টেকটিউনস প্রোফাইল গাইডলাইন অনুযায়ী সেটআপ করা হয়েছে কিনা দয়া করে চেক করে বলুন।
নির্দেশনা [০১]
আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।
আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।
আপনার
Personal সেকশনের Place of Birth ফিল্ড
Profession সেকশনের Description ফিল্ড
Verification – Birth Registration সেকশনের Birth Registration Number ফিল্ড
Verification – Education – Secondary Certificate সেকশনের Passing Year ফিল্ড
এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী সেটআপ করা হয়নি।
খেয়াল করুন, টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে, ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে, টেকটিউনস প্রোফাইলের যে যে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করার নির্দেশনা রয়েছে সে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়।
‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন সঠিক ভাবে পড়ুন ও ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে অনুসরণ করে সংশোধন করুন।
নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে আগামী Tuesday, 08-Aug-2023 11:59 PM এর মধ্যে এই টিউমেন্টটিতে রিপ্লাই করুন।
আগামী Tuesday, 08-Aug-2023 11:59 PM এর মধ্যে নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে এই টিউমেন্টটিতে রিপ্লাই করতে ব্যর্থ হলে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে এবং আপনি আগামী ৬০ দিনের মধ্যে আর নতুন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ রিভিউ আবেদন করতে পারবেন না।
খেয়াল করুন: আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ আবেদনটি বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।
‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ টি বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে না বা করলেও তা গ্রহণযোগ্য হয় না।
‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন এর পর ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে।
এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।
Comments are closed.
প্রিয় টিউনার,
ধন্যবাদ টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনের জন্য।
আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।
টেকটিউনস সাইট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।
ধন্যবাদ।