ইমন সিকদার: টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদন: ০৩

টেকটিউনস প্রোফাইল রিভিউ

টেকটিউনস প্রোফাইল 'টেকটিউনস প্রোফাইল সেটআপ' গাইডলাইন অনুযায়ী সেটআপ করা হয়েছে। এখন আমি টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ এর জন্য আবেদন জানাচ্ছি।


দেখা
233
উত্তর
3
4 মাস 3 সপ্তাহ আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস সাইট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

নির্দেশনা [০১]

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

১. আপনার NID না থাকায়

Payout – Wallet সেকশনের bKash ফিল্ড

অবশ্যই আপনার নিজেস্ব বার্থ রেজিস্ট্রেশন এর নামে খোলা বিকাশ নম্বর ম্যান্ডেটরি ভাবে থাকতে হয়।

টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে ও টেকটিউনস ক্যাশ পে-আউট গ্রহণ করতে আপনার টেকটিউনস অ্যাকাউন্টে অবশ্যই আপনার নিজেস্ব বার্থ রেজিস্ট্রেশন এর নামে খোলা বিকাশ নম্বর ম্যান্ডেটরি ভাবে থাকতে হয়। নিজেস্ব বার্থ রেজিস্ট্রেশন এর নামে নয় এমন বিকাশ, রকেট, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে টেকটিউনস ক্যাশ পে-আউট হয় না।

‌কেননা আপনার নিজেস্ব বার্থ রেজিস্ট্রেশন এর নামে খোলা বিকাশ নম্বর আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপের জন্য ব্যবহৃত হয়। এছাড়া সিস্টেম সর্বপ্রথম আপনার নিজেস্ব বার্থ রেজিস্ট্রেশন এর নামে খোলা বিকাশ অ্যাকাউন্টে পে-আউট করে। এছাড়া আপনার অন্য কোন পেমেন্ট মেথড এ পে-আউট করা না গেলে সিস্টেম বাই ডিফল্ট ভাবে বিকাশ ব্যবহার করে পে-আউট করে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

খেয়াল করুন, টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে, ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে, টেকটিউনস প্রোফাইলের যে যে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করার নির্দেশনা রয়েছে সে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন সঠিক ভাবে পড়ুন ও ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে অনুসরণ করে সংশোধন করুন।

নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে আগামী Wednesday, 11-Sep-2024 11:59 PM এর মধ্যে এই টিউমেন্টটিতে রিপ্লাই করুন।

আগামী Wednesday, 11-Sep-2024 11:59 PM এর মধ্যে নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে এই টিউমেন্টটিতে রিপ্লাই করতে ব্যর্থ হলে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে এবং আপনি আগামী ৬০ দিনের মধ্যে আর নতুন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ রিভিউ আবেদন করতে পারবেন না।

খেয়াল করুন: আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ আবেদনটি বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ টি বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে না বা করলেও তা গ্রহণযোগ্য হয় না।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন এর পর ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে।

এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

টিউনারের অ্যাকটিভিটি না থাকায় ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদনটি Close করা হলো।

এই আবেদনটি Close হয়ে যাওয়ায় টিউনার কর্তৃক আগামী ৬০ দিনের মধ্যে অর্থাৎ 12-Nov-2024 11:59 PM এর মধ্যে নতুন কোন ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ আবেদন গ্রহণযোগ্য হবে না।

৬০ দিন অর্থাৎ 12-Nov-2024 11:59 PM এর পর টিউনার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে পুনরায় ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন’ অনুসরণ করে সঠিক ও নির্ভুলভাবে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ করে আবেদন করতে পারবেন।

Comments are closed.