আজ আপনাদের সাথে আলোচনা করব BULK SMS বা SMS মার্কেটিং সম্পর্কে

আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আলোচনা করব Bulk SMS বা SMS মার্কেটিং সম্পর্কে। বাল্ক এসএমএস হলো এক প্রকার অনলাইন ভিত্তিক এসএমএস (মেসেজিং) সেবা। যার দ্বারা ইন্টারনেট এর মাধ্যমে সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করে অথবা সফ্টওয়ার ব্যবহার করে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে যে কোন মোবাইল নম্বরে যে কোন নাম ব্যবহার করে (মেসেজ সেন্ডার হিসেবে) মেসেজ পাঠানো যায়.
অর্থাৎ এর বিশেষ সুবিধা হল এই যে, এর মাধ্যমে ব্যবহারকারী নিজের নাম বা কোম্পানীর নাম ব্যবহার করে মেসেজ পাঠাতে পারেন।
•Bulk SMS এর মাধ্যমে খুব সহযেই ব্যবসা প্রতিষ্ঠানেরে প্রোডাক্ট প্রমোশান, প্রোডাক্টের অফার ইত্যাদি জানানো যায়।
•Bulk SMS এর মাধ্যমে হোটেল রিসোর্ট এর মালিকগন তাদের ক্লায়েন্টদেরকে Booking সম্পর্কিত যে কোন মেসেজ দিতে পারবেন।
•Bulk SMS এর মাধ্যমে কুরিয়ার সার্ভিস যারা দিয়ে থাকেন তারা ক্লায়েন্টদেরকে Delivery Report দিতে পারবেন।
•Bulk SMS এর মাধ্যমে Educational Institute এ ছাত্রদের পিতা-মাতাকে, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের যেকোন নোটিস SMS এর মাধ্যমে জানাতে পারবে।
•Bulk SMS এর মাধ্যমে ক্লাব, সঙ্ঘ, কমিটির মিটিং, নির্বাচনের খবর জানাতে অথবা দাওয়াত, শুভেচ্ছা, অভিনন্দন জানাতে Bulk SMS ব্যবহার করতে পারবেন।
*Bulk SMS এর আর কি কি সুবিধা আছে?

•সময় নির্ধারণ করে এস এম এস পাঠাতে পারবেন।
•একসাথে যতখুশি নাম্বারে এস এম এস পাঠানো যাবে।
•এস এম এস এর ডেলিভারি রিপোর্ট দেখতে

Bulk SMS কিভাবে কিনবেন?

MDN থেকে আপনারা আপনাদের ব্যবসার প্রচারের জন্য Bulk SMS কিনতে পারবেন। আমাদের Bulk SMS এর প্যাকেজ গুলো দেখতে MDNLimited.XYZ আপনার পছন্দের প্যাকেজটি কিনে ফেলুন।

Bulk SMS কিভাবে ব্যবহার করবেন?

আপনি Bulk SMS কেনার পর আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট পাবেন। আপনাকে আপনার অ্যাকাউন্টের Username এবং Password দেয়া হবে। তারপর আপনি SMS প্যানেলে লগিন করে এস এম এস পাঠাতে পারবেন
বিঃদ্রঃ বাল্ক এসএমএস কেনার আগে আপনি চাইলে আপনাকে একটি ডেমো অ্যাকাউন্ট দেয়া হবে, যেখানে আপনাকে কিছু এস এম এস দেয়া হবে। সেগুলো আপনি ফ্রিতেই পাঠাতে পারবেন। তারপর এস এম এস প্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে সেই অ্যাকাউন্টে প্যাকেজ অনুযায়ী বাল্ক এস এম এস কিনে নিতে পারবেন

demo অ্যাকাউন্ট নিতে হলে আগে আপনাকে একটা প্যাক কিনতে হবে।

তারপর আপনাকে একটা টিকেট ওপেন করতে হবে। সেখানে বলতে হবে ডেমো চান। তারা আপনাকে প্যানেল + ডেমো অ্যাকাউন্ট দিবে ফিরতি মেইল এ।

Order Link: BULK SMS

Level 1

আমি মোঃ মাহফুজ রিহাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস