আমি একজন ছাত্র। অনলাইনে সময় দেওয়ার পাশাপাশি আমাকে লেখাপড়াটাও ভালোভাবে চালিয়ে যেতে হয়।
টিউন লেখার জন্য আমি শুক্রবার সময় পাবো, অর্থাৎ টিউন লেখার জন্য আমি সপ্তাহে মাত্র একদিন সময় পাবো, তাই আমি প্রতি সপ্তাহে মাত্র একটি করে টিউন করতে পারবো।
এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি প্রথম ৩০ দিনে ১০টি টিউন করে ট্রাস্টেট টিউনার এর জন্য আবেন করে ট্রাস্টেট টিউনার ব্যাজ অর্জন করি এবং পরবর্তিতে আমি যদি প্রতি সপ্তাহে শুক্রবার একটি করে টিউন করি তাহলে কি আমি ট্রাস্টেট টিউনার ব্যাজ ধরে রাখতে পারবো? আর্নিং করতে পারবো কিনা?
টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ বজায় রাখার জন্য সপ্তাহে কমপক্ষে ৩+ টি টিউন সাবমিট করার পারদর্শিতা থাকতে হয়।
সেক্ষেত্রে প্রতি সপ্তাহে মোট ১৫০০+ শব্দ সাবমিট করার পারদর্শিতা থাকতে হয়।
প্রতি শুক্রবার মোট ১৫০০+ শব্দ ও কমপক্ষে ৩+ টি টিউন সাবমিটের করলেও আপনার ট্রাস্টেড টিউনারশীপ বজায় থাকবে।