টিউন ডিলিট প্রসঙ্গে

টিউন রিপোর্ট

আমি গতকাল দুইটা টিউন করি। তার মধ্যে একটা টিউন আজকে খুঁজে পাচ্ছি না। টিউন ডিলিট হয়ে যাচ্ছে কেন? আমি টিউন লিখার পরে কপিরাইট চেকার দিয়ে চেক করে আমার টিউনগুলো আপলোড করি।


দেখা
357
উত্তর
3
11 মাস 3 সপ্তাহ আগে

টিউন গাইডলাইন অনুযায়ী

টিউনে AI ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, আক্ষরিক অনুবাদ, ভাষার অসামঞ্জস্যতা, ভাষার প্রঞ্জলতা না থাকলে ইত্যাদি অনুবাদ সংক্রান্ত ভুল থাকলে টিউন স্থায়ী হয় না।

টেকটিউনস টিউনার হিসেবে টিউন সাবমিট ও টিউন প্রকাশ করার ক্ষেত্রে আপনার টিউন হতে হয়

  • ১. ১০০% প্লেইজারিজম ফ্রি (100% Plagiarism Free).
  • ২. ১০০% গ্রামাটিক্যালি কারেক্ট (100% Grammatically Correct).
  • ৩. ১০০% মৌলিক ও অরিজিনাল (100% Unique and Original).
  • ৪. ১০০% কন্টেন্ট রি-রাইট (Content Rewrite), কন্টেন্ট স্পিনিং (Content Spinning) ও কন্টেন্ট রি-মিক্সিং (Content Remixing) ফ্রি
  • ৫. ১০০% কপিরাইট ম্যটেরিয়াল (ছবি, ফটো, ইমেইজ, স্ক্রিনসট, ভিডিও, গ্রাফ, ইনফোগ্রাফিক্স ও এম্বেডেবল অবজেক্ট) ফ্রি (100 % Copyright Material Free)
  • ৬. ১০০% স্পেলিং এরর ফ্রি (100% Spelling Error Free).
  • ৭. ১০০% টেকটিউনস ফরমেটিং গাইডলাইন অনুযায়ী ফরমেটেড।
  • ৮. ১০০% টেকটিউনস ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট ডাইমেনশন ও লাইসেন্স অনুযায়ী ছবি, ফটো, ইমেইজ, স্ক্রিনসট, ভিডিও, গ্রাফ, ইনফোগ্রাফিক্স ও এম্বেডেবল অবজেক্ট (Embeddable Object ) যুক্ত।
  • ৯. ১০০% টেকটিউনস টিউন থাম্বনেইল টেম্বপ্লেট অনুযায়ী ও 100 % Copyright Material Free টিউন থাম্বনেইল সেটেড (Settled).

১০০% গ্রামাটিক্যালি কারেক্ট (100% Grammatically Correct)

টেকটিউনস টিউনার হিসেবে আপনার সাবমিট করা টিউন বা আপনার প্রকাশ করা টিউন ১০০% গ্রামাটিক্যালি কারেক্ট (100% Grammatically Correct) হতে হয়।

  1. টিউনে কোন প্রকার মেশিন ট্রান্সলেশন (গুগল ট্রান্সলেশন) ব্যবহার করা বাক্য থাকলে ।
  2. টিউনে আক্ষরিক অনুবাদ থাকলে।
  3. টিউন কোন বাক্যে কি বলা হয়েছে তা পড়ে বোঝা যাচ্ছে না এবং আক্ষরিক অনুবাদ বলে মনে হচ্ছে এমন বাক্য থাকলে।
  4. টিউনে ভাষার অসামঞ্জস্যতা থাকলে।
  5. টিউনে ভাষার প্রঞ্জলতা না থাকলে।
  6. টিউনের ট্যাকনিক্যাল বিভিন্ন টার্ম বা বিষয় সহজ ভাবে নিজ ভাষার ব্যাখ্যা না করে আক্ষরিক অনুবাদ করা হলে।
  7. টিউনে অনুবাদের ফলে টিউনের কোন বাক্যের প্রাঞ্জলতা হারালে।
  8. টিউনে সাধু ও চলিত ভাষার মিশ্রণ থাকলে। যেমন: হতে, করিতে, আসিয়াছিল ইত্যাদি। টিউন হতে হয় সম্পূর্ণ চলিত ভাষায়।
  9. টিউনে অনুবাদের ফলে এক লাইনের সাথে আরেক লাইনের ভাষার অসামঞ্জস্যতা থাকলে।
  10. টিউনে আক্ষরিক অনুবাদের ফলে বাক্যে কি বলা হয়েছে তা বোঝা যাচ্ছে না, এমন বাক্য থাকলে।
  11. পুরো টিউনে কোন একটি সিংগেল বাক্যে অথবা টিউনে কোন প্যারাতে উপরে উল্লেখিত এক বা একাধিক গ্রামাটিক্যালি (Grammatically) ভুল থাকলে সে টিউন ১০০% গ্রামাটিক্যালি কারেক্ট (100% Grammatically Correct) হিসেবে গন্য হয় না।

পুরো টিউনে কোন একটি সিংগেল বাক্যে অথবা টিউনে কোন প্যারাতে উপরে উল্লেখিত এক বা একাধিক ভুল থাকলে সে টিউন গ্রামাটিক্যালি ইনকারেক্ট (Grammatically Incorrect) টিউন হিসেবে গন্য হয়।

টেকটিউনস টিউনার হিসেবে গ্রামাটিক্যালি ইনকারেক্ট (Grammatically Incorrect) কোন টিউন সাবমিট করা হলে বা গ্রামাটিক্যালি ইনকারেক্ট (Grammatically Incorrect) কোন টিউন প্রকাশ করা হলে সে টিউন কোন প্রকার সংশোধনের সুযোগ ছাড়াই বাতিল হয়।

টেকটিউনস টিউনার হিসেবে সাবমিট করা সকল টিউন টিউনার নিজ দ্বায়িত্বে প্রোপার কোয়ালিটি কোন্ট্রোল (Proper Quality Control) করে, যথাযথ প্রুফ রিডিং (Proof Reading) করে, ১০০% গ্রামাটিক্যালি কারেক্ট (100% Grammatically Correct) প্রকাশ করা, টিউনারের একান্ত দ্বায়িত্ব।

একাধিক টিউনে একই বিষয়ের পুনরাবৃত্তি করা হলে টেকটিউনস টিউনারশীপ টার্মিনেট হয়।

গ্রামাটিক্যালি ইনকারেক্ট (Grammatically Incorrect) বাতিল টিউন আর আপনার লিখিত টিউন হিসেবে বিবেচিত হয় না

একাধিক টিউনে একই বিষয়ের পুনরাবৃত্তি করা হলে টেকটিউনস টিউনারশীপ টার্মিনেট হয়।

টিউন গাইডলাইন সঠিক ভাবে অনুসরন করে টিউন প্রকাশ করতে হয়।

    আমি কি এই টিউনটির মিসটেক গুলো সংশোধন করে পুনরায় আপলোড করতে পারবো?

      পারবেন। তবে পুনরায় টেকটিউনস গাইডলাইন ব্রেক করে টিউন প্রকাশিত হলে টেকটিউনস টিউনারশীপ টার্মিনেট হয়।