টিউন বিষয়ে


আপনদের এখানে কি গল্প বা কবিতা লেখা যাবে।


দেখা
426
উত্তর
2
3 বছর 1 মাস আগে

টেকটিউনস যেহেতু একটি প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সৌশল নেটওয়ার্ক তাই টিউনার হিসেবে টিউন প্রকাশ করতে টিউনের ‘টিউন টপিক’ অবশ্যই প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত হতে হয়।

    আমি আগে নন-টেকনিক্যাল একটি টিউন করেছিলাম। আমি সেই টিউনটি এডিট করে সেখানে একটি টেকনিক্যাল টিউন করেছি। আমি চাইছিলাম সেই টিউন টি ডিলিট করে দিতে কিন্তু আমি পারলাম না। তাই টিউনটি এডিট করলাম। কিভাবে একটি টিউন ডিলিট করতে হয় সেটা জানা থাকলে ভালো হতো,, কিভাবে টিউন ডিলিট করতে হয় সে সম্পর্কে কিছু বললে ভালো হতো।