ফেসবুকে বুস্ট করতে পারছেন না কেন?

প্রকাশিত
জোসস করেছেন

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ তাদের ফেসবুক পেজ থেকে Post বুস্ট বা পেজ প্রমট করতে পারছেন না। কারণ হিসেবে ফেসবুক যেটা বলে তাহলো মাল্টিপল পলিসি ভায়োলেশন এর কারণে ফেসবুক এই ধরনের প্রতিবন্ধকতা করছে।

আমার ব্যক্তিগত কেসস্টাডি থেকে যা পেয়েছি তা নিচে উল্লেখ করলাম।

মূলত এই দুটো কারণেই ফেসবুক বুস্ট দেয়া থেকে কোন পেজ কে ব্লক করছে

  • ১. ফেসবুক পেজে বুস্ট করেছেন কিন্তু পেমেন্ট ডিউ আছে।
  • ২. লাগাতার ৩ থেকে ৫ বার বুস্টে দেয়া এড রিজেক্ট হলে।

এখন কথা হল এই ধরনের অবস্থা তৈরি হলে করণীয় কি?

প্রথম কথা হল যারা বিভিন্ন এজেন্ট বা ব্যক্তির নিকট থেকে বুস্ট সার্ভিস নিয়ে থাকেন তারা ভালভাবে তাদের পারফর্মেন্স, জ্ঞানের বহর, নির্ভরশীলতা, বিশ্বস্ততার ব্যাপারে খোঁজ খবর নিয়ে বুস্ট সার্ভিস নিবেন যাতে করে কোন বাটপারের খপ্পরে না পড়েন।

দ্বিতীয়ত, পলিসি ভায়লেশন বেশি হোক বা কম হোক একটা আপিল অবশ্যই করবেন। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি অনেক সময় তারা এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়।

আপনার কাছে আপনার ফেসবুক বিজনেস পেজ অনেক মূল্যবান। তাই এটার ব্যাপারে এখনই সতর্ক হোন।

Level 4

আমি আব্দুল্লাহ আল ফারুক। Digital Marketer, Self Employed, Bogura। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস