আগের ৩ টি টিউন কেনো প্রাইভেট হয়ে আছে এবং আমি কিভাবে সেগুলো পাবলিক করতে পারি? 


আমি গত ৩ মাস যাবৎ টেকটিউনস এর সাথে যুক্ত থাকলেও গত ১ সেপ্টেম্বর থেকে টিউন করা শুরু করি, যা প্রতি বৃহস্পতিবার রাতে পাবলিশ করি। গত ৩ সপ্তাহে ৩ টি টিউন করেছি, আজ সকালে ৪র্থ টিউন করার পরে আগের টিউন গুলো প্রাইভেট হয়ে আছে?

 

আগের ৩ টি টিউন কেনো প্রাইভেট হয়ে আছে এবং আমি কিভাবে সেগুলো পাবলিক করতে পারি?


দেখা
436
উত্তর
3
2 বছর 3 মাস আগে

জ্বী, ধন্যবাদ। পড়েছি গাইডলাইন। কিন্তু আমার লিখা তো এক বিন্দুও কপি পেস্ট নয়। আর এছাড়াও আরও বেশ কতক ইন্সট্রাকশন দেয়া আছে। তাহলে আমার টিউন কোন নীতি ভঙ্গের কারণে প্রাইভেট করা হলো, তা নির্দিষ্ট করে জানতে চাচ্ছি।

টেকটিউনস – টিউন গাইডলাইন থেকে

টিউন হতে হয় বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও সৃজনশীল সংক্রান্ত

টেকটিউনসে টিউনের এর বিষয়বস্তু হতে হবে বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও সৃজনশীল (Creative) বিষয়ে। টেকটিউনসে বিজ্ঞান প্রযুক্তিকে বেশ বিস্তৃত ভাবে বিবেচনা করা হয়। অর্থাৎ টিউন শুধু মাত্র মোবাইল, ইন্টারেন্ট, সফটওয়্যার, ডাউনলোড নিয়েই টিপস টিক্সস টেক নিউজ-ই বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও সৃজনশীল (Creative) হিসেবে বিবেচনা করা হয় না  বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও সৃজনশীল (Creative) এর সাথে সম্পৃক্ত যে কোন বিষয়ে টিউন, টেকটিউনসে করা যাবে। যেমন: স্বাস্থ্যবিজ্ঞান, মনবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, নতুন আবিষ্কার, গণিতের বৈজ্ঞানিক ব্যাখ্যা, বিজ্ঞানের সূত্রের ব্যাখ্যা, বিজ্ঞানীদের জীবনীর শিক্ষা, আইটি, স্টার্টআপ, আন্টারপ্রেনরশীপ  ইত্যাদি।

যেমন আপনি টেকটিউনসে সরাসরি মুভি রিভিউ করতে পারবনে না কিন্তু মুভি চলচিত্রে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার নিয়ে টিউন করতে পারবেন, আপনি সরাসরি খেলার কোন নিউজ নিয়ে টিউন করতে পারবেন না তবে খেলায় ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তিগত দিক বা কোন খেলায় প্রযুক্তি গত ব্যবহার ও বিশ্লষণ বা কোন খেলায় প্রযুক্তি গত কলাকৌশল নিয়ে টিউন করতে পারবনে। আপনি কবিতা, সাহিত্য, গল্প টেকটিউনসে লিখতে পারবেন না তবে নিজ থেকে তৈরি অরিজিনাল সাইন্স ফিকশন গল্প টিউন করতে পারবেন। আর্থাৎ যে কোন বিষয়ের বৈজ্ঞানিক ও প্রযুক্তি গত দিকের ব্যাখ্য, বিশ্লেষণ আপনি টিউন করতে পারবেন।

টিউন যে শুধু মাত্র মোবাইল ইন্টারেন্ট, সফটওয়্যার, ডাউনলোড নিয়েই টিপস টিক্সস নিয়েই হতে হবে এমন কোন কথা নেই। বিজ্ঞান বা সাইন্সের যে কোন বিষয় হতে পারে। প্রযুক্তির কোন ঘটনা নিয়ে নিজের মতামত অভিব্যক্তি বা আলোচনা নিয়ে টিউন হতে পারে। টেক ইন্ডাস্ট্রি এনালাইসিস হতে পারে, কোন বিজ্ঞানির আবিষ্কার হতে পারে। যাই হোক না না তা হতে হবে নিজ থেকে তৈরি মৌলিক, অরিজিনাল।

এছাড়াও

টেকটিউনস যেহেতু একটি প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সৌশল নেটওয়ার্ক তাই টেকটিউনস টিউনার হিসেবে টিউন প্রকাশ করতে টিউনের ‘টিউন টপিক’ অবশ্যই প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত হতে হয়।