টেকটিউনস প্রোফাইলে ফলোয়ার এবং বন্ধু তালিকা হঠাৎ শূণ্য দেখাচ্ছে কেন?

টিউনার প্রোফাইল টেকটিউনস অ্যাকাউন্ট টেকটিউনস বাগ রিপোর্ট

আমার টেকটিউনসের প্রোফাইলে সর্বমোট 9 জন ফলোয়ার ছিল এবং আমি ২ জনকে ফলো করেছিলাম। এছাড়াও আমার ১৪ জন বন্ধু ছিল। কিন্তু হঠাৎ করে আমার এসব ০ হয়ে গেল কিভাবে?


দেখা
420
উত্তর
3
3 বছর 11 মাস আগে

বিষয়টি ‘টেকটিউনস কোড অপস’ টিমকে অবগত করা হয়েছে। ‘টেকটিউনস কোড অপস’ টিম বিষয়টির Root Cause অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আপডেট জানাবেন।

খেয়াল করুন, ‘টেকটিউনস কোড অপস’ টিম কর্তৃক Root Cause অনুসন্ধান ও সমাধান একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া এবং তা সমাধানের নির্দিষ্ট কোন সময়সীমা নেই। ‘টেকটিউনস কোড অপস’ টিম কর্তৃক Root Cause অনুসন্ধান ও সমাধান সফল ভাবে সম্পন্ন করলে ‘টেকটিউনস সাইট অপস’ টিম থেকে আপনাকে আপডেট জানান হবে।

    আশা করছি ‘টেকটিউনস কোড অপস’ টিম কর্তৃক Root Cause অনুসন্ধান ও সমাধান সফলভাবে সম্পন্ন করে ‘টেকটিউনস সাইট অপস’ টিম থেকে আমাকে দ্রুত আপডেট জানান হবে।

    Root Cause অনুসন্ধান ও সমাধান করতে আরো কতদিন সময় লাগতে পারে?