আমি টেকটিউনসে প্রোফাইল সেট আপ এর জন্য প্রোফাইল সেট আপ গাইডলাইন অনুযায়ী এক্সটেন্ডেড প্রোফাইলে ঢুকে প্রোফাইল সেটআপ এর জন্য সমস্ত ইনফো দিয়ে আপডেট বাটনে ক্লিক করেছি। কিন্ত আপডেট বাটন কাজ করেনি? তাছাড়া দেখলাম যে আমার কোনো ইনফো আপডেট ই হয়নি। সুধুমাত্র প্রোফাইল পিক টি আপডেট হয়েছে।
এমন অবস্থায় আমার কি করণীয়?
আমার ট্রাস্টেড ব্যাচ পাবার জন্যে ১০ টির মধ্যে তিনটি পাবলিশ হয়ে গেছে। বাকি গুলোও প্রায় শেষের দিকে। শুধুমাত্র আপলোড করে পাবলিশ করে দেওয়া বাকী।
আমার প্রতিটা টিউন ই ১০০% ইউনিক প্লেগাড়িজম মুক্ত এবং স্ট্যান্ডার্ড টিউন ফরম্যাটিং করা। এবং কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করা।
এখন আমার করণীয় কি?
আমি আমার সমস্ত ইনফো আপনাদের কোনো মেইলে পাঠিয়ে দেই? আপনারা সেটা আমার প্রোফাইলে বসিয়ে দেন?
প্রোফাইল ঠিকমত সেটাপ না করলে কি ট্রাস্টেড টিউনার ব্যাচ পাবো না? আর আমি সেটাপ করবো কি করে? ইনফো গুলো তো আপডেট ই করতে পারছিনা?
টেকটিউনস প্রোফাইল ঠিকমত সেটাপ না করলে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হওয়া সম্ভব নয়।
এক্সটেন্ডেড প্রোফাইল আপডেট এ কোন সমস্যা নেই। আপনি টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী একটি একটি করে ফিল্ড পূরণ করুন ও আপডেট বাটনে ক্লিক করুন।
এরপর দেখুন কোন ফিল্ড সমস্যা করছে। তা আমাদের জানান।