বিভিন্ন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে তা গাইডলাইন অনুযায়ী রিসাইজ করবো কীভাবে?

টিউন মিডিয়া

গুগল সার্চ করে বিভিন্ন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ছবি ডাউনলোড করলে তা সব সময়ই তা ১৯২০×১০৮০ পিক্সেল এর কম হয়।

এখন কথা হলো এই ছবি রিসাইজ করলোও ছবির রেজুলেশন তো লো-ই থাকবে। সেক্ষেত্রে আমার করণীয় কী? আমি কীভাবে প্রোডাক্ট রিভিউ টিউন করার জন্য ছবি সংগ্রহ করব?


দেখা
378
উত্তর
8
12 মাস আগে

আপনি যখন কোন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন তখন সেটি ভিউ অবস্থায় ডাউনলোড করবেন না। এতে রেজুলেশন কম পাবেন। অবশ্যই ইমেজের ডাউনলোড অপশনে ক্লিক করে অরজিনাল সাইজ অপশন টি বাছাই করে ইমেজ ডাউনলোড করবেন।
মনে রাখবেনঃ অবশ্যই ইমেজের ডাউনলোড অপশনে ক্লিক করে অর্জিনাল সাইজের ইমেজ ডাউনলোড করে নিবেন।
তারপর ইমেজ Adobe Resize Tools দ্বারা রিসাইজ করবেন। এতে রেজুলেশন যা আসে তাই।

কিন্তু প্রডাক্ট কোম্পানির ওয়েবসাইটে কোনো ডাউনলোড অপশন থাকে না। সেক্ষেত্রে ভিউ অবস্থায় ডাউনলোড না করে উপায় কী?

    ভিউ অবস্থায় ডাউনলোড করবেন না। ভিউ অবস্থায় ইমেজ ডাউনলোড করলে টেকটিউনস টিম তা নিবে না। তাই সেই ওয়েবসাইট থেকে না হলে অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন।

বিভিন্ন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এ সাধারণত লো-রেজুলেশন এর ইমেজ থাকেনা। আপনি কোন প্রোডাক্টের ইমেজ ব্যবহার করতে চাচ্ছেন তার অফিসিয়াল লিংক দিন।

https://www.tecno-mobile.com/bd/phones/product-detail/product/spark-20c/
এখান থেকে ডাউনলোড করেছি।
এটার পিক্সেল ১০৮০×১৮০০
কিন্তু আমার তো লাগবে ১৯২০×১০৮০ কিংবা তার বেশি।
এক্ষেত্রে করনীয় কী?

@স্বপন মিয়া – যেকোন প্রেডাক্টের অফিসিয়াল সাইটের ছবি সবসময় (বেশিরভাগ ক্ষেত্রে) কপিরাইট মুক্ত হয়। যে কোন সফটওয়্যার, স্মার্টফোন, টিভি, ট্যাব, স্মার্টফোন, স্মার্টওয়াচ বা যে কোন প্রোডাক্টের অফিসিয়াল সাইটে প্রকাশিত প্রোডাক্টের ছবি বা প্রোডাক্ট ক্যাটালগের ছবি (বেশিরভাগ ক্ষেত্রে) কপিরাইট মুক্ত হয়। তাই প্রেডাক্টের অফিসিয়াল সাইটের ছবি টিউনে যোগ করা যায়।

টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন পড়ুন।

গাইডলাইন সঠিকভাবে না জানা থাকলে বা গাইডলাইন সম্বন্ধে ১০০% নিশ্চিত না হয়ে ধারণার উপর ভিত্তি করে টেকটিউনস ডেস্কে রিপ্লাই না দেবার জন্য নির্দেশনা দেওয়া হলো।

আপনি গাইডলাইন সঠিকভাবে জেনে এবং গাইডলাইন সম্বন্ধে ১০০% নিশ্চিত হয়ে ডেস্কে রিপ্লাই দিতে পারেন।

@techtunes – আমার সমস্যা টির তো কোনো সমাধান হলো না।