনাল উইন্ডোজ ভার্সন চালাতে পারবেন!
যারা নেটফ্লিক্স পাগলা রয়েছেন কিন্তু পকেটে সেরকম বাজেট নেই তাদের জন্যও রয়েছে দারুণ অফার! মাত্র ১৭৯ টাকায় ১ স্ক্রিণ নেটফ্লিক্স (UHD 4K Premium) একাউন্ট এক মাসের জন্য পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের সাইটে! এছাড়াও যারা আরো স্ক্রিণ সুবিধা চান তারা প্রাইভেট ৫ স্ক্রিণ নেটফ্লিক্স একাউন্ট ৬৩০ টাকা / মাস কিনতে পারবেন।
আর সাইটে অর্ডার করা সকল পণ্যগুলো আপনি ৫ মিনিট থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। তাই যারা Steam ওয়ালেট, গুগল প্লে গিফট কার্ড, PSN সার্ভিস, Apple Store কার্ড ইত্যাদি কিনতে চান তারা দ্রুততর সময়ে কী ইমেইলের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন! আর এছাড়াও বিভিন্ন অনলাইন গেম যেমন পাবজি, কল অফ ডিউটি, ফ্রিফায়ার ইত্যাদিতেও আমাদের কাছে সবথেকে কম মূল্যে রিচার্জ করতে পারবেন!
আর ট্রাস্টেট শপ হিসেবে আমাদের রয়েছে Kaspersky Internet Security, NordVPN, Malwarebytes Antivirus, Daraz অনলাইন শপ, REVE Antivirus এবং মাইক্রোসফট এর অফিসিয়াল ডিলারশীপ! তাই গুলফিশানবিডিতে নিশ্চিতে শপিং করুন।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Gulfishan Store
We are authorized and certified Seller. We deals online selling products. Official store in Bangladesh.Our approach is to provide you error free and Antivirus Certified products. We deals the Netflix (viewing), FIFA, Prime Videos, Apple Store (music), Spotify, Audible, Minecraft(games). We are mainly partners with: Kaspersky, Revte Antivirus, Malwarebytes, NordVPN, Microsoft Store (windows products), Daraz Bangladesh.