ট্রাস্টেড ব্যাজ পাওয়ার উপায়

টেকটিউনস জেমস

আমি টেকটিউনসে ট্রাস্টেড ব্যাজের জন্য আবেদন করতে চাই। ট্রাস্টেড ব্যাজ পাওয়ার উপায় কি?


দেখা
385
উত্তর
1
2 বছর 5 মাস আগে

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হওয়া নির্ভর করে আপনার IQ ও Skill এর উপর।

টেকটিউনসে রিচ, হাই কোয়ালিটি, ইউনিক এবং টেকটিউনস টিউন গাইডলাইন ও টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন ফলো করে টিউন করা যোগ্যতা সম্পন্ন যে কেউ টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে পারে।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে অবশ্যই আপনার প্রয়োজনীয় স্কিল থাকতে হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে

  • ১. বিজ্ঞান, প্রযুক্তি, টেকনিক্যাল ও কারিগরি কন্টেন্ট রাইটিং স্কিল,
  • ২. বিজ্ঞান, প্রযুক্তি, টেকনিক্যাল ও কারিগরি কন্টেন্ট টপিক রিসার্চ করে SEO কনটেন্ট রাইটিং করার স্কিল,
  • ৩. টিউন ফরমেটিং স্কিল,
  • ৪. ছবি, স্ক্রিনশট টিউনে যোগ করার স্কিল,
  • ৫. টেকটিউনস থেকে দেওয়া নির্দেশনা সঠিকভাবে পালন করে টিউন সংশোধনের স্কিল,
  • ৬. Canva ফটো এডিটরের কাজ করার বেসিক স্কিল,
  • ৭. নির্ভুল ও শুদ্ধ বানানের টিউন লেখার স্কিল

ইত্যাদি স্কিল থাকতে হয়।

লক্ষ্য করুন টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে শুধুমাত্র কন্টেন্ট রাইটিং করার স্কিল থাকলেই হয় না। উপরে উল্লেখিত অন্যান্য স্কিল গুলোও থাকতে হয়।

এই স্কিল গুলোর পাশাপাশি টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টেকটিউনসে প্রতি সপ্তাহে নির্দিষ্ট সংখ্যক টিউন প্রকাশ করে টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ একটিভ রাখতে হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর প্রয়োজনীয় স্কিল যদি আপনার থাকে তবে আপনি টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে পারবেন।

তবে বেশকিছু টিউনারদের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যায়।

  • ১. বিজ্ঞান, প্রযুক্তি, টেকনিক্যাল ও কারিগরি কন্টেন্ট টপিক রিসার্চ করে SEO কনটেন্ট রাইটিং করার স্কিল না থাকা।
  • ২. বিজ্ঞান, প্রযুক্তি, টেকনিক্যাল ও কারিগরি কন্টেন্ট টপিকে না লিখে অন্য টপিকে লেখা।
  • ৩. কপি পেস্ট টিউন করা।
  • ৪. মেশিন ট্রান্সলেশন যুক্ত টিউন করা।
  • ৫. টেকটিউনস থেকে দেওয়া নির্দেশনা সঠিকভাবে পালন করে টিউন সংশোধনের স্কিল না থাকা।
  • ৬. Canva ফটো এডিটরের কাজ করার বেসিক স্কিল না থাকা।
  • ৭. প্রতি সপ্তাহে নির্দিষ্ট সংখ্যক টিউন প্রকাশ করে টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ একটিভ রাখতে ব্যর্থ হওয়া।

আপনি যদি কনফিডেন্ট থাকেন যে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হবার সকল স্কিল আপনার রয়েছে তবে আপনি টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে পারবেন।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হবার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমে আপনাকে সে প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এরপর আলাদা ভাবে আবেদন করতে হয়। আরও জানতে দেখুন টেকটিউনসে বাংলা আর্টিকেল লিখে আয় করুন