টেকটিউনস এ পুনরায় কাজ করতে চাই। আমার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর করব কীভাবে?

ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর

আমার কাছে বেশ কিছুকাল যাবত ডিভাইস ছিল না। যার কারণে আমি টেকটিউনস এর দেয়া টাস্ক গুলো শেষ করতে পারিনি। এখন আমার কাছে কাঙ্খিত ডিভাইসটি চলে এসেছে। তাই আমি পুনরায় কাজ করতে চাই। আমার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর করব কীভাবে? এ ব্যাপারে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।


দেখা
261
উত্তর
1

প্রিয় ট্রাস্টেড টিউনার,

টেকটিউনসে আপনাকে পুনরায় স্বাগতম!

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে পুনরায় কাজ শুরু করতে টেকটিউনস ডেস্কে টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর জন্য আবেদন করুন।

আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর আবেদন এর উপর ভিত্তি করে আপনাকে টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর সকল নির্দেশনা প্রদান করা হবে।

ধন্যবাদ।

Comments are closed.