আমি টেকটিউনস এ জয়েন করার পর একটি আর্টিকেল টিউন করি পোস্টটি করার আগে আমি যখন smallseotools দিয়ে PLAGIARISM CHECKER করি। তখন এর PLAGIARISM CHECKER 100% ইউনিক ছিল। কিন্তু আমি টেকটিউনস এ আর্টিকেলটি টিউন করি এর কিছুক্ষন পর আবার যখন smallseotools PLAGIARISM CHECKER চেক করি তখন ইউনিক 88% এবং কপিরাইট 12% এবং সেটি সেটি টেকটিউনস থেকে কপি করা বলেতেছে। এবং সেটি আমার টিউন এর লোকেশন দিতেছে। মানে আমি একটু আগে টেকটিউনস এ যে টিউন করেছি সেটির। এক্ষেত্রে কপি এটি কপিরাইট বলে গন্য হবে।
উপরের টেকটিউনস এর যে লিংক গুলো দেখতেছেন সেটি আমার টিউন এর লিংক। সেটি আমি টেকটিউনস এ প্রকাশ করেছি।
যেহেতু ১ টি-ই সোর্সেই দেখাচ্ছে এবং সেটি টেকটিউনস এর মানে লেখা ইউনিক।