টিউনার প্রোফাইল থেকে ফেসবুক আইডি পরিবর্তন করলে কোন সমস্যা হবে কি?

টিউনার প্রোফাইল

আমি আমার প্রাফাইল থেকে ফেসবুক আইডি পরিবর্তন করতে চাচ্ছি। কোন কারণে সে আইডিতে এখন আমি বেশি একটিভ থাকবো না। আমি যদি এখন আমার প্রোফাইলে নতুন ফেসবুক আইডি এর এড্রেস যোগ করি, তাহলে কোন সমস্যা হবে কি?

উল্লেখ্য যে, আমি পরবর্তী আইডিতে টিউন গাইডলাইন অনুযায়ী টিউন লিংক শেয়ার এবং সাবমিট করবো।


দেখা
309
উত্তর
3
3 বছর 12 মাস আগে

নিজের কোন ফেক ফেসবুক প্রোফাইলে টেকটিউনস টিউন শেয়ার করা যায় না। সবসময় অবশ্যই নিজের অরিজিনাল ফেসবুক প্রোফাইলে টেকটিউনস টিউন শেয়ার করতে হয়।

    অবশ্যই দ্বিতীয় ফেসবুক অ্যাউন্টনটি আমার আসল আইডি। আমার ফেসবুক আইডি দুইটি। আমি টিউন শেয়ার এবং সাবমিট গাইডলাইন অনুযায়ী প্রথমে যে ফেসবুক একাউন্ট দিয়ে করেছি, আমি চাচ্ছি যে প্রথম ফেসবুক একাউন্ট বাদ দিয়ে দ্বিতীয় অ্যাকাউন্ট দিয়ে টিউন লিঙ্ক শেয়ার এবং সাবমিট করতে। কেননা বর্তমানে আমার দুটি একাউন্টের মধ্যে দ্বিতীয় একাউন্টটি বেশি ব্যবহার করি। এটি করতে পারবো কি?

      আপনি যে ফেসবুক প্রোফাইল ব্যবহার করে ট্রাসটেড টিউনারশীপ অর্জন করেছেন এই মূহুর্তে তা পরিবর্তন করলে টেকটিউনস ট্রাসটেড টিউনার পলিসি ব্রেক হবে। তাই এই মুহূর্তে তা পরিবর্তন করা যাবে না। আপনার টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সময় পরিবর্তন করতে পারবেন।