সাদিক মাহমুদ: টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন

টিউনার ব্যাজ ট্রাস্টেড টিউনার

ট্রাস্টেড টিউনার ব্যাচ পাওয়ার জন্য জন্য আমি ১০ টি টিউন টেকটিউনস এর প্রতিটি গাইডলাইন অনুযায়ী সম্পন্ন করেছি। দয়া করে কিছু সময় নিয়ে আমার টিউন গুলো রিভিউ করে আমাকে ট্রাস্টেড টিউনার ব্যাজ প্রদান করবেন।


দেখা
544
উত্তর
4
4 মাস 3 সপ্তাহ আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস কন্টেন্ট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন রিভিউ করা সম্পন্ন হয়েছে।

আপনার প্রকাশ করা টিউন গুলো টেকটিউনস গাইডলাইন অনুযায়ী হয়নি।

১. নিন্মোক্ত টিউন ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন এর গাইডলাইন অনুযায়ী হয়নি।

টিউন: এমন ৫ টি কাজ সম্পর্কে জানব যেটি এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা রিপ্লেস করা যেতে পারে
কারণ: মেশিন ট্রন্সলেশন/ লিটেরাল ট্রন্সলেশন (আক্ষরিক অনুবাদ)/অসামাঞ্জস্য বাক্য রয়েছে।
যেমন:
১. ‘. এই কৃত্রিম মধ্যে আত্মাকে সঠিকভাবে বোঝাতে আপনি সক্ষম হন তাহলে.’
২. ‘. একটি কৃত্রিম মধ্যে মাথা খুব সহজে বাজার গবেষণা করতে পারে.’

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউনের সমান্য কিছু অংশও গুগল ট্রান্সলেশন বা মেশিন ট্রান্সলেশন ব্যবহার করে বাংলা যোগ করা যায় না। টিউনের ভাষায় কোন রকম আক্ষরিক অনুবাদের ভাষা ও অনুবাদের ফলে ভাষার অসামঞ্জস্যতা, এক বাক্যের সাথে অন্যবাক্যের মিল না থাকা এরকম একটি বাক্যও থাকা যায় না।

২. টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন অনুযায়ী

আপনার সর্বশেষ (আবেদন করার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে) ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন মোতাবেক টিউটোরিয়াল বেইজড টিউন হতে হয়। আপনার সর্বশেষ (আবেদন করার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে) ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন মোতাবেক টিউটোরিয়াল বেইজড টিউন না হলে সে আবেদন গ্রহণযোগ্য হয় না।

আপনার টিউন গুলো টিউটোরিয়াল বেইজড টিউন নয়।

৩. টিউনগুলোতে মাত্রাতিক বানান ভুল রয়েছে।

‘স্পেল চেকার’ দিয়ে বানান চেক করে ও নিজে থেকে স্পেল চেক করে বানান ঠিক করা হয়নি।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ ব্যাজ অর্জন করতে

১. ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ ব্যাজ অর্জন করতে আপনার প্রকাশিত সকল টিউন ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন’ অনুযায়ী হতে হয়।

২. আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর প্রকাশিত টিউনের বৈশিষ্ঠ্য’ ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর টিউন টপিক’অনুযায়ী হতে হয়।

৩. টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন অনুযায়ী আপনার সর্বশেষ (আবেদন করার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে) ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন মোতাবেক টিউটোরিয়াল বেইজড টিউন হতে হয়। আপনার সর্বশেষ (আবেদন করার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে) ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন মোতাবেক টিউটোরিয়াল বেইজড টিউন না হলে সে আবেদন গ্রহণযোগ্য হয় না।

৪. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনের টিউন থাম্বনেইলে, টিউনের শিরোনামে ও টিউনের কন্টেন্টে কোন প্রকার বানান ভুল থাকা যায় না। প্রতিটি টিউন প্রকাশের আগে ‘স্পেল চেকার’ দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও টিউনের কন্টেন্টের বানান চেক করে, নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হতে হয় যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।

‘স্পেল চেকার’ দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও পুরো টিউনের কন্টেন্টের বানান চেক করুন, সেই সাথে নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হোন যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।

৫. আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন টিউন ফরমেট গাইডলাইন এ উল্লেখিত ফরমেট অনুযায়ী হতে হয়।

৬. টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর সকল টিউনে অবশ্যই ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী Stock Image (স্টক ইমেইজ) সম্বলিত টিউন থাম্বনেইল যোগ করা থাকতে হয়।

৭. টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউনের সমান্য কিছু অংশও গুগল ট্রান্সলেশন বা মেশিন ট্রান্সলেশন ব্যবহার করে বাংলা যোগ করা যায় না। টিউনের ভাষায় কোন রকম আক্ষরিক অনুবাদের ভাষা ও অনুবাদের ফলে ভাষার অসামঞ্জস্যতা, এক বাক্যের সাথে অন্যবাক্যের মিল না থাকা এরকম একটি বাক্যও থাকা যায় না।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হবার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমে আপনাকে সে প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এরপর আলাদা ভাবে আবেদন করতে হয়। আরও জানতে দেখুন টেকটিউনসে বাংলা আর্টিকেল লিখে আয় করুন

টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন অনুযায়ী টিউন করতে ব্যর্থ হওয়ায় এই ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনটি’ বাতিল হলো।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন এর যে কোন ১ টি টিউন, টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ না হলে পুরো ১০ টি টিউনই বাতিল হয়। এই ১০ টি বাতিল হয়ে যাওয়া টিউন আর পরবর্তি কোন আবেদনের জন্য কাউন্ট হয় না।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন’ এ উল্লেখিত সকল প্রক্রিয়া পুনরায় সঠিক ভাবে সম্পন্ন করে আবার নতুন করে ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করা যায়।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হবার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমে আপনাকে সে প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এরপর আলাদা ভাবে আবেদন করতে হয়। আরও জানতে দেখুন টেকটিউনসে বাংলা আর্টিকেল লিখে আয় করুন

প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে টিউনার পুনরায় টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন ও টেকটিউনসে বাংলা আর্টিকেল লিখে আয় করুন অনুযায়ী নতুন ১০ টি টিউন প্রকাশ করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন করতে পারবে।

    আমি অত্যন্ত দুঃখিত আমার করা এই বিশাল ভুল গুলোর জন্য। অত্যন্ত দ্রুত আমি এই ভুলগুলো সংশোধন করে আবারও ট্রাস্টেড টিউনার ব্যাচ এর জন্য আবেদন করব।

শুধু মাত্র অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল ভিত্তিক টিউন সাবমিট করুন

  • ক্যারেন্ট ট্রেন্ডিং (Current Trending) টিউন টপিক,
  • টেকনোলজিতে Cutting-edge প্রযুক্তি,
  • টেকনোলজিতে Cutting-edge অ্যাপ,
  • টেকনোলজিতে Cutting-edge সফটওয়্যার,
  • টেকনোলজিতে Cutting-edge সেটিং,
  • টেকনোলজিতে Cutting-edge টিপস ও ট্রিক্সস

এমন Cutting-edge টিউন টপিক নিয়ে Study করুন, এমন টিউন টপিক নিয়ে রিসার্চ করুন এবং Cutting-edge টিউন টপিক নিয়ে টিউন করুন। গতানুগতিক টিউন টপিক নিয়ে ’লো ভ্যালু টিউন’ (Low Value Tune) করা থেকে বিরত থাকুন। অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল ভিত্তিক টিউন এর উদাহরণ

অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল ভিত্তিক টিউন করতে খেয়াল রাখুন

  • ১. ঘরে বসে আয়, বেটিং, লোন, ফাইনান্স জাতীয় কোন অ্যাপের টিউটোরিয়াল থেকে বিরত থাকুন।
  • ২. ক্র্যাক, বাইপাস, ইলিগ্যাল Google Playstore, F-Droid, Aurora Store নেই এমন অ্যাপের টিউটোরিয়াল থেকে বিরত থাকুন। টেকটিউনস এ কী ধরনের টিউন করা যায়? কীভাবে করতে হয় জানুন টিউন গাইডলাইন থেকে।
  • ৩. বাংলা ভাষার কোন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও এর কথা সরাসরি ট্রান্সক্রাইব করে টিউন করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। বাংলা ভিডিও এর কথা সরাসরি ট্রান্সক্রাইব করে টিউন করা, টেকটিউনস এর অডিও ভিডিও প্লেইজারিম হয়, যে কোন ধরনের প্লেইজারিম সহ টেকটিউনস এ কোন ধরনের অডিও ভিডিও প্লেইজারিম টিউন করা হলে তা বাতিল হয়। একাধিকবার টেকটিউনস প্লেইজারিজম গাইডলাইন ভঙ্গ হলে টেকটিউনস টিউনারশীপ স্থগিত হয়।
  • বাংলা ভাষার যে কোন ভিডিও থেকে এবং ইংরেজি, অথবা অন্য যে কোন ভাষার ভিডিও থেকে ইন্সপাইরেশন নিয়ে নিজের মত করে, নিজে জ্ঞান অর্জন করে, নিজের অভিজ্ঞতা দিয়ে টিউন লেখা যায়। ইন্সপাইরেশন নিয়ে নিজের মত করে, নিজে জ্ঞান অর্জন করে, নিজের অভিজ্ঞতা দিয়ে কীভাবে লেখা টিউন লেখা যায় টেকটিউনস প্লেইজারিজম গাইডলাইন এ তা দেখুন।
  • ৪. টেকটিউনসে যে কোন অ্যাপ/সফটওয়্যার নিয়ে টিউন করতে অবশ্যই সে অ্যাপ/সফটওয়্যার ইন্সটল করে, সে অ্যাপ/সফটওয়্যার নিজে ব্যবহার করে, নিজে Experience করে টিউন করতে হয়। টেকটিউনসে যে কোন অ্যাপ/সফটওয়্যার নিয়ে টিউন করতে সে অ্যাপ/সফটওয়্যার নিজে ইন্সটল না করে, সে অ্যাপ/সফটওয়্যার নিজে ব্যবহার না করে, নিজে Experience না করে শুধু আর্টিকেল পড়ে, ভিডিও দেখে, অনুমান নির্ভর, ভুল ইনফোরমেশন দিয়ে কোন টিউন করা যায় না।
  • ৫. টিউটোরিয়াল ও ইন্সট্রাকশন বেইসড টিউন লিখতে টিউটোরিয়াল ভিত্তিক টিউনে মোবাইল এর স্ক্রিনসট যোগ করা স্টেপ বাই স্টেপ গাইডলাইন অনুযায়ী ফরমেটে টিউনের প্রতিটি স্টেপ ও প্রতিটি স্টেপের অধীনে স্মার্ট ফোন থেকে নেওয়া স্ক্রিনসট যোগ করে টিউন করতে হয়।

Cutting Edge টিউন টপিক নিয়ে Study করুন, এমন টিউন টপিক নিয়ে রিসার্চ করুন এবং Cutting Edge টিউন টপিক নিয়ে টিউন করুন। গতানুগতিক টিউন টপিক নিয়ে ’লো ভ্যালু টিউন’ (Low Value Tune) করা থেকে বিরত থাকুন।

Comments are closed.