টিউন থাম্বনেইল টেমপ্লেট প্রসঙ্গে

টিউন থাম্বনেইল

প্রিয় টেকটিউনস,

ডিভাইস ফরমেট করার কারনে আমার পিসি হতে পূর্ববর্তী মেইল এবং ডিজাইন মুছে গিয়েছে। তন্মধ্যে টেকটিউনস প্রদত্ত টিউন থাম্বনেইল টেমপ্লেটটিও ছিল। যার ফলে আমি আমার টিউনে গাইডলাইন মোতাবেক থাম্বনেইল যোগে অক্ষম। যা আমার ট্রাস্টেড টিউনার হওয়ার পথের অন্তরায়।

অতএব টেকটিউনসের কাছে আরজ এই যে, উপরোক্ত সমস্যার কথা বিবেচনা করে পুনরায় টেকটিউনস ‍টিউন থাম্বনেইল টেমপ্লেট প্রদান করলে উপকৃত হব।

ধন্যবাদ।


দেখা
171
উত্তর
1
10 মাস 2 সপ্তাহ আগে

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য করা টিউনে ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউন এর সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’, টিউনের ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করতে হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার সফল ভাবে অর্জনের পর টেকটিউনস এর টিউন থাম্বনেইল টেমপ্লেট দেওয়া হয়। তখন সে টিউন থাম্বনেইল টেমপ্লেট ব্যবহার করে টিউন থাম্বনেইল তেরি করতে হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার সফল ভাবে অর্জনের আগে, টিউন থাম্বনেইল টেমপ্লেট দেওয়া হয় না এবং প্রয়োজন পড়ে না।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার সফল ভাবে অর্জনের আগে, টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য করা টিউনের টিউন থাম্বনেইলে, টিউন থাম্বনেইল টেমপ্লেট ব্যবহার করে টিউন থাম্বনেইল তেরি করতে হয় না।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার সফল অর্জনের আগে, টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য করা টিউনে ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউন এর সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’, টিউনের ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করতে হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার সফল ভাবে অর্জনের আগে, টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য করা টিউনের টিউন থাম্বনেইলে, টেকটিউনস এর কোন লোগো যোগ করে টিউন থাম্বনেইল যোগ করতে হয় না।

‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউন এর সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’, টিউনের ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা না হলে সে টিউন সিস্টেম থেকে ‘নেগেটিভ টিউন র‌্যাংক’ (Negative Tune Rank) পায়।

১. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই টিউনের সাথে প্রাসঙ্গিক হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে টিউনের সাথে প্রাসঙ্গিক নয় এমন যে কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক।

২. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই কপিরাইট ফ্রি হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে গুগল বা ওয়েব সার্চ করে পাওয়া যে কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’।

৩. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই স্টক ইমেজ (Stock Image) হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে গুগল বা ওয়েব সার্চ করে পাওয়া যে কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’

৪. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই যে কোন ধরনের ওয়াটার মার্ক মুক্ত স্টক ইমেজ (Stock Image) হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে গুগল বা ওয়েব সার্চ করে পাওয়া যে কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), ওয়াটার মার্ক মুক্ত (Watermark Free), স্টক ইমেজ (Stock Image)’

৫. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ অবশ্যই হাই-রেজুলেশন স্টক ইমেজ (Stock Image)’ হতে হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে লো-রেজুলেশনের কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না।

টেকটিউনসে 1920×1080 px এর সমান বা এর বেশি ডাইমেনশনের ইমেইজকে হাই-রেজুলেশন ইমেইজ হিসেবে ধরা হয়। টেকটিউনসে 1920×1080 px এর কম ডাইমেনশনের ইমেইজকে লো-রেজুলেশন ইমেইজ হিসেবে ধরা হয়।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে 1920×1080 px এর কম ডাইমেনশনের লো-রেজুলেশন এর কোন ইমেইজ ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না। টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই 1920×1080 px এর সমান বা এর বেশি ডাইমেনশনের হাই-রেজুলেশন ইমেইজ, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করতে হয়। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’।

৬. টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ এর হাই-রেজুলেশন স্টক ইমেজ (Stock Image) এ কোন ধরনের এডিটং করে ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে হাই-রেজুলেশন স্টক ইমেজ (Stock Image) এ টেকটিউনস গাইডলাইন অনুযায়ী সঠিক ডাইমেনশন ও রেজুলেশ এ রিসাইজ করা ছাড়া, কোন ধরনের এডিটং করে তাতে কোন টেক্সট যোগ করা যায় না, কোন সিম্বল যোগ করা যায় না, কোন আইকন যোগ করা যায় না বা যে কোন ধরনের এডিটিং করা যায় না। টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, স্টক ইমেজ সোর্স (Stock Image Source) থেকে কোন ধরনের এডিটিং ছাড়াই, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), ওয়াটার মার্ক মুক্ত (Watermark Free), স্টক ইমেজ (Stock Image)’।

টিউটোরিয়াল ট্রেনিং নিন

আপনার যদি কপিরাইট ফ্রি ইমেজ (Copyright Free ইমেজ), হাই-রেজুলেশন ইমেজ (High Resolution ইমেজ), ওয়াটার মার্ক ফ্রি ইমেজ (Watermark Free ইমেজ), স্টক ইমেজ (Stock Image) সম্বন্ধে পূর্ব ধারণা না থাকে তবে ‘টেকটিউনস টিউটোরিয়াল ট্রেনিং’ গুলো থেকে ট্রেনিং নিন।

  1. কপিরাইট ফ্রি ইমেজ কী? কপিরাইট ফ্রি ইমেজ কীভাবে খুঁজে বের করবেন?
  2. স্টক ইমেজ কী? স্টক ইমেজ সার্চ, স্টক ইমেজ রিসাইজ এবং স্টক ইমেজ ইনসার্ট করার নিয়ম
  3. স্টক ইমেজ রিসাইজ করার পদ্ধতি
  4. টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের টিউনের টিউন থাম্বনেইল হিসেবে 1920×1080 ডাইমেনশনের, টিউনের সাথে প্রাসঙ্গিক স্টক ইমেইজ Stock Image টিউন থাম্বনেইল হিসেবে সেট করতে হয় যেভাবে