আসসালামু আলাইকুম। আমার টেকটিউনস এর টিউন, জ্যাকেট, এবং ডেস্ক এগুলো কীভাবে ডিলিট করবো? আর এগুলো ট্র্যাশে নিয়ে কীভাবে ডিলিট করা যায়?
টেকটিউনসে টিউন প্রকাশের পর সে টিউন আর ডিলিট করা যায় না। টিউন প্রকাশ করার আগে মুছে ফেলা যায়। টিউন প্রকাশ করা হয়ে গেলে টিউন আর ডিলিট করা যায় না।
তবে টিউন প্রকাশের ৭ দিন পর্যন্ত টিউনে প্রয়োজনীয় এডিট করা যায় ও প্রাইভেট করে রাখা যায়। ফলে সেটি আর দেখা যায় না। ৭ দিন এর পর প্রকাশিত টিউন আর কোন ধরনের এডিট করা ও মুছে ফেলা যায় না।
কোন কোন টিউন, জ্যাকেট ডিলিট করতে চাচ্ছেন লিংক দিন।