সাদিক মাহমুদ: টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদন

টেকটিউনস প্রোফাইল রিভিউ

আমার টেকটিউনস প্রোফাইল 'টেকটিউনস প্রোফাইল সেটআপ' গাইডলাইন অনুযায়ী সেটআপ করা হয়েছে।  এখন আমি রিভিউ এর জন্য আবেদন করছি।


দেখা
1,395
উত্তর
24

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস সাইট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

আমি বুঝতে পারতেছি যে কয়েকদিন দেশে ইন্টারনেট সমস্যা হয় সাত দিনের ভিতরে আমাকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। তবে, যদি সম্ভব হয়, দ্রুত সমস্যাটির সমাধান করে আমাকে জানাবেন।

নির্দেশনা [০১]

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

আপনার

১. আপনার প্রোফাইল পিকচার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন মোতাবেক হয়নি।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর আবেদন করতে আপনার টিউনার প্রোফাইল ফটো ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে ‘Profile Photo সেকশন’ এ উল্লেখিত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয়।

  1. প্রোফাইল ফটোতে অবশ্যই ৯০% আপনার মুখমন্ডল (Face) রয়েছে এমন ছবি আপলোড করতে হয়। দূর থেকে তোলা ছবি এবং ছবির ৯০% আপনার মুখমন্ডল (Face) নেই এমন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যায় না।
  2. প্রোফাইল ফটোতে ইউনিফর্ম পড়া কোন ছবি আপলোড করা যায় না।

আপনার প্রোফাইল ফটো এ বৈশিষ্ট্য সম্পন্ন নয়।

ঠিক করুন।

লক্ষ করুন, Profile Photo সাবমিট করতে ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইনের’ Profile Photo সেকশন’ এর প্রতিটি বিষয় সঠিক ভাবে মেইনটেইন করে আপলোড করতে হয়।

‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইনের ‘Profile Photo সেকশন’ এর প্রতিটি বিষয় এক এক করে সঠিক ভাবে পড়ুন ও প্রতিটি বিষয় এক এক করে মেইনটেইন করে ডাবল চেক করে আপলোড করুন।

২. Social Connection সেকশনের Facebook ফিল্ডে অবশ্যই আপনার অরিজিনাল ও একটিভ ফেসবুক প্রোফাইলের লিংক দিতে হয়। অরিজিনাল ও একটিভ নয় এমন ফেসবুক প্রোফাইল ছাড়া অন্য কোন সেকেন্ডারি বা ফেক ফেসবুক প্রোফাইলের লিংক দেওয়া যায় না এবং আপনার ফেসবুক প্রোফাইল অব্যশই লক থাকা যায় না।

আপনার Social Connection সেকশনের Facebook ফ্লিড এ বৈশিষ্ট্য সম্পন্ন নয়।

ঠিক করুন।

৩. আপনার Living সেকশনের Street Address ঢাকার বাইরে হলে

গ্রাম: গ্রাম এর নাম, পোস্টঅফিস: পোস্টঅফিস এর নাম, ইউনিয়ন: ইউনিয়ন এর নাম, থানা: থানা এর নাম, জেলা: জেলা এর নাম, বিভাগ: বিভাগ এর নাম, বাংলাদেশ
ফরমেটে Street Address পূরণ করতে হয়।

আপনার Living সেকশনের Street Address ফ্লিড এ বৈশিষ্ট্য সম্পন্ন নয়।

৪. Living সেকশনের Post Code ফিল্ড ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন মোতাবেক পূরণ হয়নি।

খেয়াল করুন, টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে, ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে, টেকটিউনস প্রোফাইলের যে যে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করার নির্দেশনা রয়েছে সে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন সঠিক ভাবে পড়ুন ও ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে অনুসরণ করে সংশোধন করুন।

নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে আগামী Tuesday, 06-Aug-2024 11:59 PM এর মধ্যে এই টিউমেন্টটিতে রিপ্লাই করুন।

আগামী Tuesday, 06-Aug-2024 11:59 PM এর মধ্যে নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে এই টিউমেন্টটিতে রিপ্লাই করতে ব্যর্থ হলে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে এবং আপনি আগামী ৬০ দিনের মধ্যে আর নতুন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ রিভিউ আবেদন করতে পারবেন না।

খেয়াল করুন: আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ আবেদনটি বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ টি বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে না বা করলেও তা গ্রহণযোগ্য হয় না।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন এর পর ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে।

এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    সকল সমস্যা সমাধান করে আমি আবারো টেকটিউনস প্রোফাইল সেটআপ আবেদন করছি।

    Social Connection section এর ফেসবুক ফিল্ডে যে সমস্যাটি সম্পর্কে আপনারা আমাকে অবগত করেছেন তা দয়া করে আরো একবার ভালো করে চেক করে দেখবেন। এখানে আমি যে ফেসবুক আকাউন্টটি ব্যবহার করেছি তার সম্পূর্ণ অ্যাক্টিভ এবং তা আমি নিয়মিত ব্যবহার করছি।

    টেকটিউনস কে আমি রিপ্লাই করার পরে সাত দিন পার হয়ে গিয়েছে, তবুও টেকটিউনস থেকে আমি কোন রেসপন্স পাইনি। আশা করছি আমি দ্রুত এই সমস্যার সমাধান পাবো।

নির্দেশনা [০২]

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

১. Social Connection সেকশনের Facebook ফিল্ড

Facebook Profile Public না থাকায় ভেরিফাই করা সম্ভব হচ্ছে না।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

২. আপনার NID না থাকায়

Payout – Wallet সেকশনের bKash ফিল্ড

অবশ্যই আপনার নিজেস্ব বার্থ রেজিস্ট্রেশন এর নামে খোলা বিকাশ নম্বর ম্যান্ডেটরি ভাবে থাকতে হয়।

টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে ও টেকটিউনস ক্যাশ পে-আউট গ্রহণ করতে আপনার টেকটিউনস অ্যাকাউন্টে অবশ্যই আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি/বার্থ রেজিস্ট্রেশন এর নামে খোলা বিকাশ নম্বর ম্যান্ডেটরি ভাবে থাকতে হয়। নিজেস্ব ন্যাশনাল আইডি/বার্থ রেজিস্ট্রেশন এর নামে নয় এমন বিকাশ, রকেট, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে টেকটিউনস ক্যাশ পে-আউট হয় না।

‌কেননা আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি/বার্থ রেজিস্ট্রেশন এর নামে খোলা বিকাশ নম্বর আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপের জন্য ব্যবহৃত হয়। এছাড়া সিস্টেম সর্বপ্রথম আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি/বার্থ রেজিস্ট্রেশন এর নামে খোলা বিকাশ অ্যাকাউন্টে পে-আউট করে। এছাড়া আপনার অন্য কোন পেমেন্ট মেথড এ পে-আউট করা না গেলে সিস্টেম বাই ডিফল্ট ভাবে বিকাশ ব্যবহার করে পে-আউট করে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

খেয়াল করুন, টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে, ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে, টেকটিউনস প্রোফাইলের যে যে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করার নির্দেশনা রয়েছে সে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন সঠিক ভাবে পড়ুন ও ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে অনুসরণ করে সংশোধন করুন।

নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে আগামী Friday, 16-Aug-2024 11:59 PM এর মধ্যে এই টিউমেন্টটিতে রিপ্লাই করুন।

আগামী Friday, 16-Aug-2024 11:59 PM এর মধ্যে নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে এই টিউমেন্টটিতে রিপ্লাই করতে ব্যর্থ হলে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে এবং আপনি আগামী ৬০ দিনের মধ্যে আর নতুন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ রিভিউ আবেদন করতে পারবেন না।

খেয়াল করুন: আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ আবেদনটি বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ টি বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে না বা করলেও তা গ্রহণযোগ্য হয় না।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন এর পর ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে।

এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    আমি আবারো বলতেছি যে সোশ্যাল কানেকশন সেকশন এর ফেসবুক অপশনটি পূরণ করা আমার সম্পূর্ণ সঠিক রয়েছে। এক্ষেত্রে নির্দেশনা ২ এ আপনারা জানিয়েছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লক করা রয়েছে। আমি আগেও জানিয়েছি যে আমার ফেসবুক অ্যাকাউন্ট কোন প্রকার লক করা নেই, এটি সম্পূর্ণ পাবলিক। তবুও আমি প্রমাণস্বরূপ কয়েকটি স্ক্রিনশট আপনাদের ফেসবুক পেজ এ দিয়ে দিব।

    দ্বিতীয়ত, আপনারা আমার বিকাশের সমস্যা সম্পর্কে জানিয়েছেন। এক্ষেত্রে আমার বয়স ১৮ এর কম হয় আমার কাছে কোন এনআইডি কার্ড না থাকায় আমি বিকাশে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে বিকাশের স্টুডেন্ট একাউন্ট খুলে সেই নাম্বার টেকটিউন্স এ ব্যবহার করেছি।

    তাই আমি আশা করছি আর কোন সমস্যা থাকবে না। এছাড়া আমি আশা করছি পূর্বের মতো আপনাদের রিপ্লাই দিতে ৭ দিন পার হবে না। দ্রুত রিপ্লাই এর অপেক্ষায় রইলাম।

      Facebook Profile Public না থাকায় ভেরিফাই করা সম্ভব হচ্ছে না। Facebook Profile Lock এবং Facebook Profile Public দুটি আলাদা বিষয়।

        আমি অত্যন্ত দুঃখিত বিষয়টি বুঝতে না পারার কারণে। পাবলিক বলতে আমি প্রোফাইল লক এর বিষয়টা বুঝতে পেরেছি। কিন্তু এখন আমি সঠিক বিষয়টা বুঝে আমার প্রোফাইলটা পাবলিক করে ফেলেছি। আশা করছি আর কোন সমস্যা হবে না। রিভিউ এর জন্য আবেদন জানাচ্ছি।

নির্দেশনা [০৩]

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

১. Social Connection সেকশনের Facebook ফিল্ড এ

Facebook Profile Public নয়।

Facebook Profile Public না হওয়ায় ভেরিফাই করা সম্ভব হচ্ছে না। Facebook Profile Lock এবং Facebook Profile Public দুটি আলাদা বিষয়।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

খেয়াল করুন, টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে, ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে, টেকটিউনস প্রোফাইলের যে যে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করার নির্দেশনা রয়েছে সে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন সঠিক ভাবে পড়ুন ও ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে অনুসরণ করে সংশোধন করুন।

নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে আগামী Wednesday, 21-Aug-2024 11:59 PM এর মধ্যে এই টিউমেন্টটিতে রিপ্লাই করুন।

আগামী Wednesday, 21-Aug-2024 11:59 PM এর মধ্যে নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে এই টিউমেন্টটিতে রিপ্লাই করতে ব্যর্থ হলে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে এবং আপনি আগামী ৬০ দিনের মধ্যে আর নতুন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ রিভিউ আবেদন করতে পারবেন না।

খেয়াল করুন: আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ আবেদনটি বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ টি বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে না বা করলেও তা গ্রহণযোগ্য হয় না।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন এর পর ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে।

এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

আপনার ফেসবুক প্রোফাইল পাবলিক করতে

১. প্রথমত এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল পাবলিক করুন।

এরপর আপনার ফেসবুক প্রোফাইল পাবলিক কিনা তা নিশ্চিত হবার জন্য

১. ওয়েব ব্রাউজারে নিশ্চিত হোন যে আপনি ফেসবুকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বা অন্য যে কোন ফেসবুক অ্যাকাউন্টে লগইন অবস্থায় নেই। অথবা আপনি ওয়েব ব্রাউজারে ‘Guest’ Mode এ অথবা ‘Incognito’ Mode এ আছেন।

২. এবার ওয়েব ব্রাউজারে আপনার ফেসবুক প্রোফাইল Visit করুন। নিশ্চিত হোন আপনার ফেসবুক প্রোফাইল Publicly দেখাচ্ছে (যদিও লগইন স্ক্রিন এর Overlay দেখা যাচ্ছে) এবং “This content isn’t available at the moment” ম্যাসেজ দেখাচ্ছে না।

টিউনারের আশানুরূপ অ্যাকটিভিটি না থাকায় ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ আবেদনটি Tuesday, 20-Aug-2024 11:59 PM তারিখে Close করা হবে।

এই আবেদনটি Close হলে টিউনার কর্তৃক আগামী ৬০ দিন পর্যন্ত অর্থাৎ Friday, 18-Oct-2024 11:59 PM পর্যন্ত নতুন কোন ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনটি Closed হলে টিউনার ৬০ দিন পর ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনের সকল বিষয় সঠিকভাবে অনুসরণ করে পুনরায় আবেদন করতে পারবে।

    আমি অত্যন্ত দুঃখিত বিষয়টির জন্য। আমাকে এই বিষয়টি সম্পর্কে বারবার জানানো হয়েছে, এজন্য আমি হুট করেই ডেস্ক এর রিপ্লাই দিতে ভয় পাচ্ছিলাম। এজন্য রিপ্লাই করতে একটু দেরি হয়ে গিয়েছে।

    আপনাদের পূর্বের নির্দেশনা দেওয়া লিংকে যে টিউটোরিয়াল আপনারা দিয়েছিলেন, তা অনুযায়ী আমি আমার প্রোফাইল সেটআপ করেছি। এছাড়াও আমি আপনাদের দেখানো উপায় অনুযায়ী আমার অ্যাকাউন্টটি পাবলিক আছে কিনা তা চেক করেছি। এবার আমি আশা করছি আমার অ্যাকাউন্ট সম্পন্ন ভাবে পাবলিক হয়েছে। এক্ষেত্রে যদি আবারও কোন সমস্যা হয় অর্থাৎ আমার অ্যাকাউন্ট যদি আপনাদের কাছে সম্পূর্ণভাবে পাবলিক মনে না হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন।

Social Connection সেকশনের Facebook ফিল্ড এ Facebook Profile Public নয়।

Facebook Profile Public না হওয়ায় ভেরিফাই করা সম্ভব হচ্ছে না।

    আমি যে স্ক্রিনশটগুলো এড করেছি, সেগুলো দেখে আপনারাই বলেন আমি আর কিভাবে আমার অ্যাকাউন্ট পাবলিক করতে পারি ?? আর কি অপশনটা আমি বাকি রেখেছি পাবলিক করার জন্য ??

‘টেকটিউনস প্রোফাইল’ এর ফিল্ড সমূহ ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী পূরণে ব্যর্থ হওয়ায় আবেদনটি Tuesday, 03-Sep-2024 11:59 PM তারিখে Close করা হবে।

এই আবেদনটি Close হলে টিউনার কর্তৃক আগামী ৬০ দিন পর্যন্ত অর্থাৎ Tuesday, 29-Oct-2024 11:59 PM পর্যন্ত নতুন কোন ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনটি Closed হলে টিউনার ৬০ দিন পর ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনের সকল বিষয় সঠিকভাবে অনুসরণ করে পুনরায় আবেদন করতে পারবে।

    আমি আমার ফেসবুক একাউন্ট চেঞ্জ করেছি। আমি আবারো আমার ফেসবুক অ্যাকাউন্টটি রিভিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

বারবার আপনারা প্রোফাইল সেটআপ আবেদন বাতিল করার কথা কেন বলেন??? আপনারা আমাকে যেভাবে যেভাবে করতে বলেছেন আমি সেভাবে সেভাবেই করেছি এবং একটি টিউটোরিয়াল দিয়েছেন সেই টিউটোরিয়াল মোতাবেক আমি সব সেটিং পাবলিক করেছি। তবুও যদি আপনাদের কাছে আমার অ্যাকাউন্ট টি সঠিক মনে না হয় তাহলে আমার কি করার আছে বলেন !!

আপনারা আমাকে এটির কোন সমাধান না দিয়ে বারবার বাতিল করার কথা বলতেছেন। পূর্বের রিপ্লায় আমি আপনাদেরকে যে স্ক্রিনশট গুলো দিয়েছি সেগুলো দেখলে বুঝতে পারবেন আমি ফেসবুকের এমন কোন সেটিংস বাদ দেইনি যেটা পাবলিক নেই। তবুও যদি আমার অ্যাকাউন্ট আপনাদের কাছে সঠিক না মনে হয় তাহলে আমি কি করতে পারি ??

আশা করব দ্রুত আপনারা এর কিছু একটা সমাধান দিবেন।

    প্রিয় টিউনার,

    আপনার ফেসবুক প্রোফাইল পাবলিক করা টেকটিউনস প্রোফাইল সেটআপের একটি অংশ। টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে ফেসবুক প্রোফাইল পাবলিক করার পারদর্শীতা থাকতে হয়।

    টেকটিউনস থেকে আপনাকে যথাসম্ভব সাহায্য এর চেষ্টা করা হয়েছে। যেহেতু ফেসবুক প্রোফাইল পাবলিক করা টেকটিউনস প্রোফাইল সেটআপের একটি অংশ তাই এর বেশি আর কোন নির্দেশনা টেকটিউনস থেকে দেওয়া সম্ভব নয়।

    যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইল পাবলিক করতে ব্যর্থ হোন তবে প্রতিয়মান হয় যে বিষয়টি শিখে টেকটিউনস প্রোফাইল সেটআপ আবেদন করতে হয়।

    ধন্যবাদ।

      সম্ভবত আমার পূর্বের যে প্রোফাইল আমি প্রোফাইল সেটআপ এ ব্যবহার করেছি সেই একাউন্টে কোন সমস্যা আছে। এজন্য আমি ফেসবুক অ্যাকাউন্ট পরিবর্তন করেছি। দয়া করে টেকটিউন প্রোফাইল সেটআপ এর ব্যবহৃত নতুন ফেসবুক অ্যাকাউন্টটি চেক করে জানাবেন।

      এছাড়াও, আপনারা বলেছিলেন Incognito mode এ কোন অ্যাকাউন্ট লগ ইন না থাকা অবস্থায় একাউন্টে প্রবেশ করতে। এক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টটি Incognito mode এ সম্পূর্ণভাবে পাবলিক দেখাচ্ছে।

      অনুগ্রহপূর্বক দ্রুত চেক করে জানাবেন।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হয়েছে।

আপনি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর নির্দেশিত তথ্যাদি সফলভাবে সম্পন্ন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এ সফল হয়েছেন।

অভিনন্দন আপনাকে!

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হওয়ার ফলে আপনি এখন থেকে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন’ এ উল্লেখিত অনুযায়ী সুবিধাগুলো পাবেন।

লক্ষ করুন, আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফলভাবে সম্পন্ন হওয়ায় ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ অ্যাসাইনড হয়েছে কিন্তু ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর কোন ব্যাজ আপনার টিউনার প্রোফাইল অথবা টিউনার পিকচারের সাথে দেখতে পাবেন না। শুধুমাত্র টেকটিউনস টিম তা দেখতে পাবে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেলতে পারবেন না। ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেললে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ বাতিল হবে।

Comments are closed.