মো সাগর হোসেন: টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন

ট্রাস্টেড টিউনার

আমি টেকটিউনস ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য সর্বশেষ ১০ টি টিউন গাইডলাইন অনুযায়ী সম্পন্ন করেছি। আশা করছি আমার টিউন গুলো রিভিউ করে আমাকে ট্রাস্টেড টিউনার ব্যাজ প্রদান করার মাধ্যমে নিয়মিত টিউন লিখতে উৎসাহিত করবেন।


দেখা
590
উত্তর
5
11 মাস 2 সপ্তাহ আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস কন্টেন্ট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

প্রিয় টিউনার,

১. আপনার সর্বশেষ (আবেদন করার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে) ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন মোতাবেক টিউটোরিয়াল বেইজড টিউন হতে হয়। আপনার সর্বশেষ (আবেদন করার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে) ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন মোতাবেক টিউটোরিয়াল বেইজড টিউন না হলে সে আবেদন গ্রহণযোগ্য হয় না।

আপনার সর্বশেষ ২ টি টিউন টেকটিউনস গাইডলাইন অনুযায়ী রয়েছে।

২. আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন টিউন ফরমেট গাইডলাইন এ উল্লেখিত ফরমেট অনুযায়ী হতে হয়।

আপনার টিউন গুলো টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন টিউন ফরমেট গাইডলাইন এ উল্লেখিত ফরমেট করা নেই।

টেকটিউনসে লিস্টিক্যাল ফরমেটে টিউন ফরমেট করতে নিচের টিউটোরিয়াল গুলো ফলো করুন।

টেকটিউনস এ মোবাইল থেকে Formatting Shortcuts ব্যবহার করে টিউন ফর্মেটিং এর কাজ করতে হয় যেভাবে

কীভাবে টেকটিউনসে লিস্টিক্যাল আর্টিকেল ফরমেটে টিউন করতে হয়

৩. টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর সকল টিউনে অবশ্যই ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী Stock Image (স্টক ইমেইজ), টিউন থাম্বনেইল এ যোগ করা থাকতে হয়।

আপনার টিউন গুলোতে ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী Stock Image (স্টক ইমেইজ), টিউন থাম্বনেইল এ যোগ করা নেই।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের টিউনের টিউন থাম্বনেইল সেট করতে নিচের টিউটোরিয়াল ফলো করুন।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের টিউনের টিউন থাম্বনেইল হিসেবে 1920×1080 ডাইমেনশনের, টিউনের সাথে প্রাসঙ্গিক স্টক ইমেইজ Stock Image টিউন থাম্বনেইল হিসেবে সেট করতে হয় যেভাবে

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের টিউনের টিউন থাম্বনেইল হিসেবে 1920×1080 ডাইমেনশনের, টিউনের সাথে প্রাসঙ্গিক স্টক ইমেইজ Stock Image টিউন থাম্বনেইল হিসেবে সেট করতে হয় যেভাবে

টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের আগে এ বিষয় গুলো সঠিক ভাবে নিশ্চিত হয়ে, টেকটিউনস ডেস্কে টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদন করতে হয়।

লক্ষ করুন

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের তারিখ থেকে সর্বশেষ, ৩০ দিন এর মধ্যে প্রকাশিত ১০ টি টিউন, টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের রিভিউ এর জন্য কাউন্ট হয় অর্থাৎ আপনার সর্বশেষ প্রকাশিত ১০ম থেকে ১ম টিউন, টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের রিভিউ এর জন্য কাউন্ট হয়। টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের তারিখ থেকে সর্বশেষ, ৩০ দিন এর মধ্যে প্রকাশিত ১০ টি টিউনের যে কোন ১ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ না হলে পুরো ১০ টি টিউনই বাতিল হয়। এই ১০ টি বাতিল হয়ে যাওয়া টিউন আর পরবর্তি কোন আবেদনের জন্য কাউন্ট হয় না।

আপনার টিউন গুলো গাইডলাইন অনুযায়ী না থাকায় আপনার টিউন গুলো প্রসেস করা হলে ১০ টি টিউনই বাতিল হবে। তাই এই মুহুর্তে আপনার সর্বশেষ, ৩০ দিন এর মধ্যে প্রকাশিত ১০ টি টিউন প্রসেস হলো না। আপনাকে নতুন ভাবে আবেদনের তারিখ থেকে সর্বশেষ, ৩০ দিন এর মধ্যে নতুন ভাবে ১০ টি টিউন করে পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হলো।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন বাতিল হলে পরবর্তী ৬০ দিনের মধ্যে আর নতুন করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন করা যায় না।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন বাতিল হলে ৬০ দিন অতিক্রান্ত হলে পুনরায় আবার টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ করে, নতুন করে, সর্বশেষ ৩০ দিন এর মধ্যে নতুন ১০ টি টিউন প্রকাশ করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন করা যায়।

আপনি গাইডলাইন অনুযায়ী টিউন গুলো ১০ টি টিউন করে পুনরায় ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ করুন।

পরবর্তি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ এ একই ভুলের পুনরাবৃত্তি হলে আপনার ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’বাতিল হবে।

এই ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ টি Closed হলো।

আপনার বেশির ভাগ টিউন গ্রামাটিক্যালি ইন-কারেক্ট।

১. টিউনে গুগল ট্রান্সলেট/মেশিন ট্রান্সলেট করা বাক্য রয়েছে।
২. টিউনে আক্ষরিক অনুবাদ, ভাষার অসামঞ্জস্যতা, ভাষার প্রঞ্জলতা না থাকা ইত্যাদি অনুবাদ সংক্রান্ত ভুল রয়েছে।
৩. টিউনে বেশ কিছু আক্ষরিক অনুবাদ, অনুবাদের ফলে ভাষার অসামাঞ্জস্যতা, অনুবাদের ফলে টিউনে বিভিন্ন বাক্যের ভাষার প্রাঞ্জলতা হারানো, অনুবাদের ফলে এক লাইনের সাথে পরের লাইনের ভাষার অসামঞ্জস্যতা, আক্ষরিক অনুবাদের ফলে, বাক্যে কি বলা হয়েছে তা বোঝা যাচ্ছে না, এমন বাক্য রয়েছে।
৪. টিউনে আক্ষরিক অনুবাদের ফলে টিউনে বিভিন্ন বাক্য ভাষার প্রাঞ্জলতা নেই/হারিয়েছে।

টেকটিউনস টিউনার হিসেবে টিউন সাবমিট ও টিউন প্রকাশ করার ক্ষেত্রে আপনার টিউন হতে হয়

  • ১. ১০০% প্লেইজারিজম মুক্ত (100% Plagiarism Free).
  • ২. ১০০% গ্রামাটিক্যালি কারেক্ট (100% Grammatically Correct).
  • ৩. ১০০% মেশিন ট্রন্সলেশন ও লিটেরাল ট্রন্সলেশন (আক্ষরিক অনুবাদ) মুক্ত (100% Machine Translation and Literal Translation Free).
  • ৪. ১০০% মৌলিক ও অরিজিনাল (100% Unique and Original).
  • ৫. ১০০% কন্টেন্ট রি-রাইট (Content Rewrite), কন্টেন্ট স্পিনিং (Content Spinning) ও কন্টেন্ট রি-মিক্সিং (Content Remixing) মুক্ত
  • ৬. ১০০% কপিরাইট কন্টেন্ট ম্যটেরিয়াল মুক্ত (100 % Copyright Content Material Free)
  • ৭. ১০০% স্পেলিং এরর মুক্ত (100% Spelling Error Free).
  • ৮. ১০০% টেকটিউনস টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী ফরমেটেড।
  • ৯. ১০০% টেকটিউনস টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট ডাইমেনশন ও লাইসেন্স অনুযায়ী কন্টেন্ট ম্যটেরিয়াল যুক্ত।
  • ১০. ১০০% টেকটিউনস টিউন থাম্বনেইল টেম্বপ্লেট অনুযায়ী ও 100 % Copyright Material Free টিউন থাম্বনেইল যুক্ত।

১০০% গ্রামাটিক্যালি কারেক্ট (100% Grammatically Correct)

টেকটিউনস টিউনার হিসেবে আপনার সাবমিট করা টিউন বা আপনার প্রকাশ করা টিউন ১০০% গ্রামাটিক্যালি কারেক্ট (100% Grammatically Correct) হতে হয়।

  1. টিউনে কোন প্রকার মেশিন ট্রান্সলেশন (গুগল ট্রান্সলেশন) ব্যবহার করা বাক্য থাকলে।
  2. টিউনে আক্ষরিক অনুবাদ থাকলে।
  3. টিউন কোন বাক্যে কি বলা হয়েছে তা পড়ে বোঝা যাচ্ছে না এবং আক্ষরিক অনুবাদ বলে মনে হচ্ছে এমন বাক্য থাকলে।
  4. টিউনে ভাষার অসামঞ্জস্যতা থাকলে।
  5. টিউনে ভাষার প্রঞ্জলতা না থাকলে।
  6. টিউনের ট্যাকনিক্যাল বিভিন্ন টার্ম বা বিষয় সহজ ভাবে নিজ ভাষার ব্যাখ্যা না করে আক্ষরিক অনুবাদ করা হলে।
  7. টিউনে অনুবাদের ফলে টিউনের কোন বাক্যের প্রাঞ্জলতা হারালে।
  8. টিউনে সাধু ও চলিত ভাষার মিশ্রণ থাকলে। যেমন: হতে, করিতে, আসিয়াছিল ইত্যাদি। টিউন হতে হয় সম্পূর্ণ চলিত ভাষায়।
  9. টিউনে অনুবাদের ফলে এক লাইনের সাথে আরেক লাইনের ভাষার অসামঞ্জস্যতা থাকলে।
  10. টিউনে আক্ষরিক অনুবাদের ফলে বাক্যে কি বলা হয়েছে তা বোঝা যাচ্ছে না, এমন বাক্য থাকলে।
  11. পুরো টিউনে কোন একটি সিংগেল বাক্যে অথবা টিউনে কোন প্যারাতে উপরে উল্লেখিত এক বা একাধিক গ্রামাটিক্যালি (Grammatically) ভুল থাকলে সে টিউন ১০০% গ্রামাটিক্যালি কারেক্ট (100% Grammatically Correct) হিসেবে গন্য হয় না।

পুরো টিউনে কোন একটি সিংগেল বাক্যে অথবা টিউনে কোন প্যারাতে উপরে উল্লেখিত এক বা একাধিক ভুল থাকলে সে টিউন গ্রামাটিক্যালি ইনকারেক্ট (Grammatically Incorrect) টিউন হিসেবে গন্য হয়।

টেকটিউনস টিউনার হিসেবে সাবমিট করা সকল টিউন টিউনার নিজ দ্বায়িত্বে প্রোপার কোয়ালিটি কোন্ট্রোল (Proper Quality Control) করে, যথাযথ প্রুফ রিডিং (Proof Reading) করে, ১০০% গ্রামাটিক্যালি কারেক্ট (100% Grammatically Correct) প্রকাশ করা একান্ত দ্বায়িত্ব।

টিউন সোর্সের সাথে টিউন এর প্রতিটি বাক্য লাইন বাই লাইন চেক করে অনুবাদ সংক্রান্ত ভুলগুলো ঠিক করে টিউন সাবমিট বা প্রকাশ করতে হয়।

টেকটিউনস টিউনার হিসেবে গ্রামাটিক্যালি ইনকারেক্ট (Grammatically Incorrect) কোন টিউন সাবমিট করা হলে বা গ্রামাটিক্যালি ইনকারেক্ট (Grammatically Incorrect) কোন টিউন প্রকাশ করা হলে সে টিউন কোন প্রকার সংশোধনের সুযোগ ছাড়াই বাতিল হয়।

একাধিক টিউনে একই বিষয়ের পুনরাবৃত্তি করা হলে টেকটিউনস টিউনারশীপ টার্মিনেট হয়।

’টিউনের অনুবাদ তো ঠিকই আছে’, ’টিউনে কোথায় কোথায় অনুবাদ সংক্রান্ত ভুল আছে আমাকে পয়েন্ট করে দিন বা পয়েন্ট করে দিলে ভালো হয়’ জাতীয় আর্গুমেন্টে লিপ্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। টেকটিউনস টিউনার হিসেবে আপনার টিউন রিভিউ করে আপনার টিউনে অনুবাদ সংক্রান্ত ভুল রয়েছে এ নির্দেশনা প্রদান করার অর্থ হচ্ছে আপনার টিউনে অনুবাদ সংক্রান্ত ভুল রয়েছে।

খেয়াল করুন:

টেকটিউনস টিউনার হিসেবে গ্রামাটিক্যালি ইনকারেক্ট (Grammatically Incorrect) কোন টিউন সাবমিট করা হলে বা গ্রামাটিক্যালি ইনকারেক্ট (Grammatically Incorrect) কোন টিউন প্রকাশ করা হলে সে টিউন কোন প্রকার সংশোধনের সুযোগ ছাড়াই বাতিল হয়।

একাধিক টিউনে একই বিষয়ের পুনরাবৃত্তি করা হলে টেকটিউনস টিউনারশীপ টার্মিনেট হয়।

নির্দেশনা সত্ত্বেও সম্পূর্ণ নির্ভুল টিউন সাবমিট করতে ব্যর্থ হলে আপনার টিউনটি বাতিল হবে।

গ্রামাটিক্যালি ইনকারেক্ট (Grammatically Incorrect) বাতিল টিউন আর আপনার লিখিত টিউন হিসেবে বিবেচিত হয় না

বর্তমানে যে টিউন গুলো করা হয়েছে সে এক‌ই টিউন গুলো আর পুনরায় করা যায় না।

    আমি কি গাইডলাইন অনুযায়ী এখন থেকে ৩০ দিনের মধ্যে ১০ টি টিউন করে আবার আবেদন করতে পারবো?