ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য কি NID card বাধ্যতামূলক?

টিউন গাইডলাইন ট্রাস্টেড টিউনার

ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য কি NID card বাধ্যতামূলক?

আমার NID card নেই। আমি কি ট্রাস্টেট টিউনার হওয়ার জন্য আবেদন করতে পারব? আর আমার নিজের কোনো বিকাশ একাউন্ট নেই। যেটা আমি প্রোফাইলে দিয়েছি, সেটা আমার বাবার বিকাশ নাম্বার। যেহেতু, আমার NID নেই, তাই বিকাশ নাম্বার বাবার দিয়েছি।

সুতরাং, NID card ছাড়া, আমি কি টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের জন্য করা ১০ টি টিউন নির্দিষ্ট গাইডলাইনে প্রকাশ করলেই পেইমেন্ট পাবো?
দয়া করে শীঘ্রই উত্তর দিবেন।


দেখা
552
উত্তর
6
2 বছর 3 মাস আগে

ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য NID Card বাধ্যতামূলক, একটি টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের গাইডলাইনে কোন প্যারাতে উল্লেখ রয়েছে দয়া করে আমাদেরকে জানান।

    তার মানে আমি আপনাদের টিউন প্রকাশের গাইডলাইন অনুসারে ১০টা টিউন লিখে প্রকাশ করার পর, যদি সেগুলো আপনাদের নিয়ম অনুযায়ী প্রকাশিত হয়,
    তবে আমি ট্রাস্টেড টিউনার এর জন্য আবেদন করতে পারব।
    আর আমার পেইমেন্ট মেথডে যে বিকাশ নাম্বারটা আছে( যেটা আমার বাবার), সেটাতেই আমি তাহলে ট্রাস্টেড হওয়ার পর, টাকা তুলতে পারব?

      ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য NID Card বাধ্যতামূলক, এই ইনফরমেশনটি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন আমাদেরকে জানান।

        সম্ভবত ইউটিউবের কোনো একটা ভিডিওতে দেখেছিলাম। এখন নিশ্চিত হলাম যে, সেটা ভুয়া। NID Card লাগবে না, এটাই হচ্ছে সত্যি।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য করা ১০ টি টিউন এর জন্য কোন টেকটিউনস ক্যাশ প্রসেস হয় না। আপনি সফলভাবে টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ অর্জনের পর প্রকাশিত টিউন গুলোর জন্য টেকটিউনস ক্যাশ প্রসেস হয়।

আপনি সফলভাবে টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ অর্জনের পর আপনার পেমেন্ট ভেরিফিকেশন করতে হয়। আপনি সফলভাবে টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ অর্জনের পর আপনার পেমেন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেসেজ বক্সে মেসেজ করা হয়।

আপনার বয়স যদি 24 বছর বা 24 বছর এর বেশি হয় তবে পেমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনার NID এবং আপনার NID দিয়ে খোলা বিকাশ নম্বর দিয়ে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়।

আপনার বয়স যদি 24 বছরের কম হয় এবং আপনার যদি NID না থাকে তবে আপনি আপনার 17 ডিজিট এর অনলাইন জন্ম নিবন্ধন নম্বর ও আপনার JSC, SSC, HSC এর ইনফরমেশন প্রদান করতে হয়। সেক্ষেত্রে আপনার মা অথবা বাবার নাম দিয়ে খোলা বিকাশ নম্বর দিয়ে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়।

পেমেন্ট ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হবার পর প্রতি মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রকাশিত টিউন এর পেমেন্ট ‌ পরবর্তী মাসের ১৫ তারিখে পে-আউট হয়। এভাবে প্রতি মাসের ১৫ তারিখে পেমেন্ট পে-আউট হতে থাকে।

ধন্যবাদ ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য।