বাংলা ওয়েবসাইটের কি ওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে?

বাংলা ওয়েবসাইটের কি ওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদেরকে নানা সমস্যায় পড়তে হয়। ভালো মাণের অনেক এস ই ও টুলেই বাংলা ভাষায় সার্চ দেয়া যায় না। আমরা জানি Ubbersuggest নামে নিল প্যাটেল এর অসাধারণ একটি ফ্রি টুল রয়েছে যেখানে বাংলাদেশ বা, বাংলা ভাষা নেই। searchvolume.io নামে একটি টুল পাবেন যেখানে সার্চ ভলিউম দেখা যায়, কিন্তু বাংলা সার্চ ভলিউম সেখানে পাবেন না।

এর সমাধান কি?

আমি আপনাদেরকে কিছু টুলের কথা বলছি যেগুলো কাজে লাগবে-

  1. গুগল কিওয়ার্ড প্ল্যানার সবার সেরা। এখানে বাংলাদেশ কিংবা বাংলা ভাষায় কোন টার্ম লিখে কতগুলো সার্চ হয়েছে সেটি খুঁজে পাবেন
  2. keywordtool.io ব্যবহার করে কিওয়ার্ড সাজেশন দেখতে পাবেন। স্বল্পতম সময়ে এর চেয়ে ভালো টুল আর নেই
  3. semscoop অসাধারণ একটি টুল। এই টুল ব্যবহার করে সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, টপ সাইট, কত ওয়ার্ড লাগবে প্রথম পেজে আসতে সব দেখা যায়। সীমাবদ্ধতা হচ্ছে ফ্রিতে দিনে তিনবার সার্চ দেয়া যায়।
  4. এলেক্সা ব্যবহার করে সারা বিশ্বে আপনার সাইটের র‍্যাংক কত দেখতে পাবেন
  5. similarweb থেকেও এলেক্সা এর মত একই কাজ করতে পারবেন
  6. Moz এ গিয়ে ওয়েবসাইটের DA, PA চেক করা যাবে
  7. Majestic থেকে TF, CF চেক করা যাবে

আমার মনে হয় না এরপরে আর কোন কিছুর প্রয়োজন হবে। এই টুলগুলোই যথেষ্ট হওয়ার কথা।

তথ্যসূত্রঃ বাংলা কিওয়ার্ড রিসার্চের জন্য সেরা টুলগুলো

Level 0

আমি প্রচ্ছন্ন প্রকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 71 টিউনারকে ফলো করি।

ব্লগিং এবং এস ই ও শেখার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। আমার লেখাগুলো পড়লে অনেকেই উপকৃত হবেন। ঠিকানা- https://www.bloggingnseo.xyz


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস