টিউনে ছবি কেন দেখায় না

টিউন প্রকাশ

প্রিয় টেকটিউনস, অন্যের ফোনের সব নিয়ে আসুন আপনার মোবাইলে আমার এই টিউন সহ আরও কয়েকটি টিউনে যে স্ক্রিনশট দিয়েছিলাম তা দেখায় না। এইরকম বৃত্ত দেখায়

আর যদি এডিট এ ক্লিক করি তাহলে ছবি দেখায় পরে আবার আপডেট করলে এইরকম বৃত্ত দেখায়। আমার এই সমস্যা কেন হচ্ছে, এবিং এর সমাধান কি?


দেখা
311
উত্তর
3
3 বছর 11 মাস আগে

প্রিয় টেকটিউনস, আমি রিপ্লাই কেন পাচ্ছি না?

আপনি টেকটিউনসের টিউন এডিটরে কোন ইমেজ আপলোড করে টিউনে যুক্ত করার 5 থেকে 10 মিনিট পর তা সাইটে শো করে। টেকটিউনস টিউন এডিটরে ইমেজটি সঠিকভাবেই দেখা যাবে কিন্তু সাইটে শো হতে 5 থেকে 10 মিনিট সময় প্রয়োজন হয়।

2020 সালে প্রকাশিত টিউনের ক্ষেত্রে ইমেইজ সংক্রান্ত এই সমস্যা হতে পারে। তবে 2021 সালে প্রকাশিত টিউনের ক্ষেত্রে ইমেইজ সংক্রান্ত এই সমস্যা হবে না।

বিষয়টি টেকটিউনস ডেভ অপস টিমকে অবহিত করা হয়েছে।