টেকটিউনস এ কিভাবে ইনকাম করবো?


আমি টেকটিউনস এর নতুন সদস্য।

আমি এখানে কিভাবে ইনকাম করবো।

আমি প্রতিদিন নিয়ম মেনে টিউন করবো।

কিন্তু এখানে আমার কখন থেকে এবং কিভাবে ইনকাম শুরু হবে।

এর জন্য কি আমার একাউন্ট ভেরিফাই করা লগবে?

যদি লাগে তাহলে কিভাবে করবো?

দয়াকরে আমাক জানাবেন।

<a href="http://m.me/reayad.web.bd"Message Me Facebook


দেখা
499
উত্তর
1
3 বছর 2 মাস আগে

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট তৈরি করার পারদর্শীতা থাকতে হয়। সেই সাথে আপনার প্রতিটি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের গাইডলাইন অনুযায়ী এবং স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী হতে হয়। স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নয় এমন টিউন ট্রাসটেড টিউনার হিসেবে বিবেচিত হয় না।

টেকটিউনসে শুধু মাত্র লিখিত আকারে টিউন, টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে গণ্য হয়। ভিডিও টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে গণ্য হয় না।

‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন

টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার ও জোসস বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।

  1. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১
  2. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২
  3. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
  4. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৪
  5. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৫

ট্রাস্টেড টিউনার মানে হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে আপনার প্রতিটি টিউন টেকটিউনস টিউন গাইলাইন অনুযায়ী প্রকাশ করতে হয় এবং ট্রাস্টের টিউনার ব্যাজ পাওয়ার জন্য যে গাইডলাইন রয়েছে তা পরিপূর্ণভাবে মেনে আবেদন করতে হয়।

টেকটিউনস এ অনেক ট্রাস্টেড টিউনার রয়েছে আপনি তাদের টিউনগুলো ফলো করলেই বুঝতে পারবেন। আপনার করা শেষ ১০ টি টিউনে যদি টেকটিউনস গাইলাইন নিষেধ করা হয়েছে এমন বিষয় অন্তর্ভুক্ত থাকে অথবা টেকটিউনস টিউন গাইডলাইনের কোন একটি বিষয় ভঙ্গ হয় তাহলে ট্রাস্টের টিউনার ব্যাজের জন্য তা গ্রহণযোগ্য হয় না।

ট্রাস্টের টিউনার ব্যাজ পেতে আপনার প্রোফাইল অবশ্যই টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ পাওয়ার গাইডলাইন অনুযায়ী হতে হবে এবং আপনার সর্বশেষ শেষ ১০টি টিউন টেকটিউনস টিউন নীতিমালা অনুযায়ী অবশ্যই হতে হবে।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করতে হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হয়ে আপনি টেকটিউনস থেকে ইনকাম করতে পারবেন।

টেকটিউনস ডেস্কে আবেদনের সাপেক্ষে আপনি ট্রাস্টের টিউনার ব্যাজ অর্জন করতে পারবেন ও টেকটিউনস থেকে ইনকাম করতে পারবেন।

যদি আপনি নিশ্চিত হোন যে আপনার সাম্প্রতিক (শেষ ২ মাসের মধ্যে) সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের গাইডলাইন অনুযায়ী সঠিক ভাবে প্রকাশ করা আছে তবে আপনি টেকটিউনস ট্রাসটেড টিউনার ব্যাজের জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করুন।

খেয়াল করুন:

অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকা

টেকটিউনস ট্রাসটেড টিউনার প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার মাধ্যমে ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করা।

টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার হচ্ছে প্রতি সপ্তাহে 400 শব্দের উপরে কমপক্ষে ৩ টি টিউন প্রকাশ করা এবং প্রতি মাসে 400 শব্দের উপরে কমপক্ষে ১২ টি টিউন প্রকাশ করা। অর্থাৎ টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার প্রতি সপ্তাহে কমপক্ষে ১২০০ শব্দের ও প্রতি মাসে কমপক্ষে ৫০০০ শব্দের হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট প্রকাশ করার পারদর্শীতা থাকতে হবে।

আপনি যদি শুধু মাত্র টেকটিউনস ট্রাসটেড টিউনার ব্যাজ অর্জন করেন কিন্তু টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকতে ও কনসিসটেন্ট (Consistent) থাকতে ব্যর্থ হোন তবে আশানুরূপ ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করতে ব্যর্থ হবেন। পরিণাম সরূপ আপনার টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ ধরে রাখতে পারবেন না ও Lost করবেন।

তাই টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে অবশ্যই এবং অবশ্যই আপনাকে টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার পারদর্শীতা অর্জন করতে হবে।

এনজেগিং টিউন টপিক তৈরি করা

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ কন্টেন্ট তৈরির পাশাপাশি আপনার টিউনের টপিক হতে হবে ইউজার এনগেজিং। অর্থাৎ যে টিউনের কন্টেন্ট ইউজার বেশি এনজেজিং হয়। যে কন্টেন্ট এ ইউজার বেশি টিউমেন্ট করে, বেশি জোসস দেয়, আপনাকে বেশি ফলো করে, আপনাকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সে কন্টেন্ট গুলোই এনগেজিং কন্টেন্ট। আপনি এমন ধরনের টিউন করলেন যে টিউনের টিউন টপিক খুবই বেসিক বা গতানুগতিক, যে টিউনের টিউন টপিক ইউজার এনজেগমেন্ট করে না তাহলে আপনি আশানুরূপ ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করতে ব্যর্থ হবেন।

তাই টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে অবশ্যই এবং অবশ্যই আপনাকে এনজেগিং টিউন টপিক তৈরি করার পারদর্শীতা অর্জন করতে হবে আর তার জন্য আপনার প্রচুর কন্টেন্ট রিসার্চ করা, কন্টেন্ট কিউরেট করা ও কন্টেন্ট স্ট্রেটিজি তৈরি করার পারদর্শীতা অর্জন করা খুবই জরুরি।