টিউনার ব্যাজ পরিবর্তন না হবার প্রসঙ্গে

টিউনার ব্যাজ টিউনার লেভেল ট্রাস্টেড টিউনার

স্ক্রিনশটে আসা নোটিফিকেশন আসার পরেও টিউনার লেভেল ১৩ তেই আছে। এখানে উল্ল্যখ্য ৩০০ টিউন কমপ্লিট করলে একই নোটিফিকেশন এসে লেভেল ৯ থেকে ১৩ তে এসেছিল মানে লেভেল পরিবর্তন হয়েছিল। এখন লেভেল কেন পরিবর্তন হচ্ছে না জানতে চাচ্ছি।


দেখা
355
উত্তর
2
3 বছর 11 মাস আগে

আপনি 600 Tune ‘টিউনার ব্যাজ’ অর্জন করেছেন।

‘টেকটিউনস ব্যাজ’, ‘টেকটিউনস জেমস’ এবং ‘টেকটিউনস টিউনার র‌্যাংক’ ৩ টি আলাদা বিষয়। টেকটিউনস ব্যাজ আপনি নির্দিষ্ট মাইলস্টোন সম্পন্ন করলে অর্জিত বা Achieved হয়, টেকটিউনস জেমস নির্দিষ্ট একশনের ভিত্তিতে অর্জিত বা Achieved হয়। অন্যদিকে ‘টেকটিউনস টিউনার র‌্যাংক’ অর্জিত বা Achieve হয় না ‘টেকটিউনস টিউনার র‌্যাংক’ আপনার টেকটিউনস জেমস বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি বা Increase পায়।

আপনার টিউনার র‌্যাংক বাড়াতে টেকটিউনসে আপনার একটিভিটি আর বৃদ্ধি করতে হবে।

টেকটিউনস জেমস আপনার ‘টিউনার র‌্যাংক’ বাড়ায়। টেকটিউনসে আপনি যত বেশি একটিভ থাকবেন তত বেশি টেকটিউনস জেমস বৃদ্ধি পায় ও আপনার ‘টিউনার র‌্যাংক’ বৃদ্ধি পায়।

০১. প্রতিদিন লগইন করলে।
০২. প্রতিদিন লগইন করে টেকটিউনস ভিজিট করলে।
০৩. ‘টেকটিউনস গাইডলাইন’ সম্পূর্ণ রূপে ফলো করে নিয়মিত টিউন প্রকাশ করলে।
০৪. ‘টেকটিউনস গাইডলাইন’ সম্পূর্ণ রূপে ফলো করে ভিডিও টিউন vUne (ভিউন), অডিও টিউন aUne (এউন), স্ট্যাটাস টিউন স্টিউন (stUne), লিংক টিউন liUne (লিউন) এবং ফটো টিউন phUne (ফিউন) প্রকাশ করলে।
০৫. প্রতি সপ্তাহে ২ এর অধিক ও মাসে কমপক্ষে ৮ এর অধিক টিউন প্রকাশ করলে।
০৬. ‘টেকটিউনস গাইডলাইন’ সম্পূর্ণ রূপে ফলো করে টিউমেন্ট করলে।
০৭. ‘টেকটিউনস জ্যাকেট’ ও ‘টেকটিউনস ডেক্স’ এ গঠনমূলক উত্তর দিলে।
০৮. নিজের ফ্রেন্ড বৃদ্ধি করলে।
০৯. নিজের ফলোয়ার বৃদ্ধি করলে।
১০. অন্য টিউনাদের ফলো করে নিজের ফলোয়িং বৃদ্ধি করলে।
১১. প্রতি মাসে টিউনার প্রোফাইল ফটো যোগ বা পরিবর্তন করলে।
১২. প্রতি সপ্তাহে টিউনার কভার ফটো যোগ বা পরিবর্তন করলে।

এছাড়া পুরো বছর জুড়ে টেকটিউনসে উপরের একটিভি গুলো নিয়মিত করলে বছর শেষে বাৎসরিক বোনাস জেমস যোগ হয়।

এ কাজ গুলো নিয়মিত করে আপনি আপনার টেকটিউনস জেসম বৃদ্ধি করতে পারবেন সেই সাথে আপনার টিউনার র‌্যাংক ও বৃদ্ধি পাবে ।