আমি আমার পুরোনো একটি টিউনে আর দুটো 404 url এডিট করতে চাই

টিউন কন্টেন্ট টিউন প্রকাশ

এই টিউন এ আমি যে ওয়েব url দিয়েছিলাম সেটি renew না করার ফলে expire হয়ে গিয়েসে। আমি সেটি পরিবর্তে নূতন ডোমেইন নিয়েসি এন্ড টার্ম পেপার আর টিউন গুলো দিয়েসি সেগুলো ইউআরএল তা এই টিউন এ দিতে চাই. but এডিট অপসন তো নেই। সো নিড এ হেল্প.please

 

নিয়ে নিন শত শত টার্ম এসাইন্টমেন্টterm papers একদম ফ্রি!


দেখা
346
উত্তর
1
2 বছর 9 মাস আগে

টেকটিউনসে টিউন প্রকাশের পর আর মুছে ফেলা যায় না। তবে প্রকাশের ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় এডিট করা যায় ও প্রাইভেট করে রাখা যায়। ফলে সেটি আর দেখা যায় না। ৭ দিন পার হয়ে গেলে প্রকাশিত টিউন আর কোন ধরনের এডিট করা ও মুছে ফেলা যায় না।