টিউনে ছবি যুক্ততার প্রসঙ্গে

টিউন মিডিয়া

টিউনে নানা ধরনের ছবি যুক্ত করতে হয়। অনেক সময় আমরা কপিরাইট ফ্রি ওয়াবসাইট গুলোতে প্রয়োজনীয় ছবি পাই না। বিখ্যাত ব্যক্তি বর্গের ছবি ও পাওয়া যায় না অনেক সময়। এক্ষেত্রে ছবি গুলো কপিরাইট এর আওতায় থাকে। সেক্ষেত্রে কি করলে ছবি যুক্ত করা যাবে?

আর গুগল থেকে Creative common lisence এর ছবি গুলো কিভাবে ব্যবহার করা যাবে সে প্রসঙ্গে যদি বলতেন।


দেখা
271
উত্তর
1
3 বছর 9 মাস আগে

‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ এ Creative common Lisence এর ছবি গুলো কিভাবে ব্যবহার করা যাবে সে প্রসঙ্গে উল্লেখ করা আছে।

“বেশ কিছু ইমেজের লাইসেন্স রয়েছে যে ইমেইজ গুলো Attribution দিয়ে ব্যবহার করা যায়। অর্থাৎ ইমেইজ ক্রিয়েটরের ক্রেডিট ও প্রয়োজনীয় লিংক টিউনে যুক্ত করে। সে ইমেইজ গুলোও আপনি টেকটিউনসে আপনার টিউনে যথাযথ Attribution দিয়ে টিউনে ব্যবহার করতে পারবেন।”

‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ মনোযোগ দিয়ে অনুসরণ করুন।