২০১৭ সালে, আমি টেকটিউনসে কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করেছি। তবে আমার একাডেমিক পড়াশুনার জন্য, আমি তা চালিয়ে যেতে পারিনি। এখন, আমি পড়াশুনার চাপ থেকে মুক্ত আছি। এখন আবার টেকটিউনসে কাজ করার কোনও উপায় আছে কী? আমি টেকটিউনস থেকে ফিকব্যাক এর অপেক্ষায় আছি।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হয়ে আপনি টেকটিউনস থেকে ইনকাম করতে পারবেন।
টেকটিউনস ডেস্কে আবেদনের সাপেক্ষে আপনি ট্রাস্টের টিউনার ব্যাজ অর্জন করতে পারবেন ও টেকটিউনস থেকে ইনকাম করতে পারবেন।
টেকটিউনস ট্রাসটেড টিউনাররা প্রতি মাসে গড়ে ২০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট পেআউট করে থাকে। নিয়মিত টিউন প্রকাশের সাথে সাথে এবং ইউজার এনগেজিং বৃদ্ধির সাথে সাথে আপনার আয়ও বাড়তে থাকে। আপনার প্রতি মাসের আয় নির্ভর করে আপনি কত বেশি পরিশ্রম, মেধা, অরিজিনাল, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট তৈরি করতে পারেন তাঁর উপর। টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনি আনলিমিড Money ইনকাম করতে পারবেন। কোন লিমিট নেই। তবে সেজন্য আপনাকে নিয়মিত ইউনিক, অরিজিনাল, হাই-কোয়ালিটি ও এনজেগিং কন্টেন্ট তৈরিতে পারদর্শি হতে হবে।
টেকটিউনস ডেস্কে অবশ্যই বাংলায় লিখুন। বাংলা ছাড়া ইংরেজি বা অন্য কোন ভাষা, ইংরেজি হরফ দিয়ে বাংলা লেখা, বাংলিশ লেখা, বাংলা শব্দ বিকৃত করে লিখিত সমস্যা, মতামত, পরামর্শের সাপোর্ট টেকটিউনস ডেস্ক থেকে প্রদান করা হয় না এবং তা রিমুভ করা হয়।
তাই টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্ক https://www.techtunes.io/desk এ জানাতে ও টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট পেতে টেকটিউনস ডেস্কে অবশ্যই বিস্তারিত, প্রয়োজনীয় স্ক্রিনসট, স্ক্রিনরেকর্ডিং সহ বাংলায় লিখুন।
আপনার টেকটিউনস সংক্রান্ত প্রশ্ন, সমস্যা, জিজ্ঞাসা, সাহায্য, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্কে https://www.techtunes.io/desk জানান। টেকটিউনস ডেস্কে টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট দেওয়া হয়।
টেকটিউনস ডেস্ক থেকে অফিসিয়াল সাপোর্ট পেতে আপনার সমস্যা, মতামত, পরামর্শের কথা বিস্তারিত ও স্পষ্ট করে লিখুন। সমস্যার সাথে প্রয়োজনীয় স্ক্রিনসট ও স্ক্রিনরেকর্ডিং যোগ করুন। প্রয়োজনীয় স্ক্রিনসট দ্রুত যোগ করতে ব্যবহার করুন Snip Board ও স্ক্রিনরেকর্ডিং দ্রুত যোগ করতে ব্যবহার করুন Record Screen
আপনার সমস্যার স্ক্রিনসট ও স্ক্রিনরেকর্ডিং করে সরাসরি টেকটিউনস ডেস্ক এর কন্টেন্ট এ আপলোড করে যুক্ত করুন।
টেকটিউনস ডেস্কে একবারে সর্বোচ্চ একটি প্রশ্ন, সমস্যা, জিজ্ঞাসা, সাহায্য, মতামত, পরামর্শের উত্তর দেওয়া হয়। আপনার একাধিক প্রশ্ন, সমস্যা, জিজ্ঞাসা, সাহায্য, মতামত, পরামর্শ থাকলে টেকটিউনস ডেস্কের প্রতিটি প্রশ্ন, সমস্যা, জিজ্ঞাসা, সাহায্য, মতামত, পরামর্শ আলাদা আলাদা ভাবে, একটি একটি করে টেকটিউনস ডেস্কের Entry হিসেবে Post করুন।
ধন্যবাদ।