টেকটিউনসে আমার ট্রস্টেড টিউনার গাইডলাইন অনযায়ী 10 টি টিউন। এবং প্রফাইল সেটাপ গাইডলাইন অনুযায়ি সম্পূর্ন প্রফাইল সেটাপ করেছি। অনুগ্রহ পুর্বক আমার টিউন গুলো এবং Extended profile এ দেওয়া তথ্যসমুহ রিভিউ করবেন।
বি. দ্র: সবার প্রথমে বলি ফেসবুক প্রফাইল সেটাপ নিয়ে। ভাই আমি যেই আইডির লিংক টা দিছি সেটা সম্পুর্ন আমার রিয়েল আইডি কলেজ ফেন্ড দের অ্যাড করা আছে। কিন্ত আমি প্রফাইল লক টি খুলতে পারিনি। যার কারন নিচে জানিয়ে দিলাম।
ভাই আমি টেকটিউনস ডেস্কে আগেই জানিয়ে ছিলাম যে, একদল হ্যাকার আমার পাচটা ফেসবুক আইডি নষ্ট করে দিয়েছে। এবং তারা এখনো আমার এলাকার লোকদের মেসেজ করে আমা আইডি খোঁজ করার চেষ্টা করে। কিন্ত আমি এলাকার সবাইকে জানিয়ে দিয়েছি যে আমি ফেসবুক চালাইনা। এই আইডি টি আমি শুধু কলেজ ফ্রেন্ড দের সাথে শেযার করি। এবং এই আইডি কলেজ ফ্রেনদের জানানোর জন্য সমস্ত সঠিক তথ্য দিয়ে তৈরি করেছি।
আমি সমস্ত ফিল্ড পুরোন করেছি। শুধু কয়েকটি ফীল্ড যেগুলো অপশনাল সেগৃুলো কয়েকটা বাদ রাখতে হযেছে।
হোয়াটস আপ এর সঠিক নামবার দিয়েছি। হোয়াটস আপ একাউনট চালু আছে।
আমার নিজ্বস্ব ভোটার আইডি কার্ড আছে। আমি নিদিষ্ট ফিল্ড এ দিয়ে দিয়েছি।
আমার শুধু ক্লাস ফাইব এর সার্টিফিকেট ঘরে আছে। ক্লাস এইট ও টেন এর টা স্কুল থেকে উঠানো হয়নি। তবে অনলাইন কপি, রেজিষ্ট্রেশন ফ্রম ও এডমিট ঘরে আছে।
এবার টিউন এর কথায় আসি, আমার প্রতিটি টিউন সম্পুর্ন ইউনিক, প্লেগারিজম মুক্ত এবং স্টানডাড টিউন ফরমেটিং করা। এবং সমস্ত নিজের বানানো এবং কপিরাইট ফ্রি ইমেজ ও কন্টেট দেওয়া। অনুগ্রহপুবর্ক ছোটখাটো ভুল হলে ক্ষমা করবেন ও সমাধার করার সুযোগ দিবেন।
টেকটিউনস ট্রাসটেড টিউনার হবার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমে আপনাকে সে প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এরপর সঠিক ভাবে আবেদন করতে হয়।
আপনার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
প্রথমত টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করুন। এরপর আবেদন করুন।
এই আবেদনটি Close করা হলো। টিউনার টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করে আবার আবেদন করতে পারবেন।