টিউন ডিলিট করার বিনীত আবেদন

টিউন ম্যানেজ টিউন রিপোর্ট

টেকটিউনসে আমার টিউনার প্রোফাইলের পুরাতন কিছু টিউট ডিলিট করার অনুরোধ করছি; যেহেতু একটি নির্দিষ্ট সময় পর সেটি সংশোধন বা পরিবর্তন অথবা রিমুভ করার এক্সেস থাকে না তাই টিউটগুলো টেকটিউনস কর্তৃপক্ষ হতে ডিলিট করার অনুরোধ করছি।

আমি আমার টিউনার প্রোফাইলটি স্বচ্ছ - নির্ভরশীল এবং ভ্যালুয়েবল রাখার জন্য টিউনগুলো রিমুভ করার বিশেষ প্রয়োজন।

ডিলিট করার কারণ:- যেহেতু সংশোধন করার উপায় নেই এবং সেগুলো আপডেটও করতে পারছি না; তদুপরি ঐ সকল টিউনের ভ্যালিডেশান নেই তাই সেগুলো রিমুভ করার অনুরোধ করছি।

টিউস সমূহের লিংক:-

(1) https://www.techtunes.io/psychology/tune-id/989308
(2) https://www.techtunes.io/altering/tune-id/984063
(3) https://www.techtunes.io/altering/tune-id/984061
(4) https://www.techtunes.io/tech-fiction/tune-id/984046
(5) https://www.techtunes.io/altering/tune-id/983953

বিঃদ্রঃ এই সকল টিউট ছাড়া নতুন করে করা টিউনগুলো যেন রিমুভ করা না হয়।

নিবেদন:- আমি নতুন টিউনে স্পন্সশীপ তথা এডভারটাইজমেন্ট করতে চাচ্ছি সুতরাং আমার টিউনার প্রোফাইলটিকে আরও অধিক স্বচ্ছ ও ভ্যালিড রাখার জন্য এটা আবশ্যক।


দেখা
193
উত্তর
1
2 মাস 3 সপ্তাহ আগে

টেকটিউনসে প্রকাশিত টিউন, টেকটিউনস গাইডলাইন ভঙ্গ ব্যতিত, টিউন ডিলিট এর কোন অপশন নেই। আপনার উল্লেখিত টিউন গুলো প্রাইভেট করা হলো।