ফোন রিভিউ বা গ্যাজেট রিভিউ এর মতো ১০ টি টিউন দিলে কি ব্যাজ পাওয়া যাবে?

টেকটিউনস মনিটাইজেশন

আমি যদি গাইড লাইন ফলো করে রিভিউ বা স্পেসিফিকেশন দেই তাহলে কি ব্যাজ পাবো? আর সর্বোনিম্ন কত করে পে করা হয়?


দেখা
431
উত্তর
3
3 বছর 11 মাস আগে

শুধু মাত্র স্পেসিফিকেশন উল্লেখ করাকে ফোন রিভিউ ও গ্যাজেট রিভিউ বলা হয় না। টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনার ফোন রিভিউ ও গ্যাজেট রিভিউ ফরমেট এই টিউনের মত হতে হয়।

আপনার আয় নির্ভর করবে ৭ টি বিষয়ের উপর টিউনের আকর্ষণীয় থাম্বনেইল, টিউনের আকর্ষণীয় শিরোনাম, টিউনের শব্দ সংখ্যা, টিউনে ছবি সংখ্যা, টিউনে টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং অনুযায়ী ফরমেটিং, টিউনের জোসস ও আপনার ফলোয়ার এর উপর। এই ৭ টি যত বেশি ও মানসম্মত হবে আপনার আয় তত বেশি হবে।

    এবং কেবল যদি আমি স্পেসিফিকেশন লিখি তাহলে কি তা গণ্য হবে ? ব্যাজ পাওয়ার ক্ষেত্রে ?