স্বপন মিয়া: টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন

টিউনার ব্যাজ

আসসালামু আলাইকুম স্যার,

আমি টেকটিউনস এর বিশাল কমিউনিটিতে এক নিয়মিত ছোট্ট কন্টেন্ট রাইটার। আমি টেকটিউনস এর সকল শর্ত ও নিয়ম কানুন মোতাবেক মোট ১০ টি টিউন করেছি। আমি চাই, আমার সমস্থ টিউন গুলো আপনারা সময় নিয়ে রিভিউ করুন এবং আমি যদি উপযুক্ত হই তাহলে আমাকে ট্রাষ্টেট টিউনার ব্যাজ প্রদান করবেন।

ধন্যবাদ।


দেখা
583
উত্তর
9
1 বছর 7 মাস আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস কন্টেন্ট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন রিভিউ করা সম্পন্ন হয়েছে।

নিন্মোক্ত টিউন গুলো ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন এর জন্য বিবেচিত হয়নি।

টিউন: পড়াশোনা মনে রাখার সেরা ৫ টি ব্রেন হ্যাক ট্রিক
কারণ: ‘টিউন টপিক’ প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত নয়।

টিউন: ফেসবুক হ্যাক, টেলিগ্রাম এপ দিয়েই যেকারো ফেসবুক একাউন্ট হ্যাক করে নিন
কারণ: আন-ইথিক্যাল হ্যাকিং টিউন।

টিউন: সেরা ৩ টি লাভজনক ব্যাবসা আইডিয়া
কারণ: টিউন টপিক’ প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত নয়।

টিউন: কিভাবে একটি ছোট্ট ব্যাবসাকে বড়ো করবেন
কারণ: টিউন টপিক’ প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত নয়

টিউন: সেরা ৫ টি মুড অ্যাপ ডাউনলোড করার ওয়েবসাইট
কারণ: প্রিমিয়াম/ক্র্যাক অ্যাপ/সফটওয়্যার টিউন।

এই টিউনগুলো এর পরিবর্তে, নির্দেশনা মেনে নতুন টিউন প্রকাশ করুন।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ ব্যাজ অর্জন করতে আপনার প্রকাশিত সকল টিউন ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন’ অনুযায়ী হতে হয়।

উল্লেখিত যে টিউনগুলো ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য বিবেচিত হয়নি সে টিউনগুলো এর পরিবর্তে, নির্দেশনা মেনে নতুন টিউন প্রকাশ করুন।

এছাড়া

১. টিউনে প্রচুর এ বানান ভুল রয়েছে।

‘অভ্র স্পেল চেকার’ দিয়ে বানান চেক করে ঠিক করা হয়নি।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনের টিউন থাম্বনেইলে, টিউনের শিরোনামে ও টিউনের কন্টেন্টে কোন প্রকার বানান ভুল থাকা যায় না। প্রতিটি টিউন প্রকাশের আগে ‘অভ্র স্পেল চেকার’ দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও টিউনের কন্টেন্টের বানান চেক করে, নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হতে হয় যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।

‘অভ্র স্পেল চেকার’ দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও পুরো টিউনের কন্টেন্টের বানান চেক করুন, সেই সাথে নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হোন যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।

২. আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন টিউন ফরমেট গাইডলাইন এ উল্লেখিত ফরমেট অনুযায়ী হতে হয়।

৩. টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর সকল টিউনে অবশ্যই ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী Stock Image (স্টক ইমেইজ) সম্বলিত টিউন থাম্বনেইল যোগ করা থাকতে হয়।

এছাড়া আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর প্রকাশিত টিউনের বৈশিষ্ঠ্য’ ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর টিউন টপিক’অনুযায়ী হতে হয়।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য এই নির্দেশনা অনুযায়ী নতুন টিউন প্রকাশ করুন ও নির্দেশনা অনুযায়ী রিপ্লাই করুন।

নির্দেশনা মোতাবেক নতুন টিউন প্রকাশ করে আগামী Saturday, 10-Jun-2023 11:59 PM এর মধ্যে এই টিউমেন্টটিতে রিপ্লাই করুন।

উল্লেখিত যে টিউনগুলো ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য বিবেচিত হয়নি সে টিউনগুলো এর পরিবর্তে প্রকাশিত টিউনগুলো টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর প্রকাশিত টিউনের বৈশিষ্ঠ্য’ ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর টিউন টপিক’অনুযায়ী প্রকাশিত না হলে অথবা গাইডলাইন ভঙ্গ করে টিউন প্রকাশিত হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে।

প্রকাশিত নতুন টিউনের যে কোন ১ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ না হলে পুরো ১০ টি টিউনই বাতিল হয়। এই ১০ টি বাতিল হয়ে যাওয়া টিউন আর পরবর্তি কোন আবেদনের জন্য কাউন্ট হয় না।

আগামী Saturday, 10-Jun-2023 11:59 PM এর মধ্যে নির্দেশনা মোতাবেক নতুন টিউন প্রকাশ করে এই টিউমেন্টটিতে রিপ্লাই করতে ব্যর্থ হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে ।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ টি বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারে না বা করলেও তা গ্রহণযোগ্য হয় না।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন এর পর ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারে।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন’ এ উল্লেখিত সকল প্রক্রিয়া পুনরায় সঠিক ভাবে সম্পন্ন করে আবার নতুন করে ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করা যায়।

স্যার,
এখানে যে আপনি বলেছেন,
টিউন: পড়াশোনা মনে রাখার সেরা ৫ টি ব্রেন হ্যাক ট্রিক
কারণ: ‘টিউন টপিক’ প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত নয়।
এখন আমার প্রশ্ন হলো টেকটিউনস এ কি হ্যাকিং, ক্রাকিং, মুড অ্যাপ নিয়ে পোষ্ট করা নিশিদ্ধ নাকি আমার পোষ্ট এর ক্যাটাগরি ঠিক নাই যাষ্ট ক্যাটাগরি ঠিক করলেই হবে।
দয়া করে বিষয় টি ক্লিয়ার করে দিবেন।

লাষ্ট প্রশ্ন হলো আগামি ১০ তারিখ অব্দি তো আমাকে সময় দেওয়া হলো – কিন্তু আমার মোট ১০ টা পোষ্ট এর মধ্য ৫ টি গ্রহনযোগ্য হয়েছে বাকি ৫ টি গ্রহন হয়নি – তাহলে আমি কি আবার মাত্র ৫ টি পোষ্ট করেই এপ্লাই করতে পারবো নাকি আমাকে আবারো মোট ১০ টি পোষ্ট করতে হবে। সময় নিয়ে জানাবেন প্লিজ।

    নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ করা আছে।

    “উল্লেখিত টিউনগুলো এর পরিবর্তে, নির্দেশনা মেনে নতুন টিউন প্রকাশ করুন।”

স্যার,
আমার যে টিউনগুলো সিলেক্ট হয় নাই আমি সেই টিউন গুলোর পরিবর্তে বাকি আরো টিউন করেছি। দয়া করে আমার টিউনার ব্যাজের রিকোয়েস্ট টি পূনরায় রিভিউ করার জন্য অনুরোধ করা হচ্ছে

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন রিভিউ করা সম্পন্ন হয়েছে।

নিন্মোক্ত টিউন গুলো ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন এর জন্য বিবেচিত হয়নি।

টিউন: শরীরের অবাঞ্ছিত কালো দাগ দূর করার সেরা ৫ টি উপায়
কারণ: ‘টিউন টপিক’ প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত নয়।

টিউন: ডিপ্রেশন কেনো হয় ডিপ্রেশন থেকে মুক্তির উপায়
কারণ: ‘টিউন টপিক’ প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত নয়।

এই টিউনগুলো এর পরিবর্তে, নির্দেশনা মেনে নতুন টিউন প্রকাশ করুন।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ ব্যাজ অর্জন করতে আপনার প্রকাশিত সকল টিউন ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন’ অনুযায়ী হতে হয়।

উল্লেখিত যে টিউনগুলো ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য বিবেচিত হয়নি সে টিউনগুলো এর পরিবর্তে, নির্দেশনা মেনে নতুন টিউন প্রকাশ করুন।

এছাড়া আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর প্রকাশিত টিউনের বৈশিষ্ঠ্য’ ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর টিউন টপিক’অনুযায়ী হতে হয়।

এছাড়া

১. টিউনে প্রচুর এ বানান ভুল রয়েছে।

‘অভ্র স্পেল চেকার’ দিয়ে বানান চেক করে ঠিক করা হয়নি।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনের টিউন থাম্বনেইলে, টিউনের শিরোনামে ও টিউনের কন্টেন্টে কোন প্রকার বানান ভুল থাকা যায় না। প্রতিটি টিউন প্রকাশের আগে ‘অভ্র স্পেল চেকার’ দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও টিউনের কন্টেন্টের বানান চেক করে, নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হতে হয় যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।

‘অভ্র স্পেল চেকার’ দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও পুরো টিউনের কন্টেন্টের বানান চেক করুন, সেই সাথে নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হোন যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।

২. আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন টিউন ফরমেট গাইডলাইন এ উল্লেখিত ফরমেট অনুযায়ী হতে হয়।

৩. টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর সকল টিউনে অবশ্যই ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী Stock Image (স্টক ইমেইজ) সম্বলিত টিউন থাম্বনেইল যোগ করা থাকতে হয়।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য এই নির্দেশনা অনুযায়ী নতুন টিউন প্রকাশ করুন ও নির্দেশনা অনুযায়ী রিপ্লাই করুন।

নির্দেশনা মোতাবেক নতুন টিউন প্রকাশ করে আগামী Saturday, 10-Jun-2023 11:59 PM এর মধ্যে এই টিউমেন্টটিতে রিপ্লাই করুন।

উল্লেখিত যে টিউনগুলো ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য বিবেচিত হয়নি সে টিউনগুলো এর পরিবর্তে প্রকাশিত টিউনগুলো টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর প্রকাশিত টিউনের বৈশিষ্ঠ্য’ ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর টিউন টপিক’অনুযায়ী প্রকাশিত না হলে অথবা গাইডলাইন ভঙ্গ করে টিউন প্রকাশিত হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে।

প্রকাশিত নতুন টিউনের যে কোন ১ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ না হলে পুরো ১০ টি টিউনই বাতিল হয়। এই ১০ টি বাতিল হয়ে যাওয়া টিউন আর পরবর্তি কোন আবেদনের জন্য কাউন্ট হয় না।

আগামী Saturday, 10-Jun-2023 11:59 PM এর মধ্যে নির্দেশনা মোতাবেক নতুন টিউন প্রকাশ করে এই টিউমেন্টটিতে রিপ্লাই করতে ব্যর্থ হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে ।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ টি বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারে না বা করলেও তা গ্রহণযোগ্য হয় না।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন এর পর ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারে।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন’ এ উল্লেখিত সকল প্রক্রিয়া পুনরায় সঠিক ভাবে সম্পন্ন করে আবার নতুন করে ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করা যায়।

প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী টিউন সংশোধোন করতে ব্যর্থ হওয়ায় টিউনারের এই ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনটি’ বাতিল হলো।

প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে টিউনার আবার আগামী ৬০ দিন অর্থাৎ Monday, 14-Aug-2023 11:59 PM এর পর পুনরায় টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন অনুযায়ী নতুন ১০ টি টিউন প্রকাশ করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন করতে পারবে।

আগামী ৬০ দিন পর্যন্ত অর্থাৎ Monday, 14-Aug-2023 11:59 PM পর্যন্ত টিউনার কর্তৃক টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন গ্রহণযোগ্য হবে না।

Comments are closed.