আসসালামু আলাইকুম। আমাকে আমার টিউন এর ভুল গুলো সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি ভুল গুলো সংশোধন করে স্ক্রিনশটগুলো এড করে যখন আপডেট এ ক্লিক করি সাথে সাথে আমার লিখা গুলো অটো কাট হয়ে যাচ্ছে। এখন করনীয় কি? লিখা গুলো কেন বার বার কাট হয়ে যাচ্ছে?
আপনি সম্ভবত স্ট্যাটাস টিউন, ফটো টিউন বা লিংক টিউন হিসেবে টিউন প্রকাশ করছেন।
টেকটিউনসে স্ট্যাটাস টিউনে ৮০ শব্দ, ফটো টিউনে ৫০ শব্দ ও লিংক টিউন ৫০ শব্দের বেশি লেখা যায় না। পূর্ণ শব্দের টিউনের জন্য আপনার টিউন রেগুলার স্ট্যান্ডার্ড টিউন হিসেবে প্রকাশ করুন।
টেকটিউনসে, লিখিত আকারে স্ট্যান্ডার্ড টিউন করে নলেজ শেয়ার করার পাশাপাশি
প্রকাশ করে নলেজ শেয়ারিং করা যায়।
টেকটিউনসে
টেকটিউনসে স্ট্যাটাস টিউনকে বলা হয় stUne (স্টিউন)। স্ট্যাটাস টিউন – stUne (স্টিউন) এর মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস প্রকাশ করতে পারবেন।
স্টিউন (stUne) এর মাধ্যমে আপনি আপনার চিন্তা, চেতনা, আবেগ, মতামত, বিশেষ কোন তথ্য, সমসাময়িক কোন বিষয় নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি ইত্যাদি প্রকাশ করতে পারেন ৮০ শব্দের মধ্যে।
তবে যেহেতু টেকটিউনস সম্পূর্ণ রূপে বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক তাই আপনার স্ট্যাটাস টিউন স্টিউন (stUne) এর বিষয়স্তু বিজ্ঞান ও প্রযুক্তি সাথে সম্পর্কযুক্ত হওয়া বাঞ্চনীয়।
স্ট্যাটাস টিউন – stUne (স্টিউন) টেকটিউনস স্ক্রিনে স্ট্যান্ডার্ড টিউনের মত করে নয় বরং একটি ভিন্ন Standout ফরমেটে টেকটিউনস স্ক্রিনে দেখা যায়।
টেকটিউনসে
বেশি লেখা যায় না। অর্থাৎ এই ৩টি ফরমেটের টিউন গুলো এই নির্দিষ্ট শব্দের মধ্যে সিমাবদ্ধ রেখেই প্রকাশ করতে হয়।
পূর্ণ শব্দের টিউনের জন্য আপনার টিউন রেগুলার স্ট্যান্ডার্ড টিউন হিসেবে প্রকাশ করুন।
রেগুলার স্ট্যান্ডার্ড টিউন হিসেবে প্রকাশ করতে ‘টিউন এডিটরে’ টিউন পাবলিশ করতে খেয়াল রাখুন যেন ‘tUne – টিউন’ ট্যাব সিলেক্ট করা থাকে। vUne – ভিউন, aUne – এউন, stUne – স্টিউন, liUne – লিউন) এবং phUne – ফিউন ট্যাব সিলেক্ট করা না থাকে।
টেকটিউনসে টিউন প্রকাশ করতে টেকটিউনস গাইডলাইন মেনে সঠিক ভাবে টিউন করুন।
আপনার এই সমস্যাটা কি এখনো হচ্ছে?