আমার সর্বশেষ দুইটি করা মোবাইল রিভিউ টিউন এর টিউন ইমেজ ঠিক আছে কিনা?

টিউন ফরমেটিং টিউন মিডিয়া

আমার সর্বশেষ দুইটি টিউন মোবাইল রিভিউ নিয়ে করা। এখানে টিউনে থাম্বনেইল এবং কিছু ইমেজ মোবাইলের অফিসিয়াল ওয়েব সাইট থেকে নেয়া। দয়া করে যদি এই অফিসিয়াল সাইট থেকে নেয়া আমার টিউনের থাম্বনেইল এবং ইমেজগুলো রিভিউ করে জানাতেন তাহলে উপকৃত হতাম।

পাশাপাশি রিভিউ ফরমেট ঠিক আছে কিনা জানতে পারলে আরও টিউন লিখতে উৎসাহীত হতাম।


দেখা
220
উত্তর
1

আপনার টিউন টেকনিক্যাল টিউন নয়।

আপনার টিউন টিউটোরিয়াল ভিত্তিক নয়।

  1. টেকটিউনস যেহেতু একটি টেকনোলজি ও টেকনিক্যাল অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি সৌশল নেটওয়ার্ক তাই ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন করার ক্ষেত্রে আপনাকে টেকনিক্যাল টিউন প্রকাশ করতে হয়। টেকনিক্যাল টিউন টপিক গুলো হল:
    1. সফটওয়্যার রিভিউ
    2. অ্যাপস রিভিউ
    3. ব্রাউজার এক্সটেনশন রিভিউ
    4. স্মার্টফোন রিভিউ
    5. গ্যাজেট রিভিউ
    6. গেমিং
    7. কনজিউমার ইলেক্ট্রনিক্স রিভিউ
    8. টিউটোরিয়াল
    9. পিসি হার্ডওয়্যার
    10. পিসি বিল্ডিং
    11. গ্রাফিক্স ডিজাইন
    12. ওয়েব ডিজাইন
    13. ফ্রিল্যান্সিং
    14. প্রোগ্রামিং
    15. কোডিং
    16. ডেটা অ্যানালেটিক্স
    17. ডেটাবেইস
    18. ডেটা সাইন্স
    19. ডিজিটাল মার্কেটিং
    20. সার্চ ইঞ্জিন মার্কেটিং
    21. সৌশল মার্কেটিং
    22. ই-কমার্স মার্কেটিং
    23. কন্টেন্ট মার্কেটিং
    24. ইউআই/ইউএক্স ডিজাইন
    25. লিনাক্স
    26. ওপেন সোর্স
    27. কম্পিউটার নেটওয়ার্কিং
    28. ইথিক্যাল হ্যাকিং
    29. অফিস টুলস
    30. সাইবার সিকিউরিটি
    31. ট্রাবল স্যুটিং
    32. কম্পিউটার মেইনটেনেন্স
    33. কম্পিউটার ও মোবাইল রিপেয়ারিং
    34. সফটওয়্যার ও অ্যাপ ডেভেলোপমেন্ট
    35. ওয়াইফাই
    36. মাইক্রোকন্ট্রোলার
    37. ডেভ অপস
    38. ক্লাউড ব্যাকআপ
    39. ওয়েব হোস্টিং
    40. ওয়েব পারফরমেন্স
    41. থ্রিডি প্রিন্টিং
    42. ভার্চুয়াল রিয়েটিলি
    43. অনলাইন বায়িং গাইড
    44. স্মার্ট হোম
    45. আইটি ম্যানেজমেন্ট
    46. আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সি
    47. ক্রিপটো
    48. সেল্ফ ড্রাইভিং টেকনোলজি
    49. অগমেন্টেড রিয়েলিটি
    50. রবোটিক্স
    51. ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স
    52. ইঞ্জিনিয়ারিং
    53. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
    54. ওয়েব ডেভেলোপমেন্ট
    55. ইনফরমেশন টেকনোলজি (আইটি)
    56. ক্লাইড ইঞ্জিনিয়ারিং
    57. ইউটিউবিং
    58. ই-কমার্স ডেভেলোপমেন্ট
    59. টেক মার্কেটিং রিসার্চ
    60. সৌশল মিডিয়া ম্যানেজমেন্ট
    61. ইনফ্লুয়েন্সার মার্কেটিং
    62. ফটো এডিটিং
    63. ফুল স্ট্যাক ভেডেলোপমেন্ট

    টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে এই সকল টিউন টপিকের উপরে টিউটোরিয়াল বেইজড টিউন লিখতে হয়।

    এখানে টেকটিউনস ট্রাস্টেড টিউনার টিউন টপিক এর আংশিক রয়েছে। টেকটিউনস ট্রাস্টেড টিউনার টিউন টপিক এর বিস্তারিত দেখুন টেকটিউনস ট্রাস্টেড টিউনার হওয়ার গাইডলাইনে।

    লক্ষ করুন: টিউন ক্যাটাগরি ও টিউন টপিক এক বিষয় নয়। দুটো আলাদা বিষয়। টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে কাজ করতে আপনাকে অবশ্যই বেসিক কন্টেন্ট রাইটিং এর পারদর্শীতা থাকতে হয়।

  2. আপনার সর্বশেষ (আবেদন করার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে) ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন মোতাবেক টিউটোরিয়াল বেইজড টিউন হতে হয়। আপনার সর্বশেষ (আবেদন করার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে) ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন মোতাবেক টিউটোরিয়াল বেইজড টিউন না হলে সে আবেদন গ্রহণযোগ্য হয় না।
  3. পর্ব ভিত্তিক চেইন টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর জন্য বিবেচিত হয় না।
  4. ভিডিও টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর জন্য বিবেচিত হয় না।
  5. আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন টিউন ফরমেট গাইডলাইন এ উল্লেখিত ফরমেট অনুযায়ী হতে হয়।
  6. টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর সকল টিউনে অবশ্যই ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী Stock Image (স্টক ইমেইজ), টিউন থাম্বনেইল এ যোগ করা থাকতে হয়।

টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের আগে এ বিষয় গুলো সঠিক ভাবে নিশ্চিত হয়ে, টেকটিউনস ডেস্কে টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদন করতে হয়।

লক্ষ করুন

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের তারিখ থেকে সর্বশেষ, ৩০ দিন এর মধ্যে প্রকাশিত ১০ টি টিউন, টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের রিভিউ এর জন্য কাউন্ট হয় অর্থাৎ আপনার সর্বশেষ প্রকাশিত ১০ম থেকে ১ম টিউন, টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের রিভিউ এর জন্য কাউন্ট হয়। টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের তারিখ থেকে সর্বশেষ, ৩০ দিন এর মধ্যে প্রকাশিত ১০ টি টিউনের যে কোন ১ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ না হলে পুরো ১০ টি টিউনই বাতিল হয়। এই ১০ টি বাতিল হয়ে যাওয়া টিউন আর পরবর্তি কোন আবেদনের জন্য কাউন্ট হয় না।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন বাতিল হলে পরবর্তী ৬০ দিনের মধ্যে আর নতুন করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন করা যায় না।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন বাতিল হলে ৬০ দিন অতিক্রান্ত হলে পুনরায় আবার টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ করে, নতুন করে, সর্বশেষ ৩০ দিন এর মধ্যে নতুন ১০ টি টিউন প্রকাশ করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন করা যায়।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হবার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমে আপনাকে সে প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এরপর আলাদা ভাবে আবেদন করতে হয়। আরও জানতে দেখুন টেকটিউনসে বাংলা আর্টিকেল লিখে আয় করুন

আরও দেখুন টেকটিউনসে বাংলা আর্টিকেল লিখে আয় করুন