টিউন ফরমেট

চেইন টিউন টিউন গাইডলাইন টিউন ফরমেটিং

আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর উপর ধারাবাহিক টিউটোরিয়াল দিতে চায়। সেক্ষেত্রে আমি যদি চেইন টিউন করি তাহলে কি আমি ট্রাস্টেড টিউনার হতে পারবো? যদি না হতে পারি সেক্ষেত্রে আমি কিভাবে টিউন করবো সাজেশন দিলে উপকৃত হতাম।


দেখা
181
উত্তর
1
10 মাস 2 সপ্তাহ আগে

ধারাবাহিক টিউটোরিয়াল টিউন, টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য গণ্য হয় না। টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য আবেদনের তারিখ থেকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর উপর ১০ টি ভিন্ন ভিন্ন টপিকে ৫০০+ শব্দের ১০ টি টিউটোরিয়াল টিউন করুন।

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর উপর ১০ টি ভিন্ন ভিন্ন টপিকে ৫০০+ শব্দের ১০ টি টিউটোরিয়াল অবশ্যই গতানুগতিক হওয়া যায় না। যেমন, বেসিক HTML, CSS, JS. বরং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর উপর ১০ টি ভিন্ন ভিন্ন টপিকে ৫০০+ শব্দের ১০ টি টিউটোরিয়াল অবশ্যই Mid Level ও Advanced Level হতে হয়।

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর উপর ৫০০+ শব্দের ১০ টি ভিন্ন ভিন্ন টিউটোরিয়াল টিউন টপিকের একটির সাথে যেন অন্য টপিকের মিল না থাকে।

যেমন একটি টিউন হতে পারে Git টিউটোরিয়াল, অন্যটি Tailwind CSS টিউটোরিয়াল, অন্যটি MySQL টিউটোরিয়াল, অন্যটি NextJS টিউটোরিয়াল, অন্যটি ReactJS টিউটোরিয়াল, অন্যটি Figma টিউটোরিয়াল ইত্যাদি।