আমার টিউনটি কী টেকটিউনসে প্লেইজারিজম হিসেবে ডিটেক্ট হবে?

প্লেইজারিজম

আমি টেকটিউনস এ জয়েন করার পর একটি আর্টিকেল টিউন করি পোস্টটি করার আগে আমি যখন smallseotools দিয়ে PLAGIARISM CHECKER করি। তখন এর PLAGIARISM CHECKER 100% ইউনিক ছিল। কিন্তু আমি টেকটিউনস এ আর্টিকেলটি টিউন করি এর কিছুক্ষন পর আবার যখন smallseotools PLAGIARISM CHECKER চেক করি তখন ইউনিক 88% এবং কপিরাইট 12% এবং সেটি সেটি টেকটিউনস থেকে কপি করা বলেতেছে। এবং সেটি আমার টিউন এর লোকেশন দিতেছে। মানে আমি একটু আগে টেকটিউনস এ যে টিউন করেছি সেটির। এক্ষেত্রে কপি এটি কপিরাইট বলে গন্য হবে।

উপরের টেকটিউনস এর যে লিংক গুলো দেখতেছেন সেটি আমার টিউন এর লিংক। সেটি আমি টেকটিউনস এ প্রকাশ করেছি।


দেখা
379
উত্তর
2
2 বছর 5 মাস আগে

যেহেতু ১ টি-ই সোর্সেই দেখাচ্ছে এবং সেটি টেকটিউনস এর মানে লেখা ইউনিক।

তবে যদি আপনার নিজেস্ব প্রকাশিত টিউন ছাড়া, টেকটিউনসের অন্য কোন টিউনারের টিউনের সাথে Match করে বা টেকটিউনস ছাড়া অন্য কোন মাধ্যমে প্রকাশিত আর্টিকেলের সাথে ম্যাচ করে তবে সে টিউন ইউনিক হিসেবে গণ্য হবে না।