টেকটিউনস আর্নিং প্রসেস প্রসঙ্গে

টেকটিউনস ক্যাশ

আমি ইদানিং লক্ষ্য করছি, আমার টিউন এর ক্যাশ প্রসেস হতে অনেক সময় লাগছে, যদিও আমার সবকিছু ঠিক থাকে। পূর্বে যেখানে ৩-৪ দিনের মধ্যে ক্যাশ প্রসেস হতো, সেখানে বর্তমানে ৬-৭ দিন লাগছে। আমার গত কিছু টিউন প্রকাশ করার প্রায় ৭ দিন হতে চলল, তবুও সেগুলোর ক্যাশ এখনো প্রসেস হয়নি। যদিও পূর্ববর্তীতে আমাকে ক্যাশ প্রসেস হওয়ার ব্যাপারে বিস্তারিত বলা হয়েছিল। তবুও বর্তমানে ক্যাশ প্রসেস হওয়ার এই দীর্ঘ হওয়ার কোনো কারণ আছে কি?


দেখা
333
উত্তর
1
3 বছর 11 মাস আগে

টেকটিউনস ক্যাশ প্রসেসিং বিলম্ব হওয়ার একই প্রশ্নের উত্তর https://www.techtunes.io/desk/680739 এর আগে প্রদান করা হয়েছে।