আমি ২০২৩ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। স্বাভাবিকভাবেই তাই আমার কোনো আইডি কার্ড বা পরিচয় প্ত্র নেই। ইতিমধ্যে আমি চেষ্টা করেছি মান সম্মত ৬টি টিউন করতে। কিন্তু NID না থাকায় আমার প্রোফাইলকে ট্রাস্টেড প্রোফাইল করার ব্যাপারে আমি এখন সন্দিহান। তবে আমার অনলাইন জন্মনিবন্ধন আছে। তা দিয়ে কি আমার প্রোফাইলকে ট্রাস্টেড প্রোফাইল করতে পারব? কেউ জানালে অনেক উপকৃত হবো, ইংশাআল্লাহ.
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হবার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমে আপনাকে সে প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এরপর আলাদা ভাবে আবেদন করতে হয়।
NID ছাড়া টেকটিউনস ট্রাস্টেড টিউনার হওয়ার আবেদন করা যায়। তবে টেকটিউনস ক্যাশ পেমেন্ট পে-আউট হতে আপনার নিজস্ব ভ্যালিড ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে আপনার টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য করা ১০ টি টিউন এর জন্য কোন টেকটিউনস ক্যাশ প্রসেস হয় না। আপনি সফলভাবে টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ অর্জনের পর প্রকাশিত টিউন গুলোর জন্য টেকটিউনস ক্যাশ প্রসেস হয়।
আপনি সফলভাবে টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ অর্জনের পর আপনার পেমেন্ট ভেরিফিকেশন করতে হয়। আপনি সফলভাবে টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ অর্জনের পর আপনার পেমেন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেসেজ বক্সে মেসেজ করা হয়।
আপনার বয়স যদি 24 বছর বা 24 বছর এর বেশি হয় তবে পেমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনার NID এবং আপনার NID দিয়ে খোলা বিকাশ নম্বর দিয়ে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়।
আপনার বয়স যদি 24 বছরের কম হয় এবং আপনার যদি NID না থাকে তবে আপনি আপনার 17 ডিজিট এর অনলাইন জন্ম নিবন্ধন নম্বর ও আপনার JSC, SSC, HSC এর ইনফরমেশন প্রদান করতে হয়। সেক্ষেত্রে আপনার মা অথবা বাবার নাম দিয়ে খোলা বিকাশ নম্বর দিয়ে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়।
পেমেন্ট ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হবার পর প্রতি মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রকাশিত টিউন এর পেমেন্ট পরবর্তী মাসের ১৫ তারিখে পে-আউট হয়। এভাবে প্রতি মাসের ১৫ তারিখে পেমেন্ট পে-আউট হতে থাকে।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য প্রথমত টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ ব্যাজ অর্জন করতে হয়।
টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের জন্য করা ১০ টি টিউন নির্দিষ্ট গাইডলাইনে প্রকাশ করতে হয়।
টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের আগে এ বিষয় গুলো সঠিক ভাবে নিশ্চিত হয়ে, টেকটিউনস ডেস্কে টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদন করতে হয়।
লক্ষ করুন
টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের তারিখ থেকে সর্বশেষ, ৩০ দিন এর মধ্যে প্রকাশিত ১০ টি টিউন, টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের রিভিউ এর জন্য কাউন্ট হয় অর্থাৎ আপনার সর্বশেষ প্রকাশিত ১০ম থেকে ১ম টিউন, টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের রিভিউ এর জন্য কাউন্ট হয়। টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের তারিখ থেকে সর্বশেষ, ৩০ দিন এর মধ্যে প্রকাশিত ১০ টি টিউনের যে কোন ১ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ না হলে পুরো ১০ টি টিউনই বাতিল হয়। এই ১০ টি বাতিল হয়ে যাওয়া টিউন আর পরবর্তি কোন আবেদনের জন্য কাউন্ট হয় না।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন বাতিল হলে পরবর্তী ৬০ দিনের মধ্যে আর নতুন করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন করা যায় না।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন বাতিল হলে ৬০ দিন অতিক্রান্ত হলে পুনরায় আবার টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ করে, নতুন করে, সর্বশেষ ৩০ দিন এর মধ্যে নতুন ১০ টি টিউন প্রকাশ করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন করা যায়।