আমি একজন টিউনার হিসেবে কোন কোন বিষয়ে টিউন প্রকাশ করতে পারব ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য?

টিউন কন্টেন্ট টিউন বিভাগ

আমি বেশ অনেক বিষয়ে আর্টিকেল লিখতে পারলেও সবচেয়ে দক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি সেক্টরে। এখন প্রশ্ন, আমি কি টেকটিউনসে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, মহাকাশবিজ্ঞান, আধুনিক প্রযুক্তি, গণিত ইত্যাদির উপর টিউন প্রকাশ করতে পারব? বিস্তারিত জানালে উপকৃত হব.


দেখা
513
উত্তর
6
1 বছর 2 মাস আগে

    হ্যা স্যার,পড়ে নিএছি।

      সেখানে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর টিউন টপিক’ পড়ে এখন বুঝতে পারছেন? কোন কোন টিউন টপিক নিয়ে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন করতে হয়?

হ্যা স্যার, তবে টিউন ক্যাটাগরিতে “টিপস & ট্রিকস” একটি বিভাগ থাকলেও টিউন টপিকের তালিকায় তা ছিলনা। আমি ইতিমধ্যেই দুটি টিউন করেছি টিপস & ট্রিকস এর উপর।এখন তা কি ট্রাস্টেড টিউন হিসেবে বিবেচিত হবে?

    টিউন ক্যাটাগরি ও টিউন টপিক এক বিষয় নয়। দুটো আলাদা বিষয়। টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে কাজ করতে আপনাকে অবশ্যই বেসিক কনটেন্ট রাইটিং এর যোগ্যতা থাকতে হয়।

টেকটিউনস যেহেতু একটি টেকনোলজি ও টেকনিক্যাল অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি সৌশল নেটওয়ার্ক তাই ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন করার ক্ষেত্রে আপনাকে টেকনিক্যাল টিউন প্রকাশ করতে হয়। টেকনিক্যাল টিউন টপিক গুলো হল:

  1. সফটওয়্যার রিভিউ
  2. অ্যাপস রিভিউ
  3. ব্রাউজার এক্সটেনশন রিভিউ
  4. স্মার্টফোন রিভিউ
  5. গ্যাজেট রিভিউ
  6. গেমিং
  7. কনজিউমার ইলেক্ট্রনিক্স রিভিউ
  8. টিউটোরিয়াল
  9. পিসি হার্ডওয়্যার
  10. পিসি বিল্ডিং
  11. গ্রাফিক্স ডিজাইন
  12. ওয়েব ডিজাইন
  13. ফ্রিল্যান্সিং
  14. প্রোগ্রামিং
  15. কোডিং
  16. ডেটা অ্যানালেটিক্স
  17. ডেটাবেইস
  18. ডেটা সাইন্স
  19. ডিজিটাল মার্কেটিং
  20. সার্চ ইঞ্জিন মার্কেটিং
  21. সৌশল মার্কেটিং
  22. ই-কমার্স মার্কেটিং
  23. কন্টেন্ট মার্কেটিং
  24. ইউআই/ইউএক্স ডিজাইন
  25. লিনাক্স
  26. ওপেন সোর্স
  27. কম্পিউটার নেটওয়ার্কিং
  28. ইথিক্যাল হ্যাকিং
  29. অফিস টুলস
  30. সাইবার সিকিউরিটি
  31. ট্রাবল স্যুটিং
  32. কম্পিউটার মেইনটেনেন্স
  33. কম্পিউটার ও মোবাইল রিপেয়ারিং
  34. সফটওয়্যার ও অ্যাপ ডেভেলোপমেন্ট
  35. ওয়াইফাই
  36. মাইক্রোকন্ট্রোলার
  37. ডেভ অপস
  38. ক্লাউড ব্যাকআপ
  39. ওয়েব হোস্টিং
  40. ওয়েব পারফরমেন্স
  41. থ্রিডি প্রিন্টিং
  42. ভার্চুয়াল রিয়েটিলি
  43. অনলাইন বায়িং গাইড
  44. স্মার্ট হোম
  45. আইটি ম্যানেজমেন্ট
  46. আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সি
  47. ক্রিপটো
  48. সেল্ফ ড্রাইভিং টেকনোলজি
  49. অগমেন্টেড রিয়েলিটি
  50. রবোটিক্স
  51. ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স
  52. ইঞ্জিনিয়ারিং
  53. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
  54. ওয়েব ডেভেলোপমেন্ট
  55. ইনফরমেশন টেকনোলজি (আইটি)
  56. ক্লাইড ইঞ্জিনিয়ারিং
  57. ইউটিউবিং
  58. ই-কমার্স ডেভেলোপমেন্ট
  59. টেক মার্কেটিং রিসার্চ
  60. সৌশল মিডিয়া ম্যানেজমেন্ট
  61. ইনফ্লুয়েন্সার মার্কেটিং
  62. ফটো এডিটিং
  63. ফুল স্ট্যাক ভেডেলোপমেন্ট

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে এই সকল টিউন টপিকের উপরে টিউটোরিয়াল বেইজড টিউন লিখতে হয়।