ট্রাস্টেড ব্যাজ এর জন্য আবেদন!

ট্রাস্টেড টিউনার

আমি মোঃ ইউসুফ আলী। টেকটিউনসের সাথে কিছুদিন যাবত যুক্ত হয়েছি। এবং আমি ট্রাস্টেড ব্যাজ পেতে আগ্রহী। সে কারণে আমি সকল গাইড লাইন ফলো করে টিউন করেছি। আমি ইতিমধ্যে ১০ টি টিউন করে ফেলেছি। এখন আমি কতৃপক্ষকে আমার টিউন গুলো যাচাই করার জন্য আবেদন জানাচ্ছি।


দেখা
811
উত্তর
8
3 বছর 11 মাস আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস কন্টেন্ট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে কাজ করতে আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি (National ID) এবং আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি (National ID) দিয়ে খোলা বিকাশ অ্যাকাউন্ট এর প্রয়োজন হবে। আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি ও আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি দিয়ে খোলা বিকাশ অ্যাকাউন্ট আছে?

জ্বি আমার নিজেস্ব ন্যাশনাল আইডি কার্ড এবং সেই এন আই ডি কার্ড দিয়ে খোলা ১ টি বিকাশ একাউন্ট রয়েছে৷

সম্ভবত ৭ কার্যদিবস অতিক্রান্ত হয়েছে৷

আপনার টিউনগুলোতে বেশ কিছু বিষয় আপডেট এর প্রয়োজন রয়েছে। আপনাকে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে অপেক্ষা করুন।

    ধন্যবাদ। আমি শুধু এটুকু জানার অপেক্ষায় ছিলাম এই টিউন গুলো আমি পুনরায় সম্পাদনা করতে পারবো কিনা ?

    একটু আগেই আমি আমার একাউন্টে নামের পাশে ট্রাস্টেড ব্যাজ দেখতে পেলাম।হুট করেই তা গায়েব হয়ে গেলো।আমাকে এ ব্যাপারে কিছু জানানো হচ্ছে না । আমার পোস্টে কি আপডেট প্রয়োজন সে ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি । অনুগ্রহ পূর্বক বিস্তারিত জানানো হোক!

প্রিয় টিউনার,

আপনার টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করা হয়েছে।

১. আপনার টিউনগুলোতে বেশ কিছু বিষয় আপডেট এর প্রয়োজন রয়েছে। যা আপনাকে নির্দিষ্ট টিউনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিটি টিউনে নির্দেশিত সংশোধন গুলো একএক করে সঠিক ভাবে বুঝে সম্পাদনা করুন।

২. আপনার ৫ টি টিউন ‘ট্রাসটেড টিউন’ হিসেবে বিবেচিত হয় নি যার প্রয়োজনীয় কারণ ও করণীয় আপনার নির্দিষ্ট টিউনে উল্লেখ করা হয়েছে। তাই আপনাকে ৪০০ শব্দের উপরে আরও ৫ টি টিউন, টেকটিউনস গাইডলাইনটেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন ও উপরে বর্ণিত সমস্যাগুলো পুনরাবৃত্তি না করে প্রকাশ করতে হবে।

উপরে বর্ণিত সংশোধন গুলো একএক করে সঠিক ভাবে বুঝে সম্পাদনা করে তারপর এই টিউমেন্টের রিপ্লাই দিন।

মনে রাখবেন ট্রাসটেড টিউনার ব্যাজ পাবার জন্য সর্বোচ্চো ৫ বার সুযোগ পাবেন। ৫ বারে বেশি সময় আপনি ট্রাসটেড টিউনার ব্যাজ অর্জনে ব্যর্থ হলে আপনি আর ট্রাসটেড টিউনার ব্যাজ অর্জন করতে পারবেন না।

উপরের সংশোধন গুলো সঠিক ভাবে করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

Comments are closed.