আমি ২৫ জুলাই ২০১৫ সালে দেশের সর্ববৃহত্ত বাংলা টেকনোলজি কমিউনিটিতে জয়েন করেছি। আমি ১২ ডিসেম্বর ২০১৬ সালের প্রথম টিউন করি এই সর্ববৃহত্ত টেক ব্লগে। আমার মোট টিউনস
১১৯ টি, মোট টিউমেন্টস ১২৯টি, মোট টিউন ভিউজ ৪১৩০০৪ এবং মোট টিউন জোসস ৩২টি।
আমি কি এই সর্ববৃহত্ত কমিউনিটির একজন ট্রাস্টেড টিউনার হতে পারবো?
আশাকরি টেকটিউনস আমার প্রশ্নের উত্তর দেবেন, ধন্যবাদ।
টেকটিউনস ট্রাস্টের টিউনার হতে আপনার সাম্প্রতিক (শেষ ২ মাসের মধ্যে) সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের গাইডলাইন অনুযায়ী https://www.techtunes.io/techtunes-trusted-tuner-how-to প্রকাশ করতে হয় ও ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আবেদন করতে হয়।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের গাইডলাইন অনুযায়ী আপনার সাম্প্রতিক সর্বশেষ ১০ টি টিউন অবশ্যই শুধুমাত্র এক্সক্লুসিভলি টেকটিউনস এর জন্য প্রকাশ করতে হয়। নিজের পার্সোনাল ব্লগের লেখা বা থার্ড পার্টি অন্য যে কোন মাধ্যমে পূর্ব প্রকাশিত লেখা টেকটিউনসে কপি-পেস্ট করে ট্রাস্টেড টিউনার অর্জন করা যায় না। যা টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে।
আপনার সাম্প্রতিক (শেষ ২ মাসের মধ্যে) সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের গাইডলাইন অনুযায়ী https://www.techtunes.io/techtunes-trusted-tuner-how-to প্রকাশ করে আবেদনের সাপেক্ষে আপনি ট্রাস্টের টিউনার ব্যাজ অর্জন করতে পারবেন।