আমি যখন কোনো টিউন করার পরে তা পাবলিশ করি তখন অনেক গুলো লেখা টিউন থেকে রিমুভ হয়ে যায়। যার কারণে যে টিউনটি পড়বে সে ভালোভাবে বুঝতে পারবেনা। এখন এই সমস্যার সমাধান কি? এই সমস্যার কারণে আমি টিউন করতে পারতেছি না। ধন্যবাদ।
আজকের টিউন করার সময় নিচের লেখাটি রিমুভ হয়ে যাচ্ছে ।
ধাপ ০২ : Browser Engine : Browser Engine এমন একটা সেকশন বা অংশ যেখানে সার্ভার থেকে আসা ডাটা বা কোড গুলো কে ডোমে DOM রূপান্তর করে। DOM এর পূর্ণরূপ হচ্চে Document Object Model । Dom নিয়ে বলতে গেলে ব্রাউজার dom ছাড়া কোনো কিছু বুজতে পারেনা। সার্ভার থেকে যে ডাটা গুলো ব্রাউজারের কাছে আসে সেগুলো ব্রাউজার বুজতে পারে না। ব্রাউজার সঠিক ভাবে বুজতে পারার জন্য নিজের ভাষায় রূপান্তর করে নেয়। আর ব্রাউজার এর নিজের ভাষা বলতে গেলে টা হচ্ছে মূলত dom । যারা আপনারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন তারা জানেন আমরা যখন কোনো html কোড লিখে টা ব্রাউজারে রান করি তখন ব্রাউজার সেই কোড কে dom এ কনভার্ট করে নেয়।
“ধাপ ০২ : Browser Engine : Browser Engine এমন একটা সেকশন বা অংশ যেখানে সার্ভার থেকে আসা ডাটা বা কোড গুলো কে ডোমে DOM রূপান্তর করে। DOM এর পূর্ণরূপ হচ্চে Document Object Model । Dom নিয়ে বলতে গেলে ব্রাউজার dom ছাড়া কোনো কিছু বুজতে পারেনা। সার্ভার থেকে যে ডাটা গুলো ব্রাউজারের কাছে আসে সেগুলো ব্রাউজার বুজতে পারে না। ব্রাউজার সঠিক ভাবে বুজতে পারার জন্য নিজের ভাষায় রূপান্তর করে নেয়। আর ব্রাউজার এর নিজের ভাষা বলতে গেলে টা হচ্ছে মূলত dom । যারা আপনারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন তারা জানেন আমরা যখন কোনো html কোড লিখে টা ব্রাউজারে রান করি তখন ব্রাউজার সেই কোড কে dom এ কনভার্ট করে নেয়।”
আপনার উল্লেখ করা এই প্যারার পুরো লেখাই কী রিমুভ হয়ে যাচ্ছে? না আপনার উল্লেখ এই প্যারার কিছু শব্দ রিমুভ হয়ে যাচ্ছে?
আমরা প্রতিনিয়তই বিভিন্ন ওয়েব সাইট ব্যবহার করে থাকি। ওয়েব সাইটএ ভিসিট করতে হলে আমাদের কে অবশ্যই একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। তাই বর্তমানে ব্রাউজার একটি অত্যান্ত প্রয়োজনীয় একটি জিনিস। ব্রাউজার ছাড়া বাহিরের দুনিয়ার সাথে যোগাযোগ রাখা অনেকটা অসম্ভব। কিন্তু আমরা অনেকেই জানি না এই গুরুত্বপূর্ণ জিনিষটা কিভাবে কাজ করে? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ব্রাউজার একটি সিম্পল সফটওয়্যার যেখানে যেকোনো একটা ওয়েব সাইটএর এড্রেস দিলে ব্রাউজার সেই ওয়েবসাইটটিকে আমাদের সামনে দেখায়। এইতো ব্রাউজার এর কাজ হয়তো আরো কিছু কাজ রয়েছে ব্যাকএ আসা সামনে যাওয়া পেজ রিফ্রেশ করা এবং কিছু হিস্ট্রি বা ইতিহাস মনে রাখা। আর তো কোনো কাজ নাই, যখন ওয়েবসাইটএর এড্রেস লিখে সার্চ করি তখন সব কাজ তো DNS Server এবং সার্চ করা ওয়েবসাইটটির সার্ভার করে থাকে। আপনারা যারা DNS server এবং ওয়েব কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানেননা তারা কষ্ট করে আমার আগে করা দুটো টিউন পরে আসুন। যাদের মনে এই ধরণের প্রশ্ন এসেছে তারা জেনে রাখুন ব্রাউজারের কাজ শুধু এইটুকু না, এর বাহিরে অনেক কাজ রয়েছে, যা সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো।
উপরের লেখা থেকে অনেক কিছু রিমুভ হয়ে যাচ্ছে। এবং দুটো লাইনের কয়েকটা শব্দ মিলে একটা লাইন হচ্ছে।
টেকটিউনস কোড অপস টিম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি সিস্টেম বাগের জন্য এ সমস্যাটি হচ্ছিল। সমস্যাটির সমাধান করা হয়েছে। এখন আর বাক্য রিপ্লস হবে না। তারপরও আবারও সমস্যা হলে টেকটিউনস ডেস্কে জানান। টেকটিউনস টিম থেকে যথাযথ সাহায্য করা হবে।
তবে খেয়াল করুন টেকটিউনসে ‘টেকটিউনস পরিভাষা’ এর কিছু শব্দ সবসময়ই পরিবর্তিত হয় যেমন:
পোস্ট, পোষ্ট পরিবর্তিত হয়ে “টিউন”
কমেন্ট পরিবর্তিত হয়ে “টিউমেন্ট”
তবে আপনি যদি টিউনে এ পরিবর্তন না চান বা টিউনে, টিউন পোস্ট হিসেবে নয়, “পোস্ট” হিসেবে পোস্ট বুঝাতে ও টিউমেন্ট হিসেবে নয়, “কমেন্ট” হিসেবে কমেন্ট বুঝাতে, তবে তা ইংরেজি শব্দ ব্যবহার করে লিখুন যেমন: Post, Comment
টেকটিউনস কোড অপস টিম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি সিস্টেম বাগের জন্য এ সমস্যাটি হচ্ছিল। সমস্যাটির সমাধান করা হয়েছে। এখন আর বাক্য রিপ্লস হবে না। তারপরও আবারও সমস্যা হলে টেকটিউনস ডেস্কে জানান। টেকটিউনস টিম থেকে যথাযথ সাহায্য করা হবে।
তবে খেয়াল করুন টেকটিউনসে ‘টেকটিউনস পরিভাষা’ এর কিছু শব্দ সবসময়ই পরিবর্তিত হয় যেমন:
পোস্ট, পোষ্ট পরিবর্তিত হয়ে “টিউন”
কমেন্ট পরিবর্তিত হয়ে “টিউমেন্ট”
তবে আপনি যদি টিউনে এ পরিবর্তন না চান বা টিউনে, টিউন পোস্ট হিসেবে নয়, “পোস্ট” হিসেবে পোস্ট বুঝাতে ও টিউমেন্ট হিসেবে নয়, “কমেন্ট” হিসেবে কমেন্ট বুঝাতে, তবে তা ইংরেজি শব্দ ব্যবহার করে লিখুন যেমন: Post, Comment
আপনি সম্ভবত স্ট্যাটাস টিউন, ফটো টিউন বা লিংক টিউন হিসেবে টিউন প্রকাশ করছেন।
টেকটিউনসে স্ট্যাটাস টিউনে ৮০ শব্দ, ফটো টিউনে ৫০ শব্দ ও লিংক টিউন ৫০ শব্দের বেশি লেখা যায় না। পূর্ণ শব্দের টিউনের জন্য আপনার টিউন রেগুলার স্ট্যান্ডার্ড টিউন হিসেবে প্রকাশ করুন।
টেকটিউনসে, লিখিত আকারে স্ট্যান্ডার্ড টিউন করে নলেজ শেয়ার করার পাশাপাশি
প্রকাশ করে নলেজ শেয়ারিং করা যায়।
টেকটিউনসে
স্ট্যাটাস টিউন – stUne (স্টিউন)
টেকটিউনসে স্ট্যাটাস টিউনকে বলা হয় stUne (স্টিউন)। স্ট্যাটাস টিউন – stUne (স্টিউন) এর মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস প্রকাশ করতে পারবেন।
স্টিউন (stUne) এর মাধ্যমে আপনি আপনার চিন্তা, চেতনা, আবেগ, মতামত, বিশেষ কোন তথ্য, সমসাময়িক কোন বিষয় নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি ইত্যাদি প্রকাশ করতে পারেন ৮০ শব্দের মধ্যে।
তবে যেহেতু টেকটিউনস সম্পূর্ণ রূপে বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক তাই আপনার স্ট্যাটাস টিউন স্টিউন (stUne) এর বিষয়স্তু বিজ্ঞান ও প্রযুক্তি সাথে সম্পর্কযুক্ত হওয়া বাঞ্চনীয়।
স্ট্যাটাস টিউন – stUne (স্টিউন) টেকটিউনস স্ক্রিনে স্ট্যান্ডার্ড টিউনের মত করে নয় বরং একটি ভিন্ন Standout ফরমেটে টেকটিউনস স্ক্রিনে দেখা যায়।
টেকটিউনসে
বেশি লেখা যায় না। অর্থাৎ এই ৩টি ফরমেটের টিউন গুলো এই নির্দিষ্ট শব্দের মধ্যে সিমাবদ্ধ রেখেই প্রকাশ করতে হয়।
পূর্ণ শব্দের টিউনের জন্য আপনার টিউন রেগুলার স্ট্যান্ডার্ড টিউন হিসেবে প্রকাশ করুন।
টেকটিউনসে টিউন প্রকাশ করতে টেকটিউনস গাইডলাইন মেনে সঠিক ভাবে টিউন করুন।