টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য আবেদন

অ্যাকাউন্ট ভেরিফিকেশন

টেকটিউনস থেকে পাওয়া মেসেজ অনুযায়ী আমি আমার প্রোফাইল আপডেট করেছি। তাই সবকিছু রিভিউ করে আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করা হোক।


দেখা
718
উত্তর
7
3 বছর 9 মাস আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস সাইট অপস’ টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। ‘টেকটিউনস সাইট অপস’ টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

‘টেকটিউনস সাইট অপস’ এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

১. আপনার প্রোফাইল পিকচার ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইন মোতাবেক হয়নি।

‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর আবেদন করতে আপনার টিউনার প্রোফাইল ফটো ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইনে উল্লেখিত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয়।

  1. প্রোফাইল ফটোতে অবশ্যই ৮০% আপনার মুখমন্ডল (Face) রয়েছে এমন ছবি আপলোড করতে হবে। দূর থেকে তোলা ছবি এবং ছবির ৮০% আপনার মুখমন্ডল (Face) নেই এমন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না।

আপনার প্রোফাইল ফটো এ বৈশিষ্ট্য সম্পন্ন নয়। ঠিক করুন।

২. আপনার National ID Scan Copy এর Front ও Back ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইন মোতাবেক হয়নি।

‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর আবেদন করতে আপনার National ID Scan Copy এর Front ও Back ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইনে উল্লেখিত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয়।

  1. আপনার National ID Scan করার পর National ID Card এর প্লাসটিক অংশের বাইরে National ID Scan কপি (Front সাইড আলাদা ও Back সাইড আলাদা আলাদা ভাবে) Crop করুন। Crop করার সময় কার্ডের প্লাসটিক অংশের বাইরে চারদিকে সমান ভাবে 100 px (Pixel) এর বর্ডার রেখে Crop করুন যেন কোন ভাবেই National ID Card এর প্লাসটিকের কোন অংশ কেটে না যায়। ছবিতে দেখানো হয়েছে। ছবি দেখুন। National ID Card কোন অংশ কেটে গেলে তা বাতিল হবে।
  2. আপনার National ID শুধু মাত্র হাই-রেজুলেশনে স্ক্যান করে, স্ক্যান কপি National ID Card এর প্লাসটিক অংশের বাইরে চারদিকে সমান ভাবে 100 px (Pixel) এর বর্ডার রেখে Crop করে (Front সাইড আলাদা ও Back সাইড আলাদা আলাদা ভাবে) 90 Degree সোজা করে (যদি প্রয়োজন হয়) আপলোড করতে হবে। ছবিতে দেখানো হয়েছে। ছবি দেখুন। হাই-রেজুলেশনে স্ক্যান করে, স্ক্যান কপিতে Crop ও Rotate ছাড়া অন্য কোন ধরনের এডিটিং করা যাবে না।

আপনার National ID Scan Copy এর Front ও Back এ বৈশিষ্ট্য সম্পন্ন নয়। ঠিক করুন।

৩. আপনার Photo with Holding National ID ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইন মোতাবেক হয়নি।

‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর আবেদন করতে আপনার Photo with Holding National ID ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইনে উল্লেখিত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয়।

আপনার Photo with Holding National ID এ বৈশিষ্ট্য সম্পন্ন নয়। ঠিক করুন।

এই গাইডলাইন অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    আইডি কার্ড কিভাবে আপলোড করতে হবে এ বিষয়টা আপনারা বলছেন যে ছবিতে দেখানো হয়েছে কিন্তু সেই ছবিটা কোথায় আমি তো দেখতে পারতেছি না।

    আমি সঠিকভাবে সবকিছুই আপলোড করেছি। এবার কোন সমস্য থাকলে আমাকে জানবেন প্লিজ।

প্রিয় টিউনার,

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ আবেদনের আপডেট রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইন সঠিক ভাবে পড়ুন ও সঠিক নির্দেশনা অনুযায়ী সংশোধন করে আবার আপলোড করুন।

1. আপনার Photo with Holding National ID ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইন মোতাবেক হয়নি।

‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর আবেদন করতে আপনার Photo with Holding National ID ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইনে উল্লেখিত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয়।

  1. ছবি তোলার সময় খেয়াল রাখুন যেন আপনার National ID এর সকল তথ্যগুলো স্পষ্ট ভাবে পড়তে পারা যায়। National ID এর সকল তথ্যগুলো স্পষ্ট না হলে, ঝাপসা হলে তা বাতিল হয়।

আপনার Photo with Holding National ID এ বৈশিষ্ট্য সম্পন্ন নয়। ঠিক করুন।

এই গাইডলাইন অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ সফল হয়েছে।

আপনি ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর সকল তথ্যাদি সফলভাবে সম্পন্ন করে ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এ সফল হয়েছেন।

অভিনন্দন আপনাকে!

‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ সফল হওয়ার ফলে আপনি এখন থেকে ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এ উল্লেখিত ‘টেকটিউনস ক্যাশ উইথড্র’ গাইডলাইন অনুযায়ী ‘টেকটিউনস ক্যাশ উইথড্র’ সুবিধা সহ অন্যান্য সুবিধাগুলো পাবেন।

লক্ষ করুন, আপনার ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ সফলভাবে সম্পন্ন হওয়ায় ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ ব্যাজ অ্যাসাইনড হয়েছে কিন্তু ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর কোন ব্যাজ আপনার টিউনার প্রোফাইল অথবা টিউনার পিকচারের সাথে দেখতে পাবেন না। শুধুমাত্র টেকটিউনস টিম তা দেখতে পাবে।

‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেলতে পারবেন না। টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেললে ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ ব্যাজ বাতিল হবে।

তবে ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইনে নির্দেশিত, টেকটিউনস অ্যাকাউন্ট এর যে প্রোফাইল ফিল্ড গুলো পূরণ করা আবশ্যকীয় নয়, ঐচ্ছিক বা অপশনাল, টেকটিউনস অ্যাকাউন্ট এর সে প্রোফাইল ফিল্ড গুলোর তথ্য আপনি নতুন করে যোগ পরিবর্তন মুছে ফেলতে পারবেন।