আপনাদের নিয়ম মতো আমার সব কিছু ঠিক আছে কিন্ত তাও কেন টেকটিউনস ক্যাশ পে-আউট হয়নি?
প্রিয় ট্রাসটেড টিউনার,
‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট পলিসি অনুযায়ী প্রতি মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে সিস্টেম থেকে স্বয়ক্রিয় ভাবে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট হয় ৪ টি বিষয় পূরণের সাপেক্ষে
১. আপনার টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে।
২. আপনার ট্রাসটেড টিউনারশীপ একটিভ থাকতে হবে।
৩. পূর্ববর্তী মাসের ১-৩০ (বা মাস অনুযায়ী ৩১) তারিখের মধ্যে আপনার কমপক্ষে ১০টি টিউন প্রকাশ থাকতে হবে। অর্থাৎ ১০ টি টিউনের জন্য ‘টেকটিউনস ক্যাশ’ পেতে হবে।
৪. পূর্ববর্তী মাসের ১-৩০ (বা মাস অনুযায়ী ৩১) তারিখের মধ্যে আপনার ‘টেকটিউনস ক্যাশ’ ব্যালেন্স কমপক্ষে ১০০০ টাকা থাকতে হবে।
এ ৪ টি বিষয়ের কোন একটি পূরণ না হলে বা পূর্ণ করতে ব্যর্থ হলে কোন ধরনের ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট হয় না। টেকটিউনস ক্যাশ পেতে নিয়মিত ভাবে টিউনের মাধ্যমে এ ৪ টি বিষয় পূরণ করতে হয়।
এ ৪ টি বিষয় পূরণ হলে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট পলিসি অনুযায়ী প্রতি মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে সিস্টেম থেকে স্বয়ক্রিয় ভাবে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট হয়।
আপনার টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফাই করা নয়।
আপনি ২ মাসেরও বেশি সময় এর জন্য ইন অ্যাক্টিভ রয়েছেন।
টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফাই না করায় দুই মাসেরও বেশি সময় আপনার কোন টিউনে টেকটিউনস ক্যাশ প্রসেস হয়নি।
টেকটিউনস ক্যাশ উইথড্র পলিসিতে বিস্তারিত উল্লেখ করা রয়েছে টেকটিউনস ক্যাশ উইথড্র হতে কী কী ক্রাইটেরিয়ার প্রয়োজন হয়। তাছাড়া আপনাকে মেসেজ এর মাধ্যমেও বেশ কয়েকবার এই বিষয়গুলো জানানো হয়েছে।
আপনি সঠিকভাবে নিয়মিত টিউন করলে স্বয়ংক্রিয়ভাবে টেকটিউনস ক্যাশ আপনার কাছে পৌঁছে যাবে।